কলকাতা পুলিশ জিকে
আজ কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF (Kolkata Police GK Question Answers PDF in Bengali) এর Set-05 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ 40 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তরগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।Also Read: Kolkata Police Constable Question Paper 2023
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF
সুতরাং আর সময় নষ্ট না করে কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
১. 2022-এর সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন?
(a) পি. ভি. সিন্ধু ✔
(b) সাইনা নেহয়াল
(c) বি. ওনগবামরুনগফান
(d) ক্যারোলিনা মারিন
২. সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
(a) দীনেশ গুণবর্ধনে ✔
(b) মাহিন্দা রাজাপাকসে
(c) গোটবায়া রাজাপাকস
(d) রনিল বিক্রমাসিংহে
৩. সম্প্রতি মানিক সাহা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন?
(a) ত্রিপুরা ✔
(b) কেরালা
(c) অসম
(d) মনিপুর
৪. জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
(a) আলিপুরদুয়ার ✔
(b) জলপাইগুড়ি
(c) দার্জিলিং
(d) দক্ষিণ 24 পরগনা
৫. ‘White Flag’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?
(a) যুদ্ধবিরতির প্রতীক ✔
(b) শান্তির প্রতীক
(c) যুদ্ধজয়ের প্রতীক
(d) তিনটি ক্ষেত্রেই
৬. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?
(a) দয়ারাম সাহানি ✔
(b) রাখালদাস বন্দোপাধ্যায়
(c) রিচার্ড মিডো
(d) ফ্রাঁসোয়া জারিজ
৭. ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
(a) ঋগবেদ ✔
(b) পুরান
(c) রামায়ণ
(d) মহাভারত
৮. কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?
(a) ১৮৫৫ খ্রিস্টাব্দে ✔
(b) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(c) ১৭৫৪ খ্রিস্টাব্দে
(d) ১৮৫৭ খ্রিস্টাব্দে
৯. সিন্ধুসভ্যতার সমাজ কেমন ধরনের ছিল?
(a) মাতৃতান্ত্রিক ✔
(b) পিতৃতান্ত্রিক
(c) পুরোহিততান্ত্রিক
(d) কোনোটিই নয়
১০. ‘দার-উল-হারব’ কথার অর্থ কি?
(a) শত্রুর দেশ ✔
(b) স্বধর্মীর দেশ
(c) মিত্র দেশ
(d) পাহাড়ের প্রান্ত দেশ
১১. তিতুমীরের সেনাপতির নাম কি ছিল?
(a) গোলাম মাসুম খাঁ ✔
(b) সৈয়দ আহমেদ
(c) হাজি শরীয়ৎ উল্লাহ
(d) গোলাম হোসেন
১২. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন?
(a) ধর্মপাল ✔
(b) শশাঙ্ক
(c) দেবপাল
(d) গোপাল
১৩. ‘সাইলেন্ট ভ্যালি’ কোথায় অবস্থিত?
(a) কেরল ✔
(b) তামিলনাড়ু
(c) গুজরাট
(d) কর্ণাটক
১৪. কোন হ্রদের তীরে ‘চিকাগো’ শহরটি অবস্থিত?
(a) মিচিগান ✔
(b) সুপিরিয়র
(c) বৈকাল
(d) ঈরি
১৫. সিরোজেম কি?
(a) মরু অঞ্চলের মাটি ✔
(b) পার্বত্য অঞ্চলের প্রধান মাটি
(c) কৃষ্ণমৃত্তিকার অপর নাম
(d) ল্যাটেরাইট মৃত্তিকার অপর নাম
১৬. দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(a) ঋষিলা ✔
(b) বাঘমুন্ডি
(c) টাইগার হিল
(d) গোর্গাবরু
১৭. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
(a) টাইফুন ✔
(b) হ্যারিকেন
(c) টর্নেডো
(d) সাইক্লোন
১৮. নিম্নের কোনটি প্রোটোজোয়া নয়?
(a) হাইড্রা ✔
(b) অ্যামিবা
(c) ইউগ্লেনা
(d) প্যারামেসিয়াম
১৯. মানুষের বৃক্কের হাইলাম কোনটি?
(a) অবতল সীমান্ত (খাঁজ) ✔
(b) নেফ্রনের একটি অংশ
(c) গোবিনীর অংশ
(d) বৃক্কের আবরণ
২০. মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
(a) স্টেপিস ✔
(b) ফিমার
(c) মেলিয়াস
(d) হিউমেরাস
২১. হৃদস্পন্দন উৎপন্ন হয় —
(a) SA নোড থেকে ✔
(b) AV নোড থেকে
(c) অলিন্দ থেকে
(d) নিলয় থেকে
২২. আপাতন কোন 55° হলে প্রতিফলন কোণ কত হবে?
(a) 55° ✔
(b) 65°
(c) 35°
(d) 125°
২৩. নিচের কোনটি একটি মাত্রাহীন রাশি?
(a) কোন ✔
(b) দ্রুতি
(c) ঘনত্ব
(d) ক্ষমতা
২৪. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন?
(a) বোর ✔
(b) মেন্ডেলিভ
(c) নিউল্যান্ড
(d) প্ল্যাঙ্ক
২৫. কস্টিক সোডা আসলে কি?
(a) সোডিয়াম হাইড্রোক্সাইড ✔
(b) সোডিয়াম বাই কার্বনেট
(c) সোডিয়াম ক্লোরেট
(d) সোডিয়াম সালফেট
২৬. LINUX কি ?
(a) একটি অপারেটিং সিস্টেম ✔
(b) উইন্ডোজ এক্সপি -এর অপর নাম
(c) এক ধরনের ইন্টারফেস
(d) উইন্ডোজের জন্য একটি প্রয়োজনীয় প্রোগ্রাম
২৭. DVD -এর পুরো নাম কি?
(a) Digital Video Disk ✔
(b) Digital Video Drum
(c) Daily Video Disk
(d) Digical Video Disk
২৮. নিম্নলিখিতদের মধ্যে কে টুইটারের প্রতিষ্ঠাতা নন?
(a) টিম বার্নাস লি ✔
(b) ইভান উইলিয়ামস
(c) জ্যাক ডোর্সে
(d) নোয়া গ্লাস
২৯. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে?
(a) প্রস্তাবনা ✔
(b) মৌলিক অধিকার
(c) মৌলিক কর্তব্য
(d) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
৩০. রাজ্যসভার সদস্যদের সময়কাল কত বছর হয়?
(a) ৬ বছর ✔
(b) ৫ বছর
(c) ৬০ বছর
(d) ৮ বছর
৩১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি কততম সংশোধনীতে সংযোজিত হয়েছে?
(a) ৪২তম সংশোধনী ✔
(b) ৪৪তম সংশোধনী
(c) ৩০তম সংশোধনী
(d) ২৯তম সংশোধনী
৩২. ভারতীয় অর্থবিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে?
(a) ১৪ দিন ✔
(b) ৭ দিন
(c) ২৯ দিন
(d) ৪৫ দিন
৩৩. সার্ক (SAARC) কবে গঠিত হয়?
(a) ৮ ডিসেম্বর, ১৯৮৫ ✔
(b) ৮ ডিসেম্বর, ১৯৮৩
(c) ৮ ডিসেম্বর, ১৯৯১
(d) ৮ ডিসেম্বর, ১৯৯২
৩৪. ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?
(a) CSO ✔
(b) SEBI
(c) NSSO
(d) ISO
৩৫. 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
(a) প্যারিস ✔
(b) বেজিং
(c) টোকিও
(d) লস এঞ্জেলেস
৩৬. মীরাবাঈ চানু কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) ভারউত্তোলন ✔
(b) ব্যাডমিন্টন
(c) রেসলিং
(d) বক্সিং
৩৭. কোন কবি ‘ধূমকেতু’ ছদ্মনামে লিখতেন?
(a) নজরুল ইসলাম ✔
(b) পবিত্র মুখোপাধ্যায়
(c) জীবনানন্দ দাশ
(d) পূর্ণেন্দু পত্রী
৩৮. নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি কেরল রাজ্যের নৃত্য ঘরানা?
(a) কথাকলি ✔
(b) কুচিপুড়ি
(c) ভাংরা
(d) ডান্ডিয়া
৩৯. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জনগণমন’ গানটি কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী প্রত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(a) ১৯১২ খ্রিস্টাব্দে ✔
(b) ১৯১০ খ্রিস্টাব্দে
(c) ১৯১৩ খ্রিস্টাব্দে
(d) ১৯১১ খ্রিস্টাব্দে
৪০. ভারতের প্রথম কোন মহিলা কথাশিল্পী ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পান?
(a) আশাপূর্ণা দেবী ✔
(b) মহাশ্বেতা দেবী
(c) অমৃতা প্রীতম
(d) দেবিকা রানি
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর pdf Download
File Details:
File Name: KP Constable GK Set-05.pdf
Size: 404 kB
Language: Bengali
No. of Pages: 08
Click Here to Download pdf.
আরও দেখে নাও:
Tags
Kolkata Police