Jan 2023, 2nd Week CA
আজ জানুয়ারি 2023, দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ (January 2023, 2nd Week Current Affairs Quiz in Bengali) উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে জানুয়ারি 2023, দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন ও সাথে উওর। এই ক্যুইজটি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
January 2023, 2nd Week CA Quiz in Bengali
এই ক্যুইজটির যতগুলি উত্তর তোমরা পারবে, সেগুলি ক্লিক করার পর নীচে থাকা Submit বাটনটিতে ক্লিক করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি ও তোমাদের স্কোর দেখে নিও এবং সম্পূর্ণ ক্যুইজটি দিতে তোমাদের কত সময় লাগছে সেটিও দেখতে পাবে।
1.
সম্প্রতি অবসর ঘোষণাকারী সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?
2.
ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্য হল কোনটি?
3.
BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
4.
International Kite Festival 2023 শুরু হল কোথায়?
5.
সম্প্রতি অবসর ঘোষণাকারী Gareth Bale কোন খেলার সঙ্গে যুক্ত?
6.
অস্কার 2023-এর জন্য শর্টলিস্টেড হল কোন ভারতীয় মুভি?
7.
সম্প্রতি প্রয়াত কেশরী নাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল?
8.
“মুখ্যমন্ত্রীর ডায়রী ১” শিরোনামে বই লিখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
9.
কোন মহাকাশ গবেষণা সংস্থার টেকনোলজিস্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এ.সি. চরণীয়া?
10.
কোন দেশের সাথে “Veer Guardian 2023” নামে বায়ু সেনা অনুশীলন শুরু করলো ভারত?
11.
বারাণসী ও ডিব্রুগড়ের মধ্যে “গঙ্গা বিলাস” নামে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন কে?
12.
কোন দেশের প্রথম মহিলা শিখ বিচারপতি হিসাবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত মানপ্রীত মনিকা সিং?
13.
কোথায় Global Investors Summit-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
14.
Electronics Corporation of India Limited (ECIL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
15.
Earth Rotation Day পালন করা হয় কবে?
16.
প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে?
17.
‘PayRup’ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো কোন দেশ?
18.
জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে?
19.
“Saharsh” নামে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?
20.
সম্প্রতি প্রয়াত রেহমান রাহী কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী?
21.
“Braving A Viral Storm: India’s Covid – 19 Vaccine Story” শিরোনামে বই লিখলেন কে?
22.
Henley Passport Index 2023 – এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?
23.
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Dwaine Pretorius কোন দেশের নাগরিক?
24.
‘Saarang 2023’ নামে ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত ফেস্টিভ্যাল শুরু হল কোথায়?
25.
জাতীয় যুব দিবস পালন করা হয় কবে?
00:00:00
This Quiz Created by www.studyzoneinbengali.in
আরও দেখে নাও:
Tags
কারেন্ট অ্যাফেয়ার্স