জীবন বিজ্ঞান MCQ PDF | Life Science MCQ PDF in Bengali

জীবন বিজ্ঞান MCQ

জীবন বিজ্ঞান MCQ PDF (Life Science MCQ PDF in Bengali) এর Set-03 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
জীবন বিজ্ঞান MCQ PDF | Life Science MCQ PDF in Bengali
জীবন বিজ্ঞান MCQ PDF

সুতরাং আর সময় নষ্ট না করে জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি ক্লোরোফিল অনুতে পাওয়া যায়?
    (a) Mg ✔
    (b) Cu
    (c) Mn 
    (d) Ca

২. বর্ণালীর কোন রং-এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়?
    (a) লাল ও নীল ✔
    (b) হলুদ ও নীল
    (c) নীল ও বেগুনী
    (d) লাল ও হলুদ

৩. সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগকারী প্রাণী কোনটি?
    (a) আর্কিওপটেরিক্স ✔
    (b) প্লাটিপাস
    (c) জাভা এপম্যান
    (d) উড়ন্ত মাছ

৪. মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হল —
    (a) গ্লুকোজ ✔
    (b) ইউরিক অ্যাসিড
    (c) ক্রিয়েটিন 
    (d) NaCl

৫. কীসের অভাবে ডায়াবেটিস হয়?
    (a) ইনসুলিন ✔
    (b) শর্করা 
    (c) ক্যালসিয়াম 
    (d) ভিটামিন

৬. মাম্পস নামক রোগটি ঘটে —
    (a) ভাইরাস দ্বারা ✔
    (b) ব্যাকটেরিয়া দ্বারা
    (c) ছত্রাক দ্বারা 
    (d) প্রোটোজোয়া দ্বারা

৭. রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম হল —
    (a) অনুচক্রিকা ✔
    (b) মনোসাইট
    (c) WBC 
    (d) RBC

৮. ব্যাকটেরিওফাজের ‘ফাজ’ কথাটির অর্থ কী?
    (a) ভক্ষক ✔
    (b) রক্ষক
    (c) ক্ষতিকারক 
    (d) সংগ্রাহক

৯. বানতেল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
    (a) লবঙ্গ ✔
    (b) বট 
    (c) রবার 
    (d) শাল

১০. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত?
    (a) ১২ জোড়া ✔
    (b) ৩১ জোড়া 
    (c) ১২টি 
    (d) ৩১টি

১১. সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত?
    (a) ৪৫ সেমি ✔
    (b) ২৫ সেমি 
    (c) ১০০ সেমি 
    (d) ১ মিটার

১২. ফুসফুসের আবরণীর নাম কি?
    (a) প্লুরা ✔
    (b) পেরিকার্ডিয়াম 
    (c) মেনিনজেস 
    (d) পেরিটোনিয়াম

১৩. ‘দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ কার লেখা গ্রন্থ?
    (a) চার্লস ডারউইন ✔
    (b) হুগো দ্যা ভ্রিস
    (c) ল্যামার্ক 
    (d) অ্যারিস্টটল

১৪. মানবদেহে পাচকরস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয়?
    (a) HCl ✔
    (b) NHO3 
    (c) ফরমিক অ্যাসিড 
    (d) পিকরিক অ্যাসিড

১৫. গুটি বসন্তের টিকা কে আবিস্কার করেন?
    (a) এডওয়ার্ড জেনার ✔
    (b) আলেকজান্ডার ফ্লেমিং
    (c) লুই পাস্তুর 
    (d) হরগোবিন্দ খুরানা

১৬. হার্বেরিয়াম কী?
    (a) মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা ✔
    (b) জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা
    (c) মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা 
    (d) জীবিত উদ্ভিদকে কাচের ঘরে রাখা

১৭. লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন?
    (a) সিসমোন্যাস্টি ✔
    (b) কেমোন্যাস্টি 
    (c) হাইপোন্যাস্টি 
    (d) নিকটিন্যাস্টি

১৮. বি সি জি টিকা কোন রোগের প্রতিরোধক হিসেবে দেওয়া হয়?
    (a) টিউবারকিউলোসিস ✔
    (b) কলেরা
    (c) বসন্ত 
    (d) জলাতঙ্ক

১৯. নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে না?
    (a) ব্যাসিলাস ✔
    (b) রাইজোবিয়াম
    (c) অ্যাজাটোব্যাকটর 
    (d) ক্লসট্রিডিয়াম

২০. স্ত্রী এডিস মশা বাহিত রোগটি হল —
    (a) ডেঙ্গু ✔
    (b) ম্যালেরিয়া
    (c) ফাইলেরিয়া 
    (d) জাপানি এনসেফালাইটিস

২১. ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়?
    (a) ক্ষুদ্রান্ত্র ✔
    (b) বৃহদন্ত্র 
    (c) মুখবিবর 
    (d) পাকস্থলী

২২. টারপেনটাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
    (a) পাইন ✔
    (b) নিটাম
    (c) সেগুন 
    (d) সেড্রাস

২৩. নীচের কোন হরমোনটি লোকাল হরমোন?
    (a) গ্যাস্টিন ✔
    (b) অক্সিটোসিন
    (c) হিস্টামিন 
    (d) ব্রাডিকাইনিন

২৪. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি?
    (a) প্লাটিপাস ✔
    (b) আরকিওপটেরিক্স
    (c) অক্টোপাস 
    (d) পেরিপেটাস

২৫. কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?
    (a) অক্টোপাস ✔
    (b) ডলফিন 
    (c) তিমি 
    (d) হাঙর

জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: জীবন বিজ্ঞান MCQ Set-03.pdf
Size: 401 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to Download pdf.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال