Kolkata Police Constable Answer Key 2023 PDF Download

জ আমরা তোমাদের কাছে Kolkata Police Constable Answer Key 2023 PDF উপস্থাপিত করেছি। তোমরা যারা গত 04 জুন 2023-এ Kolkata Police Constable পরীক্ষা দিয়ে এসেছো, এই উত্তরপত্রটির সাথে তোমাদের দেওয়া উত্তরগুলি একবার মিলিয়ে নাও। Kolkata Police Answer Key 2023 PDF টি দেখে তোমরা পরীক্ষায় কত নম্বর পাবে তার একটা ধারণা পেয়ে যাবে। 

Kolkata Police Answer Key 2023 PDF Download
Kolkata Police Answer Key 2023


সুতরাং আর সময় নষ্ট না করে PDF File টি সংগ্রহ করে উত্তরগুলি মিলিয়ে নাও। {alertSuccess}

Kolkata Police Constable Answer Key 2023

1. নীচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য (Non-electrolyte) পদার্থ নয়? 
(A) গ্লিসারিন (Glycerine) 
(B) লবণের দ্রবণ (Salt Solution) ✔ 
(C) চিনির দ্রবণ (Sugar Solution) 
(D) পেট্রোল (Petrol) 


2. একটি আয়তাকার (rectangular) মাঠের দৈর্ঘ্য (length) প্রস্থের (breadth) দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল (area) 338 বর্গমিটার হলে, তার পরিসীমা (perimeter) কত? (মিটারে) 
(A) 90 
(B) 78 ✔ 
(C) 84 
(D) 169 


3. 8, 17,36,75, ? - প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে? 
(A) 145 
(B) 152 
(C) 150 
(D) 154 ✔ 


4. নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়?
(A) লর্ড মেয়ো 
(B) লর্ড কর্নওয়ালিস 
(C) লর্ড কার্জন 
(D) লর্ড ডালহৌসি ✔ 


5. একটি নৌকা স্রোতের অনুকূলে (downstream) 6 মিনিটে 1 km যায় এবং স্রোতের প্রতিকূলে (upstream) ঘণ্টায় 6 km যায়। স্রোতের গতিবেগ কত (কিমি/ঘণ্টা)? 
(A) 6 
(B) 4 
(C) 3 
(D) 2 ✔ 


6. ছয়জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। A, B-এর দিকে মুখ করে আছে। B, E-এর ডানদিকে ও C-এর বাঁদিকে বসে আছে। C, D -এর বাঁদিকে আছে। F, A-এর ডানদিকে আছে। এরপর D, F-এর সাথে এবং E, B-এর সাথে তাদের স্থান পরিবর্তন করল। এখন C-এর দুপাশে কে কে আছে?
(A) E ও F ✔ 
(B) B ও F 
(C) B ও D 
(D) B ও E 


7. 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
(A) বোম্বাই ✔ 
(B) দিল্লী 
(C) কলকাতা 
(D) মাদ্রাজ 


8. I = 9 এবং SLIP = 56 হলে, TASK = ? 
(A) 40 
(B) 41 
(C) 39 
(D) 51 ✔ 


9. কোনো টাকা 20 বছরে সুদে আসলে (Principal+ Interest) 3 গুণ হয়। বার্ষিক সুদের হার (rate of interest) কত? 
(A) 20 
(B) 10 ✔ 
(C) 5 
(D) 15 


10. P, Q, R, S T এবং U-এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। S, Q-এর থেকে ভারী। R শুধুমাত্র T ও P-এর থেকে হালকা। Q সবথেকে হালকা নয় এবং P সবথেকে ভারী নয়। ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? 
(A) S 
(B) Q 
(C) P ✔ 
(D) R 


11. শিখদের পঞ্চ 'ক'-কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? 
(A) শুরু গোবিন্দ সিং ✔
(B) গুরু হরগোবিন্দ 
(C) গুরু রঞ্জিত সিং 
(D) শুরু তেগবাহাদুর 


12. পিটের ভারত শাসন আইন (Pitt's India Act) কত সালে পাস হয়েছিল? 
(A) 1748 
(B) 1784 ✔ 
(C) 1884 
(D) 1848 


13. SI পদ্ধতিতে তাপমাত্রার একক (Unit) কী? 
(A) ডিগ্রি (Degree) 
(B) ফারেনহাইট (Fahrenheit) 
(C) সেলসিয়াস (Celsius) 
(D) কেলভিন (Kelvin) ✔ 


14. সোমা হল দীপের মা। আবার সোমা হল রমেশের বোন এবং রমেশ হল চন্দ্রার ভাই। দীপ চন্দ্রার কে হয়? 
(A) কাকার ছেলে (Uncle's son) 
(B) বোনপো (Sister's son) ✔
(C) ভাইপো (Nephew) 
(D) ভাই (Brother) 


15. NATIONALISM শব্দটির প্রতিটি স্বরবর্ণ (vowel )-কে ঠিক তার পরের বর্ণটি (letter) দ্বারা প্রতিস্থাপিত (replaced) করা হলে এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণ (consonant)-কে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত (replaced) করা হলে, নতুন বর্ণশ্রেণির বাঁদিক থেকে সপ্তম বর্ণটি কী হবে? 
(A) M 
(B) N 
(C) B ✔ 
(D) L 


16. 'ঝুলন্ত উপত্যকা' (Hanging Valley) নিম্নলিখিত কীসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ?
(A) হিমবাহ (Glacier) ✔
(B) নদী (River) 
(C) আগ্নেয়গিরি (Volcano) 
(D) সমুদ্র (Sea) 


17. 8, 17, 26, 35, ? — প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে? 
(A) 52 
(B) 44 ✔ 
(C) 42 
(D) 39 


18. কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে?
(A) লোকসভার স্পিকার 
(B) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ✔ 
(C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 
(D) অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া 


19. Y হল X-এর পুত্র। S হল R-এর পুত্র। Y, P-এর সাথে বিবাহিত। P হল R-এর কন্যা। Y, S-এর কে হয়?
(A) কাকা 
(B) ভগ্নীপতি 
(C) শালা ✔ 
(D) মামা 


20. 45 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের (square) চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে, যদি তার গতিবেগ (speed) 9 কিমি/ঘণ্টা হয়?
(A) 96 
(B) 80 
(C) 72 
(D) 144 ✔ 


সম্পূর্ণ উত্তরপত্রটি PDF File-এ রয়েছে।

Please Note: আমরা চেষ্টা করেছি সঠিক ভাবে উত্তরপত্রটি তৈরি করার। যদি কোন প্রশ্নের উত্তর ভুল থাকে আমরা একান্ত ক্ষমাপ্রার্থী। Official Answer Key আসলে এখানে অবশ্যই আপডেট করে দেওয়া হবে। {alertInfo}

File Details:
File Name: Kolkata Police Answer Key 2023.pdf
Size: 3.31 MB
Language: Bengali & Hindi
No. of Pages: 23
(Unofficial)

Also Read: Kolkata Police Practice Set {alertSuccess}
Previous Post Next Post

نموذج الاتصال