জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answers PDF in Bengali Set-02

জীবন বিজ্ঞান MCQ

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF (Life Science Question Answers PDF in Bengali) এর Set-02 দেওয়া হল। এই পর্বে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answers PDF in Bengali
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. নিম্নলিখিত কোনটি সরীসৃপ?
    (a) কচ্ছপ ✔
    (b) নিউট
    (c) স্যালামান্ডার 
    (d) হাঙর

জেনে রাখো: কচ্ছপ সরীসৃপ, কারণ এদের দেহে বহিঃত্বকীয় আঁশ উপস্থিত থাকে। হৃৎপিণ্ডে অর্থবিভক্ত নিলয় বর্তমান। নিউট ও স্যালামান্ডার হল উভয়চর শ্রেণীর প্রাণী, হাঙ্গর তরুণাস্থি বিশিষ্ট মাছ।

২. নিম্নের কোনটি প্রকৃত ফল নয়?
    (a) আপেল ✔
    (b) তাল
    (c) খেজুর 
    (d) আঙ্গুর

জেনে রাখো: কেবলমাত্র নিষিক্ত ডিম্বক সহ ডিম্বাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। কিন্তু আপেলের ক্ষেত্রে পুষ্পাক্ষ সহ ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাই আপেলকে একটি অপ্রকৃত ফল বলা হয়।

৩. খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোষের আয়তন হল —
    (a) 100 মাইক্রন ✔
    (b) 1 মাইক্রন 
    (c) 10 মাইক্রন 
    (d) 1000 মাইক্রন 

৪. পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম কি?
    (a) ম্যালপিজিয়ান নালিকা ✔
    (b) নেফ্রিডিয়া
    (c) প্রোনেফ্রন 
    (d) সংকোচি গহ্বর

৫. জোঁকের রেচন অঙ্গের নাম কি?
    (a) নেফ্রিডিয়া ✔
    (b) ফ্লেম কোষ
    (c) দেহতল 
    (d) প্রোনেফ্রন

৬. নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়?
    (a) সাইটোপ্লাজম ✔
    (b) ক্রোমোজোম
    (c) নিউক্লিওলাস 
    (d) নিউক্লিয়ার এনভেলপ

জেনে রাখো: নিউক্লিয়াসের চারটি অংশের মধ্যে নিউক্লিয় রস এখানে অনুপস্থিত। সাইটোপ্লাজম নিউক্লিয়াসের অংশ নয়, ইহা প্রোটোপ্লাজমের অংশ। 

৭. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?
    (a) 31 জোড়া ✔
    (b) 22 জোড়া
    (c) 12 জোড়া 
    (d) 23 জোড়া

জেনে রাখো: মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানুষের দেহকোষে অটোজোম এর সংখ্যা 22 জোড়া। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া।

৮. কলম্বিয়া লিভিয়া কার বিজ্ঞানসম্মত নাম?
    (a) পায়রা ✔
    (b) ময়ূর
    (c) আরশোলা 
    (d) মশা

জেনে রাখো: ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হল পাভো ক্রিস্টেস্টাস। আরশোলার বিজ্ঞানসম্মত নাম হল পেরিপ্লানেটা আমেরিকানা। মশার বিজ্ঞানসম্মত নাম হল অ্যানোফিলিস স্টিফেনসি। 

৯. চোখের কোন অংশ অন্ধকারে দেখতে সাহায্য করে?
    (a) রড কোষ ✔
    (b) কোন কোষ
    (c) স্নায়ু কোষ 
    (d) কোন কোষ ও স্নায়ু কোষ উভয়ই

জেনে রাখো: রোডপসিন রড কোষে থাকে।

১০. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
    (a) সাইটোকাইনিন ✔
    (b) অক্সিন
    (c) জিব্বেরেলিন 
    (d) সবকটি

১১. নিম্নলিখিত কোন উৎসেচকটি পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
    (a) পেপসিন ✔
    (b) ট্রিপসিন 
    (c) টায়ালিন 
    (d) ইনসুলিন

জেনে রাখো: পেপসিন পাকস্থলীর পেপটিক কোষে নিঃসৃত প্রোটিন পরিপাককারী উৎসেচক। ট্রিপসিন অগ্ন্যাশয়ে উৎপন্ন প্রোটিন পরিপাককারী উৎসেচক। টায়ালিন উৎসেচক লালারসে (মুখবিবরে) পাওয়া যায় এবং ইনসুলিন হল শর্করা নিয়ন্ত্রণকরী হরমোন।

১২. কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন?
    (a) রবার্ট হুক ✔
    (b) হুগো দে ভ্রিস
    (c) অগাস্ট ওয়েইজম্যান 
    (d) স্লেইডেন ও স্বোয়ান

জেনে রাখো: কোষ তত্ত্বের প্রবর্তক হলেন স্লেইডেন ও স্বোয়ান।

১৩. কোন রোগীকে আয়োডিন দেওয়া হয়?
    (a) গয়টার ✔
    (b) রিউম্যাটিজম
    (c) রিকেটস 
    (d) পারনিশিয়াস অ্যানিমিয়া

জেনে রাখো: থাইরয়েড গ্রন্থি আয়োডিন ব্যবহার করে থাইরয়েড হরমোন উৎপন্ন করে; যা বিপাকক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দেহের বৃদ্ধিতে সহায়তা করে। আয়োডিনের অভাব ঘটলে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, যাকে গয়টার বলা হয়। প্রত্যহ খাদ্যের মাধ্যমে 150 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত।

১৪. মানুষের দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
    (a) 23 জোড়া ✔
    (b) 22 জোড়া 
    (c) 12 জোড়া 
    (d) 46 জোড়া

১৫. পেডাঙ্কল কী?
    (a) পুষ্পবৃন্ত ✔
    (b) পএবৃন্ত
    (c) ফলবৃন্ত 
    (d) কোনোটিই নয়

জেনে রাখো: একক ফুলের বৃন্তকে পেডিসেল বলে এবং পুষ্পমঞ্জরীর ক্ষেত্রে বৃন্তকে পেডাঙ্কল বলে। পাতার বৃন্তকে পিটিওল এবং ফলের বৃন্তকে স্টক (Stalk) বা Stem বলে।

১৬. মানুষের কোন প্রকার রক্ত কনিকা রক্ততঞ্চনে সাহায্য করে?
    (a) অনুচক্রিকা ✔
    (b) লোহিত কণিকা
    (c) শ্বেত কণিকা 
    (d) নিউট্রোফিল

১৭. কোন পরীক্ষার দ্বারা প্রোটিনকে শনাক্ত করা যায়?
    (a) বাইইউরেট পরীক্ষা ✔
    (b) DNP পরীক্ষা
    (c) মলিশের পরীক্ষা 
    (d) বেনেডিক্টের পরীক্ষা

জেনে রাখো: DNP পরীক্ষা হল কিটোন বা অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ শনাক্তকরণ পরীক্ষা। মলিশের পরীক্ষা হল কার্বহাইড্রেট শনাক্তকারী পরীক্ষা। বেনেডিক্টের পরীক্ষা হল একক এবং বিজারনধর্মী শর্করার শনাক্তকারী পরীক্ষা।

১৮. মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
    (a) 120 দিন ✔
    (b) 15 দিন
    (c) 180 দিন 
    (d) 45 দিন

জেনে রাখো: লোহিত রক্তকণিকার গড় আয়ু 100-120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1-15 দিন। অনুচক্রিকার গড় আয়ু 5-9 দিন।

১৯. কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে?
    (a) মাছি ✔
    (b) বিড়াল
    (c) মশা 
    (d) কুকুর

২০. দইয়ে কোন অ্যাসিড থাকে?
    (a) ল্যাকটিক অ্যাসিড ✔
    (b) ম্যালিক অ্যাসিড
    (c) ফরমিক অ্যাসিড 
    (d) সাইট্রিক অ্যাসিড

জেনে রাখো: ম্যালিক অ্যাসিড থাকে আপেলে। ফরমিক অ্যাসিড থাকে পিঁপড়ার দেহে। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। টারটারিক অ্যাসিড থাকে তেতুলে।

২১. শস্য থেকে তেল পাওয়া যায় —
    (a) নারিকেলের ✔
    (b) সরিষার
    (c) তিলের 
    (d) চীনাবাদামের

জেনে রাখো: নারিকেলের ভোজ্য অংশ হল শস্য। এই শস্য থেকেই তেল পাওয়া যায়। চীনাবাদাম, সরিষা ও তিলের ক্ষেত্রে সম্পূর্ণ বীজ থেকেই তেল পাওয়া যায়।

২২. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
    (a) হুগো দে ভ্রিস ✔
    (b) মেন্ডেল
    (c) ল্যামার্ক 
    (d) ডারউইন

জেনে রাখো: বংশগতির জনক বলা হয় বিজ্ঞানী মেন্ডেলকে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডারউইন।

২৩. পোলিও কি ঘটিত রোগ?
    (a) ভাইরাস ✔
    (b) ব্যাকটেরিয়া
    (c) আদ্যপ্রাণী 
    (d) জিন

২৪. নিম্নলিখিত কার ক্ষেত্রে অপুংজনি দেখা যায়?
    (a) মৌমাছি 
    (b) বোলতা
    (c) মিউকর ও স্পাইরোগাইরা 
    (d) সবকটি ✔

জেনে রাখো: যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়ায় অনিষিক্ত ডিম্বানু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হয় তাকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে। উদাহরণ: স্পাইরোগাইরা, মিউকর প্রভৃতি উদ্ভিদ এবং বোলতা, মৌমাছি, পিঁপড়ে প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি দেখা যায়।

২৫. পাখি, বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে?
    (a) ডায়াফ্রাম ✔
    (b) শ্বাসনালী
    (c) উষ্ণ রক্ত 
    (d) চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড

জেনে রাখো: মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়; যা বক্ষগহ্বর ও উদয় গহ্বরকে পৃথক রাখে।

জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: জীবন বিজ্ঞান MCQ Set-02.pdf
Size: 437 kB
Language: Bengali
No. of Pages: 09
Click Here to Download pdf.



পরবর্তী পর্ব:

3 Comments

  1. খুব ভালো লাগলো

    ReplyDelete
  2. One of the best 👍

    ReplyDelete
  3. AnonymousJuly 21, 2023

    Nice questions

    ReplyDelete
Previous Post Next Post

نموذج الاتصال