কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK PDF in Bengali

কলকাতা পুলিশ জিকে

কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF (Kolkata Police Constable GK PDF in Bengali) এর Set-06 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ 40 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। যেগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK PDF in Bengali
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. State Bank of India-র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
    (a) অলোক কুমার চৌধুরী ✔
    (b) সুরজিত পোড়ে
    (c) অশ্বিনী ভাটিয়া 
    (d) গোবিন্দ মালব্য

২. Param Ananta নামক সুপার কম্পিউটারটি কোন প্রতিষ্ঠানে ইনস্টল করা হল?
    (a) IIT Gandhinagar ✔
    (b) IIT Kanpur
    (c) IIT Madras 
    (d) IIT Delhi

৩. সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন?
    (a) মহারাষ্ট্র ✔
    (b) ত্রিপুরা
    (c) কেরালা 
    (d) মনিপুর

৪. ভারতের মৌমাছি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
    (a) পুনে ✔
    (b) হিমাচল প্রদেশ
    (c) সিমলা
    (d) নাগপুর

৫. কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়?
    (a) ২১ শে ফেব্রুয়ারি ✔
    (b) ২৮ শে ফেব্রুয়ারি
    (c) ২২ শে এপ্রিল 
    (d) ১ লা মে

৬. লোথাল কোন নদীর তীরে অবস্থিত?
    (a) ভোগাবর ✔
    (b) ঘর্ঘরা
    (c) সিন্ধু 
    (d) রাভি

জেনে রাখো: মহেঞ্জোদারো সিন্ধু নদের তীরে অবস্থিত, কালিবঙ্গান ঘর্ঘরা নদীর তীরে অবস্থিত, হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত।

৭. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
    (a) কৌটিল্য ✔
    (b) বিম্বিসার
    (c) রাধা গুপ্ত
    (d) বাসসাকার

জেনে রাখো: বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা, অশোকের প্রধানমন্ত্রী ছিলেন রাধা গুপ্ত, অজাতশত্রুর বিখ্যাত মন্ত্রীর নাম হল বাসসাকর।

৮. হর্ষচরিত কার রচনা?
    (a) বানভট্ট ✔
    (b) হর্ষবর্ধন
    (c) কৌটিল্য 
    (d) কালিদাস

জেনে রাখো: বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সময়কালে হিউয়েন সাঙ ভারতে আসেন। হিউয়েন সাঙ রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম হল সি-ইউ-কি।

৯. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?
    (a) পৃথ্বীরাজ চৌহান ✔
    (b) মহম্মদ ঘোরী
    (c) ইলতুৎমিস
    (d) তাজউদ্দীন ইলদিজ

জেনে রাখো: ১১৯১ খ্রিস্টাব্দে মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, এতে মহম্মদ ঘোরী পরাজিত হন। পরবর্তীতে ১৯৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, এতে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন।

১০. কোন গভর্নর জেনারেলের সময় ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়?
    (a) লর্ড ক্যানিং ✔
    (b) লর্ড ওয়ারেন হেস্টিংস
    (c) লর্ড উইলিয়াম বেন্টিং 
    (d) লর্ড ডালহৌসি

জেনে রাখো: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

১১. কত খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়?
    (a) ১৯২৯ খ্রিস্টাব্দে ✔
    (b) ১৯২৭ খ্রিস্টাব্দে
    (c) ১৯২৮ খ্রিস্টাব্দে 
    (d) ১৯৩০ খ্রিস্টাব্দে

জেনে রাখো: ১৯২৭ খ্রিস্টাব্দে সাইমন কমিশনের নিয়োগ হয়, ১৯২৮ খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট পেশ করা হয়, ১৯২৯ খ্রিস্টাব্দে জিন্নাহর ১৪ দফা দাবি পেশ হয়, এই বছর তথা ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়, ১৯৩০ খ্রিস্টাব্দে ১২ মার্চ গান্ধিজি ডান্ডি অভিযান করেন।

১২. নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল?
    (a) ১৯৪৬ খ্রিস্টাব্দে ✔
    (b) ১৯২৫ খ্রিস্টাব্দে
    (c) ১৯৪২ খ্রিস্টাব্দে 
    (d) ১৯৪৪ খ্রিস্টাব্দে

জেনে রাখো: ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি বোম্বেতে তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল।

১৩. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
    (a) কুঞ্চিকল জলপ্রপাত ✔
    (b) চিএকূট জলপ্রপাত
    (c) ধুয়াধর জলপ্রপাত 
    (d) যোগ জলপ্রপাত

জেনে রাখো: কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের বারাহী নদীর উপর অবস্থিত, এর উচ্চতা ৪৫৫ মিটার। ছত্রিশগড়ের চিত্রকূট জলপ্রপাত ‘ভারতের নায়াগ্রা’ নামে পরিচিত। ধুয়াধর জলপ্রপাত ‘Cloud of Mist’ নামে পরিচিত। যোগ জলপ্রপাত হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নিমজ্জিত জলপ্রপাত, এটি কর্নাটকের শরবতী নদীর উপর অবস্থিত।

১৪. ব্ল্যাক ফুট ডিজিজ রোগ কিসের প্রভাবে হয়?
    (a) আর্সেনিক ✔
    (b) ক্যাডমিয়াম
    (c) বায়ু দূষণ 
    (d) পারদ

জেনে রাখো: পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই-ইটাই রোগ হয়।

১৫. বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
    (a) কোয়েনা ✔
    (b) সিদ্রাপং
    (c) পাঞ্চেৎ
    (d) ভাকরা নাঙ্গাল

জেনে রাখো: মহারাষ্ট্রের কয়না নদীর উপর অবস্থিত কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হল দার্জিলিং-এর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র।

১৬. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
    (a) আয়োনোস্ফিয়ার ✔
    (b) ট্রপোস্ফিয়ার 
    (c) স্ট্র্যাটোস্ফিয়ার
    (d) এক্সোস্ফিয়ার

জেনে রাখো: বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়। এই স্তরেই ঝড়-ঝঞ্ঝা, মেঘ প্রভৃতি দুর্যোগ সৃষ্টি হয়। স্ট্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরে বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না। এই স্তরের মধ্যে ওজনস্তর অবস্থান করে। আয়োনোস্ফিয়ার স্তরের মধ্যে আয়নীভূত গ্যাস রয়েছে, এই গ্যাস উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে। এই স্তর বেতার সংযোগে সাহায্য করে। এই স্তর থেকেই মেরুজ্যোতির সৃষ্টি হয়। বায়ুমন্ডলের উষ্ণতম স্তরটি হল এক্সোস্ফিয়ার, এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।

১৭. তিব্বতে তোর্সা নদী কি নামে পরিচিত?
    (a) মাচু ✔ 
    (b) ওয়াংচু 
    (c) দিচু 
    (d) তিস্তা

জেনে রাখো: রায়ডাক নদীর অপর নাম ওয়াংচু। জলঢাকা নদীর অপর নাম দিচু। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর ত্রাসের নদী নামে পরিচিত।

১৮. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি?
    (a) সংকোচিত গহ্বর ✔
    (b) দেহতল
    (c) ফেল্ম কোষ 
    (d) নেফ্রিডিয়া

জেনে রাখো: স্পঞ্জ ও হাইড্রার রেচন অঙ্গের নাম দেহতল। চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ। কেঁচো ও জোঁকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। শামুকের রেচন অঙ্গের নাম প্রোনেফ্রন। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা।

১৯. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে?
    (a) নিউরন ✔
    (b) নেফ্রন
    (c) মেনিনজেস 
    (d) ভেন্ট্রিকল

জেনে রাখো: বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণীর নাম হল মেনিনজেস। মস্তিষ্কের গহ্বরগুলিকে নিলয় বা ভেন্ট্রিকল বলা হয়।

২০. বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে?
    (a) অক্সিন ✔
    (b) সাইটোকাইনিন
    (c) জিব্বেরেলিন 
    (d) ইথিলিন

জেনে রাখো: নিষেক ছাড়া এই বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলা হয়। ইথিলিন হল একটি গ্যাসীয় হরমোন, এটি ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়।

২১. রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কি বলে?
    (a) হাইপোগ্লাইসিমিয়া ✔
    (b) গ্লাইকোজেন
    (c) গ্লাইকোসুরিয়া 
    (d) হাইপারগ্লাইসিমিয়া

জেনে রাখো: রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে হাইপোগ্লাইসিমিয়া বলে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসিমিয়া বলে। শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে গ্লাইকোজেনে। মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা দিলে তাকে গ্লাইকোসুরিয়া বলে।

২২. মৌলিক বর্ণ কি কি?
    (a) লাল, সবুজ এবং নীল ✔
    (b) নীল, লাল এবং হলুদ
    (c) হলুদ, নীল এবং সবুজ
    (d) লাল, হলুদ এবং সবুজ

জেনে রাখো: লাল, সবুজ এবং নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যেকোনো বর্ণ সৃষ্টি করা যায়। তাই এদের মৌলিক বর্ণ বলা হয়।

২৩. 1 W.h = _____ জুল।
    (a) 3600 J ✔
    (b) 36 J
    (c) 1000 J 
    (d) 100 J

২৪. গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
    (a) ম্যাগনেসিয়াম ✔
    (b) অ্যালুমিনিয়াম
    (c) জিংক 
    (d) কপার

২৫. বেকিং পাউডার আসলে কি?
    (a) সোডিয়াম বাই কার্বনেট ✔
    (b) সোডিয়াম কার্বনেট
    (c) সোডিয়াম হাইড্রোক্লোরাইড 
    (d) সোডিয়াম নাইট্রেট

২৬. E-mail -এর পুরো নাম কি?
    (a) ইলেকট্রনিক মেইল ✔
    (b) ইলেকট্রিক মেইল
    (c) ইন্টারনেট মেইল 
    (d) ইন্টারন্যাশনাল মেইল

২৭. কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন?
    (a) ডগলাস এঙ্গেলবার্ট ✔
    (b) ইভান উইলিয়ামস
    (c) চার্লস ব্যাবেজ 
    (d) বিল গেটস

২৮. কম্পিউটার মেমোরি একক গুলির সঠিক ক্রম হল:
    (a) TB>GB>MB>KB ✔
    (b) MB>KB>TB>GB
    (c) TB>GB>KB>MB 
    (d) GB>TB>MB>KB

২৯. ভারতে প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে?
    (a) ১৯৬২ সালে ✔
    (b) ১৯৫৬ সালে
    (c) ১৯৭১ সালে 
    (d) ১৯৭৫ সালে

জেনে রাখো: দেশে জরুরি অবস্থা জারী করা হয় সাধারণত বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে অথবা সমগ্র দেশে বা দেশের কোনো অঞ্চলে সশস্ত্র বিপ্লব দেখা দিলে। স্বাধীনতার পর ভারতে মোট তিনবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধের সময়, দ্বিতীয়বার জরুরি অবস্থা জারী হয়েছিল ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় এবং তৃতীয় বার তথা শেষবার জরুরি অবস্থা জারী করা হয়েছিল ১৯৭৫ সালে আভ্যন্তরীণ গোলযোগের কারণে।

৩০. কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয়?
    (a) ২৬ জানুয়ারি, ১৯৫০ ✔
    (b) ২৬ জানুয়ারি, ১৯৪৯
    (c) ২৬ নভেম্বর, ১৯৪৯ 
    (d) ৩১ ডিসেম্বর ১৯৫০

জেনে রাখো: ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ২৬ নভেম্বর, ১৯৪৯ সালে।

৩১. ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
    (a) মার্কিন যুক্তরাষ্ট্র ✔
    (b) জার্মানি
    (c) ব্রিটেন 
    (d) সুইডেন

৩২. ‘জিরো আওয়ার’ বলতে কোন সময়কে বোঝায়?
    (a) 12pm-1pm ✔
    (b) 11pm-12am
    (c) 12am-1am 
    (d) 11am-12pm

৩৩. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ‘সম্পত্তির অধিকার’ কে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল?
    (a) ৪৪ তম ✔
    (b) ৪২ তম
    (c) ৪৬ তম 
    (d) ৫২ তম

৩৪. ভারতীয় সংবিধানের কত নং ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে?
    (a) ৩৬০ নং ✔
    (b) ৩৫২ নং 
    (c) ৩৫৬ নং 
    (d) ৩৫৫ নং

৩৫. দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত?
    (a) জিমনাস্টিক ✔
    (b) ব্যাডমিন্টন
    (c) দৌড়বাজ 
    (d) টেবিল টেনিস

৩৬. ‘থমাস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
    (a) ব্যাডমিন্টন ✔
    (b) ক্রিকেট
    (c) বাস্কেটবল 
    (d) টেবিল টেনিস

৩৭. ‘মেঘনাদবধ’ কাব্যটির রচয়িতা কে?
    (a) মাইকেল মধুসূদন দত্ত ✔
    (b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    (c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
    (d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৩৮. ‘অপরাজিতা’ কার ছদ্মনাম?
    (a) রাধারানী দেবী ✔
    (b) ভবানী মজুমদার
    (c) সমরেশ বসু 
    (d) আশাপূর্ণা দেবী

৩৯. ‘কুচিপুড়ি’ নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
    (a) অন্ধ্রপ্রদেশ ✔
    (b) মনিপুর (c) ছত্রিশগড় 
    (d) কর্ণাটক

৪০. পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
    (a) সেতার ✔
    (b) বাঁশি 
    (c) সানাই 
    (d) তবলা

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF Download


File Details:
File Name: KP Constable GK Set-06.pdf
Size: 422 kB
Language: Bengali
No. of Pages: 12
Click Here to Download pdf.



আরও দেখে নাও:

2 Comments

  1. Sir are ki Kolkata police'er gk mock test দেওয়া হবে না

    ReplyDelete
    Replies
    1. আরও কয়েকটি দেওয়া হবে

      Delete
Previous Post Next Post

نموذج الاتصال