প্রাইমারি টেট স্পেশাল মকটেস্ট
আজকের প্রাইমারি টেট স্পেশাল মকটেস্ট-এর এই পর্বে থাকছে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে পরিবেশ বিদ্যা ও পেডাগগি থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর। পরিবেশ বিদ্যা ও পেডাগগি মকটেস্টটি (EVS Pedagogy Mock Test in Bengali) তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা পেডাগগি মকটেস্ট
এই মকটেস্টটির যতগুলি উত্তর তোমরা পারবে, সেগুলি ক্লিক করার পর নীচে থাকা Submit বাটনটিতে ক্লিক করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি ও তোমাদের স্কোর দেখে নিও এবং সম্পূর্ণ মকটেস্টটি দিতে তোমাদের কত সময় লাগছে সেটিও দেখতে পাবে।
1.
কোন প্রাণীর চোখের রেটিনায় ক্যাপিটাম লুসিডাম থাকার কারণে মানুষ অপেক্ষা রাতে ছয়গুণ বেশি দেখতে পায়?
2.
কৃষিকাজ ও জীবনধারণের জন্য প্রয়োজন —
3.
পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য দ্বারা আবৃত?
4.
সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়?
5.
জীবভর নেই —
6.
মানুষের নিঃশ্বাস-বায়ুতে অক্সিজেনের পরিমাণ হল —
7.
আমরা মাথা ঘুরিয়ে এদিকে-ওদিকে দেখতে পাই কোন সন্ধির জন্য?
8.
সাব অ্যালপাইন হল একধরনের —
9.
নীচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নয়?
10.
পরিযায়ী পাখি কাদের বলে?
11.
পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বর্তমান —
12.
ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
13.
পাস্কাল কিসের একক?
14.
বৃষ্টিপাত হল একটি —
15.
নীচের কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
16.
ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে হাত ধরে দেহের আনাচে কানাচে পৌঁছে দেয় কে?
17.
কতকগুলি অ্যামাইনো অ্যাসিড একত্রে মিলিত হয়ে গঠন করে —
18.
‘কুকুর-কৃমি-বিয়োজক’ — কোন শ্রেণির খাদ্য-শৃঙ্খল?
19.
ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি?
20.
ধান, গম, ভুট্টা প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় —
21.
স্থলভাগের জীবমণ্ডলকে বলে —
22.
জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙের বালতিতে ফেলতে হবে?
23.
একটি নির্জীব গ্যাসীয় পদার্থের মিশ্রণ হল —
24.
দক্ষিণ ভারতে মূলত কোন পদ্ধতিতে জলসেচ করা হয়?
25.
অ্যানথ্র্যাক্স রোগটি কোন দূষণে ছড়ায়?
26.
শব্দদূষণ পরিমাপের একক হল —
27.
ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়?
28.
সর্বাধিক জীববৈচিত্র্যসম্পন্ন দেশ কোনটি?
29.
শিক্ষণের ক্ষেত্রে ‘সচেতনতা প্রশিক্ষণ মডেল’-এর প্রস্তাবক হলেন —
30.
একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত —
00:00:00
This Mock Test Created by www.studyzoneinbengali.in
আরও দেখে নাও:
Very good
ReplyDeleteGood
ReplyDelete