January 2023 MCQ Monthly Current Affairs in Bengali PDF

জানুয়ারি 2023 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স

জানুয়ারি 2023 MCQ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF (January 2023 MCQ Monthly Current Affairs in Bengali PDF) টি দেওয়া হল। এতে জানুয়ারি ২০২৩ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 100 টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। জানুয়ারি 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স MCQ PDF টি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলির প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
January 2023 MCQ Monthly Current Affairs in Bengali PDF
জানুয়ারি 2023 MCQ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুতরাং আর সময় নষ্ট না করে জানুয়ারি 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে পড়ে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হল কোথায়?
    (a) গোয়া ✔
    (b) লাদাখ
    (c) অরুণাচল প্রদেশ
    (d) জম্মু-কাশ্মীর

২. প্রথম International Beach Festival হোস্ট করছে কোন রাজ্য?
    (a) কেরালা ✔
    (b) কর্ণাটক
    (c) ছত্রিশগড়
    (d) উত্তরাখণ্ড

৩. ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করা হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত?
    (a) সপ্তম ✔
    (b) অষ্টম
    (c) দ্বিতীয়
    (d) তৃতীয়

৪. ২০২৩ সালের প্রথম ৬ মাস Council of European Union-এ সভাপতিত্ব করবে কোন দেশ?
    (a) সুইডেন ✔
    (b) ভারত
    (c) ব্রিটেন
    (d) ইরান

৫. কোথায় ‘সংবিধান উদ্যান’-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
    (a) জয়পুর ✔ 
    (b) হরিয়ানা
    (c) নিউ দিল্লি
   (d) বারাণসী

৬. ‘Best Police Units’ অ্যাওয়ার্ড জিতলো কোন রাজ্যের জালনা এবং নাগপুর পুলিশ?
    (a) মহারাষ্ট্র ✔ 
    (b) বিহার
    (c) দিল্লি
    (d) উত্তরপ্রদেশ
৭. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হল কোন দেশ?
    (a) ভারত ✔
    (b) আমেরিকা
    (c) চীন
    (d) জাপান

৮. বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
    (a) উড়িষ্যা ✔
    (b) আসাম
    (c) পশ্চিমবঙ্গ
    (d) বিহার

৯. কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন সুহেল সমীর?
    (a) BharatPe ✔ 
    (b) Paytm
    (c) Phonepe
    (d) Gpay

১০. পুরুষ বিভাগে Khelo India Youth Games 2022 U-18 টাইটেল জিতলো কোন রাজ্যের হকি টিম?
    (a) মধ্যপ্রদেশ✔ 
    (b) পশ্চিমবঙ্গ
    (c) হরিয়ানা
    (d) গুজরাট

১১. World Introvert Day কবে পালন করা হয়?
    (a) ২রা জানুয়ারি✔ 
    (b) ৩রা জানুয়ারি
    (c) ৪ঠা জানুয়ারি
    (d) ৫ই জানুয়ারি

১২. Inacio Lula da Silva কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার শপথ নিলেন?
    (a) ব্রাজিল ✔ 
    (b) অস্ট্রেলিয়া
    (c) নিউজিল্যান্ড
    (d) আর্জেন্টিনা

১৩. বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কে?
    (a) চীন ✔ 
    (b) জাপান
    (c) ব্রিটেন 
    (d) ইংল্যান্ড

১৪. বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় কবে?
    (a) ৬ই জানুয়ারি ✔ 
    (b) ৭ই জানুয়ারি
    (c) ৫ই জানুয়ারি 
    (d) ৪ঠা জানুয়ারি

১৫. JAGA Mission-এর জন্য World Habitat Award 2023 জিতলো কোন রাজ্য?
    (a) উড়িষ্যা ✔ 
    (b) মনিপুর
    (c) উত্তরাখণ্ড
    (d) হিমাচল প্রদেশ

১৬. প্রথম G-20 Meeting অনুষ্ঠিত হবে কোথায়?
    (a) পুদুচেরি ✔ 
    (b) জম্মু-কাশ্মীর
    (c) লাদাখ
    (d) মনিপুর

১৭. ক্রিকেটে সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে Yo Yo Test এবং Dexa আনছে কে?
    (a) BCCI ✔ 
    (b) ICC
    (c) উভয়ই
    (d) কেউই নয়

১৮. কোথায় National Institute of Water and Sanitation উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
    (a) কলকাতা ✔ 
    (b) চেন্নাই
    (c) জয়পুর
    (d) মুম্বাই

১৯. ভারতের কততম দাবা গ্রান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তব চ্যাটার্জি?
    (a) ৭৮ তম ✔ 
    (b) ৭৭ তম
    (c) ৭৬ তম
    (d) ৭৯ তম

২০. ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস কোথায় চালু হবে?
    (a) কলকাতা ✔
    (b) নিউ দিল্লি
    (c) মুম্বাই
    (d) চেন্নাই

২১. “Breaking Barriers” শিরোনামে বই লিখলেন কে?
    (a) কাকী মাধব রাও ✔ 
    (b) চেতন ভগৎ
    (c) অর্জুন যাদব
    (d) মনিরুল আহমেদ

২২. সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
    (a) ফুটবল ✔ 
    (b) ক্রিকেট
    (c) হকি
    (d) বাস্কেটবল

২৩. ভারতের প্রথম পশুদের জন্য IVF Mobile Unit লঞ্চ করা হল কোথায়?
    (a) গুজরাট ✔ 
    (b) উত্তরপ্রদেশ
    (c) পাঞ্জাব 
    (d) হরিয়ানা

২৪. গোয়ার মোপা এয়ার পোর্টের নাম কার নামে রাখা হবে?
    (a) মনোহর পারিক্কর ✔ 
    (b) পিএস শ্রীধরন পিল্লাই
    (c) নরেন্দ্র মোদী
    (d) প্রমোদ সাওয়ান্ত

২৫. বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে?
    (a) ৪ঠা জানুয়ারি ✔ 
    (b) ৫ই জানুয়ারি
    (c) ৬ই জানুয়ারি
    (d) ৭ই জানুয়ারি

💥নিয়মিত চাকরির খবর পেতে এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন মকটেস্ট, স্টাডি নোটস & PDF গুলির সমস্ত আপডেটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও।
টেলিগ্রামে সার্চ করো: Study Zone In Bengali

২৬. সম্প্রতি অবসর ঘোষণাকারী সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?
    (a) টেনিস ✔ 
    (b) ব্যাডমিন্টন
    (c) শুটিং
    (d) টেবিল টেনিস

২৭. ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্য হল কোনটি?
    (a) কেরালা ✔
    (b) বেঙ্গালুরু
    (c) নিউ দিল্লি
    (d) মহারাষ্ট্র

২৮. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
    (a) চেতন শর্মা ✔
    (b) সৌরভ গাঙ্গুলি
    (c) বীরেন্দর শেওয়াগ
    (d) রবি শাস্ত্রী

২৯. International Kite Festival 2023 শুরু হল কোথায়?
    (a) আহমেদাবাদ ✔ 
    (b) হায়দ্রাবাদ
    (c) বেঙ্গালুরু
    (d) উত্তরপ্রদেশ

৩০. সম্প্রতি অবসর ঘোষণাকারী Gareth Bale কোন খেলার সঙ্গে যুক্ত?
    (a) ফুটবল ✔ 
    (b) ক্রিকেট
    (c) হকি
    (d) ব্যাডমিন্টন

৩১. নিম্নলিখিত কোন ভারতীয় মুভিটি অস্কার 2023-এর জন্য শর্টলিস্টেড হল?
    (a) The Kashmir Files ✔ 
    (b) KGF 2
    (c) Jay Bhim
    (d) RRR

৩২. সম্প্রতি প্রয়াত কেশরী নাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল?
    (a) পশ্চিমবঙ্গ ✔ 
    (b) বিহার
    (c) ত্রিপুরা
    (d) আসাম

৩৩. “মুখ্যমন্ত্রীর ডায়রী ১” শিরোনামে বই লিখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
    (a) আসাম ✔ 
    (b) ত্রিপুরা
    (c) পশ্চিমবঙ্গ
    (d) মনিপুর

৩৪. কোন মহাকাশ গবেষণা সংস্থার টেকনোলজিস্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এ.সি. চরণীয়া?
    (a) NASA ✔ 
    (b) ISRO
    (c) ESA
    (d) JAXA

৩৫. কোন দেশের সাথে “Veer Guardian 2023” নামে বায়ু সেনা অনুশীলন শুরু করলো ভারত?
    (a) জাপান ✔ 
    (b) রাশিয়া
    (c) আমেরিকা
    (d) ইজরায়েল

৩৬. বারাণসী ও ডিব্রুগড়ের মধ্যে “গঙ্গা বিলাস” নামে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন কে?
    (a) নরেন্দ্র মোদী ✔
    (b) গিরিরাজ সিং
    (c) অমিত শাহ
    (d) পীযুষ গোয়েল

৩৭. কোন দেশের প্রথম মহিলা শিখ বিচারপতি হিসাবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত মানপ্রীত মনিকা সিং?
    (a) আমেরিকা ✔ 
    (b) ব্রিটেন
    (c) অস্ট্রেলিয়া
    (d) নিউজিল্যান্ড

৩৮. কোথায় Global Investors Summit-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
    (a) ইন্দোর ✔ 
    (b) পুনে
    (c) কানপুর
    (d) চেন্নাই

৩৯. Electronics Corporation of India Limited (ECIL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
    (a) অনুরাগ কুমার ✔ 
    (b) বিশ্বজিৎ দোয়ারি
    (c) সুমিত শাসমল
    (d) অজয় ভূষণ

৪০. Earth Rotation Day পালন করা হয় কবে?
    (a) ৮ই জানুয়ারি ✔ 
    (b) ৭ই জানুয়ারি
    (c) ১০ই জানুয়ারি
    (d) ১২ই জানুয়ারি

৪১. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে?
    (a) ৯ই জানুয়ারি ✔ 
    (b) ১০ই জানুয়ারি
    (c) ১৪ই জানুয়ারি
    (d) ১৫ই জানুয়ারি

৪২. ‘PayRup’ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো কোন দেশ?
    (a) ভারত ✔ 
    (b) বাংলাদেশ
    (c) পাকিস্তান
    (d) নেপাল

৪৩. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে?
    (a) ১১ই জানুয়ারি ✔ 
    (b) ১২ই জানুয়ারি
    (c) ১০ই জানুয়ারি
    (d) ১৪ই জানুয়ারি

৪৪. “Saharsh” নামে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?
    (a) ত্রিপুরা ✔ 
    (b) পশ্চিমবঙ্গ
    (c) কেরালা
    (d) হরিয়ানা

৪৫. সম্প্রতি প্রয়াত রেহমান রাহী কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী?
    (a) কাশ্মীর ✔ 
    (b) মুম্বাই
    (c) কেরালা
    (d) পশ্চিমবঙ্গ

৪৬. “Braving A Viral Storm: India’s Covid – 19 Vaccine Story” শিরোনামে বই লিখলেন কে?
    (a) আশীষ চান্দরকার ✔ 
    (b) অমিত শাহ
    (c) অনুরাধা রায়
    (d) সুমিত দেবনাথ

৪৭. Henley Passport Index 2023 – এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?
    (a) 85 ✔ 
    (b) 68
    (c) 95
    (d) 80

৪৮. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Dwaine Pretorius কোন দেশের নাগরিক?
    (a) সাউথ আফ্রিকা ✔ 
    (b) ইংল্যান্ড
    (c) অস্ট্রেলিয়া
    (d) নিউজিল্যান্ড

৪৯. ‘Saarang 2023’ নামে ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত ফেস্টিভ্যাল শুরু হল কোথায়?
    (a) IIT Madras ✔ 
    (b) IIT Delhi
    (c) IIT Hyderabad
    (d) IIT Kharagpur

৫০. জাতীয় যুব দিবস পালন করা হয় কবে?
    (a) ১২ই জানুয়ারি ✔ 
    (b) ১১ই জানুয়ারি
    (c) ১০ই জানুয়ারি
    (d) ১৩ই জানুয়ারি

💥নিয়মিত চাকরির খবর পেতে এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন মকটেস্ট, স্টাডি নোটস & PDF গুলির সমস্ত আপডেটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও।
টেলিগ্রামে সার্চ করো: Study Zone In Bengali

৫১. ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়?
    (a) ১৫ই জানুয়ারি ✔ 
    (b) ১৪ই জানুয়ারি
    (c) ১৬ই জানুয়ারি
    (d) ১৭ই জানুয়ারি

৫২. কোন দেশে ডিজেল সরবরাহের জন্য Friendship Pipeline চালু করছে ভারত?
    (a) বাংলাদেশ ✔ 
    (b) নেপাল
    (c) মায়ানমার
    (d) শ্রীলংকা

৫৩. সম্প্রতি ভারতে মারা গেলেন কোন দেশের ভাইস প্রেসিডেন্ট Badara Alieu Joof?
    (a) গাম্বিয়া ✔ 
    (b) রাশিয়া
    (c) দক্ষিণ কোরিয়া
    (d) ইউক্রেন

৫৪. মার্শাল আইল্যান্ডস-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
    (a) সিবি জর্জ ✔ 
    (b) গৌরব কুমার
    (c) অসিত প্রধান
    (d) সঞ্জয় কুমার

৫৫. জাল্লিকাট্টু নামক ষাঁড় দৌড় খেলা শুরু হল কোন রাজ্যে?
    (a) তামিলনাড়ু ✔ 
    (b) তেলেঙ্গানা
    (c) কর্ণাটক
    (d) কেরালা

৫৬. Malaysia Open 2023 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় Viktor Axelsen?
    (a) ডেনমার্ক ✔ 
    (b) অস্ট্রেলিয়া
    (c) আমেরিকা
    (d) সুইডেন

৫৭. ভারতের প্রথম সংবিধান সাক্ষর জেলা হল কোন রাজ্যের কোল্লাম জেলা?
    (a) কেরালা ✔ 
    (b) কর্ণাটক
    (c) তেলেঙ্গানা
    (d) তামিলনাড়ু

৫৮. FIH Men’s Hockey World Cup 2023 শুরু হল কোথায়?
    (a) কটক ✔ 
    (b) মুম্বাই
    (c) হায়দ্রাবাদ
    (d) রাজস্থান

৫৯. National Health Authority-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
    (a) প্রবীণ শর্মা ✔ 
    (b) সুকুমার নারায়ণ
    (c) বিপ্লব কুমার
    (d) অজয় শর্মা

৬০. বিশ্বে প্রথম কৃষির জন্য “AgriSAT-1 / ZA 008” নামক স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
    (a) দক্ষিণ আফ্রিকা ✔ 
    (b) ভারত
    (c) আমেরিকা
    (d) জাপান

৬১. 2023 World Economic Forum Summit অনুষ্ঠিত হবে কোথায়?
    (a) সুইজারল্যান্ড ✔ 
    (b) আমেরিকা
    (c) অস্ট্রেলিয়া
    (d) ভারত

৬২. ভারতের চতুর্থ বৃহত্তম ট্রেডিং পার্টনার হল কোন দেশ?
    (a) রাশিয়া ✔ 
    (b) আমেরিকা
    (c) অস্ট্রেলিয়া
    (d) ব্রিটেন

৬৩. মেরিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লেফটেন্যান্ট গভর্নর হলেন কে?
    (a) অরুণা মিলার ✔ 
    (b) মনিকা সিং
    (c) অজয় শর্মা
    (d) মানপ্রীত প্যাটেল

৬৪. G20-এর আওতায় “Think-20” মিটিং শুরু হল কোথায়?
    (a) ভোপাল ✔ 
    (b) দিল্লি
    (c) মুম্বাই
    (d) কলকাতা

৬৫. “Irrfan Khan:. Life in Movies” শিরোনামে বই লিখলেন কে?
    (a) শুভ্র গুপ্ত ✔ 
    (b) ইরফান খান
    (c) সুপ্রতিম সেন
    (d) সমীর কুমার

৬৬. “বীরবল” শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পেলেন কে?
    (a) তপন বন্দ্যোপাধ্যায় ✔ 
    (b) ফিরহাদ হাকিম
    (c) অমিত শাহ
    (d) ব্রাত্য বসু

৬৭. বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, এশিয়ার সবথেকে দুর্বলতম অর্থনীতি হল —
    (a) পাকিস্তান ✔ 
    (b) নেপাল 
    (c) বাংলাদেশ
    (d) মায়ানমার

৬৮. কোন দেশের সাথে প্রথমবার “Cyclone 1” নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করতে চলেছে ভারত?
    (a) ইজিপ্ট ✔ 
    (b) সৌদি আরব 
    (c) ইসরাইল
    (d) জাপান

৬৯. ওষুধ সরবরাহের জন্য “আরোগ্য মৈত্রী” প্রোজেক্ট লঞ্চ করলেন কে?
    (a) নরেন্দ্র মোদী ✔ 
    (b) দ্রৌপদী মুর্মু
    (c) অমিত শাহ
    (d) মনসুখ মাণ্ডব্য

৭০. ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে সম্পূর্ণ e-Governance মোডে শিফট হল কে?
    (a) জম্মু-কাশ্মীর ✔ 
    (b) চণ্ডীগড়
    (c) লাক্ষাদ্বীপ
    (d) পুদুচেরি

৭১. Border Roads Organization (BRO)-এ প্রথম মহিলা অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে?
    (a) সুরভী যাখমোলা ✔ 
    (b) অনুরাধা শর্মা
    (c) অভনি চতুর্বেদি
    (d) এখানের কেউই নন

৭২. National Startup Day পালন করা হয় কবে?
    (a) ১৬ই জানুয়ারি ✔ 
    (b) ১৭ই জানুয়ারি
    (c) ১৯ই জানুয়ারি
    (d) ২০ই জানুয়ারি

৭৩. সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত কততম বন্দে ভারত ট্রেনটি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
    (a) অষ্টম ✔ 
    (b) ষষ্ঠ
    (c) পঞ্চম
    (d) সপ্তম
৭৪. 2023 Military Strength Ranking-এ ভারতের স্থান কত? 
    (a) চতুর্থ ✔ 
    (b) পঞ্চম
    (c) ষষ্ঠ
    (d) সপ্তম

৭৫. দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হল?
    (a) বেঙ্গালুরু ✔ 
    (b) লখনৌ
    (c) দেরাদুন
    (d) চন্ডিগড়

💥নিয়মিত চাকরির খবর পেতে এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন মকটেস্ট, স্টাডি নোটস & PDF গুলির সমস্ত আপডেটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও।
টেলিগ্রামে সার্চ করো: Study Zone In Bengali

৭৬. ইংল্যান্ডকে পরাজিত করে Women’s U19 T20 World Cup জিতলো কোন দেশ?
    (a) ভারত ✔ 
    (b) অস্ট্রেলিয়া
    (c) ইংল্যান্ড
    (d) নিউজিল্যান্ড

৭৭. সম্প্রতি কোন রাজ্যের নতুন DGP পদে নিযুক্ত হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং?
    (a) আসাম ✔ 
    (b) পশ্চিমবঙ্গ 
    (c) অরুণাচল প্রদেশ
    (d) মনিপুর

৭৮. দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কী রাখা হল?
    (a) অমৃত উদ্যান ✔ 
    (b) নেতাজি উদ্যান
    (c) ছত্রপতি গার্ডেন
    (d) পি.এম. গার্ডেন

৭৯. জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে?
    (a) ২৪শে জানুয়ারি ✔ 
    (b) ২১শে জানুয়ারি
    (c) ২২শে জানুয়ারি
    (d) ২৯শে জানুয়ারি

৮০. ২০২৩ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি Abdel Fattah El-Sisi?
    (a) মিশর ✔ 
    (b) ব্রাজিল
    (c) দক্ষিণ আফ্রিকা
    (d) মালেশিয়া

৮১. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কত গুলি দ্বীপের নাম পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
    (a) ২১টি ✔ 
    (b) ২৪টি
    (c) ১৮টি
    (d) ১৬টি

৮২. মহিলা বিভাগে India Open Badminton সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের An Seyoung?
    (a) দক্ষিণ কোরিয়া ✔ 
    (b) ভিয়েতনাম
    (c) চিন
    (d) থাইল্যান্ড

৮৩. G20 Energy Transition Working Group meeting হোস্ট করবে কোন শহর?
    (a) বেঙ্গালুরু ✔ 
    (b) নিউ দিল্লি 
    (c) হায়দ্রাবাদ
    (d) আমেদাবাদ

৮৪. Central Railway-র নতুন জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হলেন কে?
    (a) নরেশ লালবানী ✔ 
    (b) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং
    (c) কুলদীপ যাদব
    (d) মনোহর যোশী

৮৫. India International Science Festival (IISF) শুরু হল কোথায়?
    (a) ভোপাল ✔ 
    (b) চেন্নাই
    (c) বেঙ্গালুরু
    (d) নিউ দিল্লি

৮৬. প্রথম Youth 20 Group Meeting অনুষ্ঠিত হবে কোথায়?
    (a) গুয়াহাটি ✔ 
    (b) নিউ দিল্লি
    (c) কলকাতা
    (d) বেঙ্গালুরু 

৮৭. FIDE World Championship Match 2023 অনুষ্ঠিত হবে কোন দেশে?
    (a) কাজাখস্তান ✔ 
    (b) ইরান
    (c) নামিবিয়া
    (d) জিম্বাবুয়ে
৮৮. সম্প্রতি India Open Badminton টাইটেল জিতলেন কোন দেশের খেলোয়াড় Kunlavut Vitidsarn?
    (a) থাইল্যান্ড ✔ 
    (b) ভারত
    (c) ভিয়েতনাম
    (d) দক্ষিণ কোরিয়া

৮৯. সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন জাস্টিস সাবিনা?
    (a) হিমাচল প্রদেশ ✔ 
    (b) ত্রিপুরা
    (c) অরুনাচল প্রদেশ
    (d) উত্তরাখণ্ড

৯০. ভারতের প্রথম Norovirus আক্রান্তের খবর পাওয়া গেল কোন রাজ্যে?
    (a) কেরালা ✔ 
    (b) দিল্লি
    (c) উত্তরপ্রদেশ
    (d) মহারাষ্ট্র

৯১. Covid-19-এর জন্য “iNCOVACC” নামে দেশের প্রথম নাসাল ভ্যাকসিন লঞ্চ করলো কে?
    (a) ভারত ✔ 
    (b) আমেরিকা
    (c) চিন
    (d) রাশিয়া

৯২. COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’ শিরোনামে বই লিখলেন কে?
    (a) কৌশিক ও আর. শ্রীধর ✔ 
    (b) সৌরভ গাঙ্গুলী
    (c) হরভজন সিং
    (d) বীরেন্দ্র সেহবাগ

৯৩. প্রথম G20 Environment, Climate & Sustainability Working Group (ECSWG) meeting হোস্ট করবে কোন শহর?
    (a) বেঙ্গালুরু ✔ 
    (b) নিউ দিল্লি
    (c) চেন্নাই
    (d) মুম্বাই

৯৪. বেলজিয়ামকে পরাজিত করে FIH Men’s Hockey World Cup 2023 জিতলো কোন দেশ?
    (a) জার্মানি ✔ 
    (b) ফ্রান্স
    (c) ইংল্যান্ড
    (d) অস্ট্রেলিয়া

৯৫. 15th BRICS Summit 2023 হোস্ট করতে চলেছে কোন দেশ?
    (a) দক্ষিণ আফ্রিকা ✔ 
    (b) রাশিয়া
    (c) ব্রাজিল
    (d) ভারত

৯৬. প্রথম India Stack Developer Conference আয়োজিত হলো কোথায়?
    (a) নিউ দিল্লি ✔ 
    (b) বেঙ্গালুরু
    (c) হায়দ্রাবাদ
    (d) মুম্বাই

৯৭. “India’s Knowledge Supremacy: The New Dawn” শিরোনামে বই লিখলেন কে?
    (a) ড. অশ্বিন ফার্নান্ডেজ ✔ 
    (b) অর্জুন দেশাই
    (c) দ্রৌপদী মুর্মু
    (d) অমিত সাহা

৯৮. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?
    (a) ২৫শে জানুয়ারি ✔
    (b) ২১শে জানুয়ারি
    (c) ২৩শে জানুয়ারি
    (d) ২৬শে জানুয়ারি

৯৯. 30th National Child Science Congress শুরু হল কোথায়?
    (a) আহমেদাবাদ ✔
    (b) বেঙ্গালুরু
    (c) নিউ দিল্লি
    (d) মুম্বাই

১০০. 2023 Super Cup হোস্ট করবে কোন রাজ্য?
    (a) কেরালা ✔
    (b) গুজরাট
    (c) মহারাষ্ট্র
    (d) হরিয়ানা

জানুয়ারি 2023 MCQ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF Download

💥নিয়মিত চাকরির খবর পেতে এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন মকটেস্ট, স্টাডি নোটস & PDF গুলির সমস্ত আপডেটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও।
টেলিগ্রামে সার্চ করো: Study Zone In Bengali

File Details:
File Name: জানুয়ারি 2023 MCQ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স.pdf
Size: 521 kB
Language: Bengali
No. of Pages: 31
Click Here to Download pdf.



Quiz Set:

জানুয়ারি 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ | Top 30 প্রশ্ন

Previous Post Next Post

نموذج الاتصال