হরপ্পা সভ্যতা ধ্বংসের অন্যতম প্রধান কারণ গুলি কি ছিল?

হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কি ছিল?
হরপ্পা সভ্যতা পতনের কারণ

প্রশ্ন: হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কি ছিল?
অথবা, হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণসমূহ সংক্ষেপে উল্লেখ করো।


উত্তর: হরপ্পা সভ্যতার প্রধান দুটি কেন্দ্রের একটি হলো হরপ্পা (পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টোগোমারী জেলার অন্তর্গত), অপরটি হল মহেঞ্জোদারো (পাকিস্তানের সিন্ধু রাজ্যের লারকানা জেলার অন্তর্গত)। প্রামাণ্য তথ্যের অভাবে হরপ্পা সভ্যতার উত্থানের মতো পতনের কারণ সম্বন্ধেও সঠিক কিছু জানা যায় না, তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রাকৃতিকআর্থসামাজিক বিপর্যয় এবং বৈদেশিক আক্রমণকেই হরপ্পা সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়, যেমন :

প্রাকৃতিক বিপর্যয় : 

(i) সিন্ধু নদীতে প্রবল বন্যা,
(ii) মহেঞ্জোদারো কাছে প্রবল ভূমিকম্প,
(iii) কৃষিক্ষেত্রে সমুদ্রের জল প্রবেশ করায় চাষের জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কৃষির অবনতি,
(iv) জলবায়ুর হঠাৎ পরিবর্তনে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ায় বনভূমিগুলির ধ্বংসপ্রাপ্তি প্রভৃতি।

আর্থসামাজিক কারণ :

পৌর প্রশাসকদের অযোগ্যতায় মহেঞ্জদারো, হরপ্পা প্রভৃতি বড় বড় নগরগুলি ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে ওঠে।

বৈদেশিক আক্রমণ :

ক্রমাগত বিদেশি আক্রমণ ছিল হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ, ঐতিহাসিক হুইলারের মতে, এইসব আক্রমণকারীদের অনেকেই ছিল বৈদিক আর্য।

          পরিশেষে বলা যায় সভ্যতার পতনের মূল বিভিন্ন কারণের সমাবেশ ঘটেছিল। তবে, সিন্ধু লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত সিন্ধু সভ্যতার বিলুপ্তির রহস্য সঠিকভাবে উদঘাটন সম্ভব নয়।

আরও জানুন:
Previous Post Next Post

نموذج الاتصال