পরিবেশ বিদ্যা ও পেডাগগি
আজ পরিবেশ বিদ্যা ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF (EVS and Pedagogy MCQ PDF in Bengali) এর Set-02 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।পরিবেশ বিদ্যা ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF
সুতরাং আর সময় নষ্ট না করে পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
১. কোন প্রাণীর চোখের রেটিনায় ক্যাপিটাম লুসিডাম থাকার কারণে মানুষ অপেক্ষা রাতে ছয়গুণ বেশি দেখতে পায়?
(a) বাঘ ✔
(b) হরিণ
(c) পেঁচা
(d) সিংহ
২. কৃষিকাজ ও জীবনধারণের জন্য প্রয়োজন —
(a) মিঠা জল ✔
(b) দূষিত মিঠা জল
(c) নোনা জল
(d) কোনোটিই নয়
৩. পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য দ্বারা আবৃত?
(a) 7% ✔
(b) 4%
(c) 20%
(d) 10%
৪. সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়?
(a) গ্রেট ব্রিটেন ✔
(b) নিউজিল্যান্ড
(c) নেদারল্যান্ড
(d) স্কটল্যান্ড
৫. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বর্তমান —
(a) দার্জিলিং জেলায়
(b) জলপাইগুড়ি জেলায়
(c) (a) এবং (b) দু’জায়গাতেই ✔
(d) (a) এবং (b) কোনোটিতেই নয়
৬. মানুষের নিঃশ্বাস-বায়ুতে অক্সিজেনের পরিমাণ হল:
(a) 15.7% ✔
(b) 9.1%
(c) 10.9%
(d) 20.06%
৭. আমরা মাথা ঘুরিয়ে এদিকে-ওদিকে দেখতে পাই কোন সন্ধির জন্য?
(a) পিভট সন্ধি ✔
(b) সকেট সন্ধি
(c) স্যাডল সন্ধি
(d) হিঞ্জ সন্ধি
৮. সাব অ্যালপাইন হল একধরনের —
(a) বনাঞ্চল ✔
(b) ভূমিরূপ
(c) মৃত্তিকা
(d) মরু অঞ্চল
৯. নীচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নয়?
(a) সার্নিয়া ✔
(b) নারোরা
(c) তারাপুর
(d) কৈগা
১০. পরিযায়ী পাখি কাদের বলে?
(a) যারা শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশে আসে ✔
(b) যারা গ্রীষ্মপ্রধান দেশ থেকে আমাদের দেশে আসে
(c) যারা আমাদের দেশ থেকে শীতপ্রধান দেশে যায়
(d) যারা আমাদের দেশ থেকে আরও উষ্ণ কোনো অঞ্চলে যায়
১১. জীবভর নেই —
(a) ধাতুতে ✔
(b) শহরের জঞ্জালে
(c) নর্দমার নিষ্কাশিত আবর্জনায়
(d) পুকুরের জলে
১২. ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
(a) পাঞ্জাবে ✔
(b) হিমাচল প্রদেশে
(c) কেরালায়
(d) তামিলনাড়ুতে
১৩. পাস্কাল কিসের একক?
(a) চাপ ✔
(b) তাপ
(c) বল
(d) ত্বরণ
১৪. বৃষ্টিপাত হল একটি —
(a) প্রাকৃতিক ঘটনা ✔
(b) সামাজিক ঘটনা
(c) রাজনৈতিক ঘটনা
(d) অর্থনৈতিক ঘটনা
১৫. নীচের কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
(a) বনজ সম্পদ ✔
(b) জমি
(c) শিক্ষা
(d) স্বাস্থ্য
১৬. ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে হাত ধরে দেহের আনাচে কানাচে পৌঁছে দেয় কে?
(a) লোহিত রক্তকণিকা ✔
(b) শ্বেত রক্তকণিকা
(c) অনুচক্রিকা
(d) রক্তরস
১৭. কতকগুলি অ্যামাইনো অ্যাসিড একত্রে মিলিত হয়ে গঠন করে —
(a) প্রোটিন ✔
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) গ্লিসারল
১৮. ‘কুকুর-কৃমি-বিয়োজক’ — কোন শ্রেণির খাদ্য-শৃঙ্খল?
(a) পরজীবী ✔
(b) শিকারি
(c) মৃতজীবী
(d) ডেট্রিটাস
১৯. ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি?
(a) গোন্ড ✔
(b) কিন্নর
(c) ভীল
(d) বীরহোড়
২০. ধান, গম, ভুট্টা প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় —
(a) গুচ্ছমূল ✔
(b) শাখামূল
(c) প্রশাখামূল
(d) প্রধানমূল
২১. স্থলভাগের জীবমণ্ডলকে বলে —
(a) পেডোবায়োস্ফিয়ার ✔
(b) বায়োস্ফিয়ার
(c) ইকোক্লাইন
(d) ইকোলজিক্যাল নিসে
২২. জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙের বালতিতে ফেলতে হবে?
(a) লাল ✔
(b) সবুজ
(c) নীল
(d) হলুদ
২৩. একটি নির্জীব গ্যাসীয় পদার্থের মিশ্রণ হল —
(a) বায়ু ✔
(b) মাটি
(c) বালি
(d) শিলা
২৪. দক্ষিণ ভারতে মূলত কোন পদ্ধতিতে জলসেচ করা হয়?
(a) জলাশয় ✔
(b) সেচখাল
(c) পাতকুয়া
(d) গভীর নলকূপ
২৫. অ্যানথ্র্যাক্স রোগটি কোন দূষণে ছড়ায়?
(a) মৃত্তিকাদূষণ ✔
(b) জলদূষণ
(c) বায়ুদূষণ
(d) শব্দদূষণ
২৬. শব্দদূষণ পরিমাপের একক হল —
(a) ডেসিবেল ✔
(b) মেসিবেল
(c) সেন্টিবেল
(d) ডেকাবেল
২৭. ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়?
(a) ৩ ডিসেম্বর, ১৯৮৪ ✔
(b) ৪ ডিসেম্বর, ১৯৮৩
(c) ৫ ডিসেম্বর, ১৯৮৫
(d) ৪ ডিসেম্বর, ১৯৮৬
২৮. সর্বাধিক জীববৈচিত্র্যসম্পন্ন দেশ কোনটি?
(a) ব্রাজিল ✔
(b) নাইজেরিয়া
(c) কেনিয়া
(d) আলজেরিয়া
২৯. শিক্ষণের ক্ষেত্রে ‘সচেতনতা প্রশিক্ষণ মডেল’-এর প্রস্তাবক হলেন —
(a) উইলিয়াম লুজ্ ✔
(b) উইলিয়াম গ্ল্যামার
(c) উইলিয়াম গর্ডন
(d) কার্ক রেজার্স
৩০. একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত —
(a) কর্তব্যপরায়ণ ✔
(b) অধ্যবসায়শীল
(c) সময়নিষ্ঠ
(d) সৎ
পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download
File Details:
File Name: পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ Set-02.pdf
Size: 429 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.
আরও দেখে নাও:
Tags
Primary TET