কলকাতা পুলিশ জিকে
আজ কলকাতা পুলিশ জিকে MCQ প্রশ্ন উত্তর-এর Set-04 pdf টি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 40 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police GK MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
Also Read: Kolkata Police Constable Question Paper 2023
Kolkata Police GK pdf
সুতরাং আর সময় নষ্ট না করে কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
১. সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলেন —
(a) মিতালি রাজ
(b) শর্মিলা চক্রবর্তী
(c) হরমনপ্রীত কৌর ✔
(d) শান্তা রাঙ্গস্বামী
২. ২০২৩ সালে প্রথম হিউম্যান স্পেস মিশন ‘গগনযান’ লঞ্চ করবে কোন দেশ?
(a) ভারত ✔
(b) অস্ট্রেলিয়া
(c) উত্তর কোরিয়া
(d) জাপান
৩. IBC Best Infrastructure Project Award জিতল কোনটি?
(a) অটল টানেল ✔
(b) স্ট্যাচু অব ইউনিটি
(c) মনিপুর রেল ব্রিজ
(d) নরেন্দ্র মোদী স্টেডিয়াম
৪. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী?
(a) মেছো বিড়াল ✔
(b) রয়েল বেঙ্গল টাইগার
(c) গন্ধগোকুল
(d) মেছো কুমির
৫. FIR -এর পুরো নামটি কী?
(a) First Information Report ✔
(b) First Investigation Report
(c) First Incident Report
(d) First Instance Report
৬. কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) ১৯৩৬ সালে ✔
(b) ১৯১৫ সালে
(c) ১৯১৬ সালে
(d) ১৯৪৬ সালে
৭. পল্লব বংশের রাজধানী কোথায় ছিল?
(a) কাঞ্চিপুরম ✔
(b) বাতাসি
(c) পাটনা
(d) মহাবলীপুরম
জেনে রাখো: পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। পল্লব বংশের প্রথম সম্রাট ছিলেন শিবস্কন্দ বর্মন। প্রথম নরসিংহবর্মন ছিলেন পল্লবদের সবচেয়ে শক্তিশালী সম্রাট। পল্লবদের শেষ সম্রাট ছিলেন অপরাজিতবর্মন।
৮. পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
(a) সিরাজউদ্দৌলা ✔
(b) মীরজাফর
(c) আলিবর্দি খাঁ
(d) মীরকাশিম
জেনে রাখো: পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের ২৩ জুন। এই সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন রবার্ট ক্লাইভ।
৯. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার?
(a) গুপ্ত বংশ ✔
(b) মৌর্য বংশ
(c) পাল বংশ
(d) রাষ্ট্রকূট বংশ
জেনে রাখো: অজন্তা গুহাচিত্রগুলি গুপ্তযুগের। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত। গুপ্ত যুগের অন্যতম শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন।
১০. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কোন লিপিতে লেখা?
(a) পালি ✔
(b) সংস্কৃত
(c) হিন্দি
(d) প্রাকৃত
১১. ‘ভারতের নেপোলিয়ান’ কাকে বলা হত?
(a) সমুদ্রগুপ্ত ✔
(b) প্রথম চন্দ্রগুপ্ত
(c) স্কন্দগুপ্ত
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
জেনে রাখো: সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তিনি দক্ষিণ ভারতে ৯ জন এবং উত্তর ভারতে ১২ জন রাজাকে পরাজিত করেছিলেন। তার সভাকবি ছিলেন হরিষেণ। তাঁর লেখা গ্রন্থ হল ‘এলাহাবাদ প্রশস্তি’।
১২. কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ নামে ভূষিত হন?
(a) বরদৌলি আন্দোলন ✔
(b) ভারত ছাড়ো আন্দোলন
(c) আইন অমান্য আন্দোলন
(d) স্বদেশী আন্দোলন
জেনে রাখো: বরদৌলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন। ১৯২৮ সালে গুজরাটে বরদৌলি আন্দোলন হয়েছিল।
১৩. যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকত, তবে পৃথিবী কেমন হত?
(a) অত্যাধিক শীতল ✔
(b) অত্যাধিক উষ্ণ
(c) সামান্য উষ্ণ
(d) সামান্য শীতল
১৪. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
(a) বৈকাল হ্রদ ✔
(b) মিচিগান হ্রদ
(c) সুপিরিয়র হ্রদ
(d) অন্টারিও হ্রদ
জেনে রাখো: পৃথিবীর গভীরতম হ্রদের নাম হল বৈকাল হ্রদ। এটি সাইবেরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। হ্রদটির সর্বোচ্চ গভীরতা প্রায় ১৬৪২ মিটার। প্রতিবছর জানুয়ারি মাস থেকে মার্চ মাস হ্রদটি বরফে জমে যায়।
১৫. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত?
(a) আন্টার্টিকা ✔
(b) ভারত মহাসাগর
(c) আমেরিকা
(d) হিমালয়
জেনে রাখো: আন্টার্টিকাতে ভারতের স্থায়ী গবেষণাগার হল ‘দক্ষিণ গঙ্গোত্রী’।
১৬. নিম্নোক্ত ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি?
(a) উত্তরপ্রদেশ ✔
(b) পশ্চিমবঙ্গ
(c) মিজোরাম
(d) গুজরাট
জেনে রাখো: কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এগুলি হল — গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, ছত্রিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
১৭. নিম্নোক্ত কোনটি রবিশস্য নয়?
(a) তুলা ✔
(b) গম
(c) ডাল
(d) সরষে
১৮. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
(a) শীতকালে ✔
(b) গরমকালে
(c) বসন্তকালে
(d) বর্ষাকালে
১৯. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?
(a) লিভার ✔
(b) মস্তিষ্ক
(c) কিডনি
(d) হৃদযন্ত্র
২০. ‘হাইড্রোপোনিক্স (Hydroponics)’ কথাটি কিসের সাথে যুক্ত?
(a) মাটি ছাড়া গাছের প্রতিফলন ✔
(b) হাইড্রোজেন যুক্ত যৌগ
(c) বংশ পরম্পরা
(d) জল
২১. পাচিত খাদ্যবস্তু কোথায় শোষিত হয়?
(a) ক্ষুদ্রান্ত্র ✔
(b) পাকস্থলী
(c) বৃহদন্ত্র
(d) কোলন
২২. লেন্সের ক্ষমতার (power) একক কী?
(a) ডায়পটার ✔
(b) মিটার
(c) ওয়াট
(d) সেন্টিমিটার
২৩. ‘ভারী জল (Heavy Water)’ কী?
(a) হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল ✔
(b) ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল
(c) ওজোন গ্যাস মিশ্রিত জল
(d) খনিজ মিশ্রিত জল
জেনে রাখো: ভারী জল হল হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ইহার সংকেত D2 O । পারমাণবিক চুল্লিতে এই ভারীজল ব্যবহার করা হয়।
২৪. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়?
(a) অতিক্রান্ত দূরত্ব ✔
(b) বৈদ্যুতিক শক্তি
(c) জাহাজের গতিবেগ
(d) এরোপ্লেনের গতিবেগ
জেনে রাখো: ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। এই যন্ত্র সাধারণত গাড়ি বা মোটরসাইকেলে ব্যবহার করা হয়ে থাকে। ওডোমিটার যন্ত্রকে কখনো কখনো মাইলোমিটার বলা হয়ে থাকে।
২৫. কিসের বেগ (speed) মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়?
(a) জাহাজের ✔
(b) বুলেট ট্রেনের
(c) চিতাবাঘের
(d) এরোপ্লেনের
২৬. নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে?
(a) ROM ✔
(b) RAM
(c) A.L.U.
(d) Cache Memory
২৭. কিসের মাধ্যমে কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয়?
(a) Hertz ✔
(b) MIPS
(c) BPS
(d) Baud
২৮. ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কী?
(a) Param ✔
(b) Anand
(c) PC-386
(d) PC-486
জেনে রাখো: বিজয় পান্ডুরঙ ভাটকর 1991 সালে প্রথম ভারতের সুপার কম্পিউটার Param 8000 তৈরি করেন।
২৯. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন?
(a) ৬৫ বছর ✔
(b) ৬০ বছর
(c) ৫৫ বছর
(d) ৭০ বছর
জেনে রাখো: সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন এইজ জে কানিয়া (১৯৫০-১৯৫১)। সুপ্রিম কোর্টের বর্তমান (৪৮ তম) বিচারপতি হলেন এন ভি রামানা।
৩০. নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
(a) স্টাফ সিলেকশন কমিশন ✔
(b) ইলেকশন কমিশন
(c) ফাইনান্স কমিশন
(d) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
৩১. কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন?
(a) পাঁচ বছর ✔
(b) তিন বছর
(c) চার বছর
(d) ছয় বছর
৩২. রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন?
(a) উপরাষ্ট্রপতি ✔
(b) প্রধানমন্ত্রী
(c) লোকসভার স্পিকার
(d) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
৩৩. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল?
(a) ১৯৩৫ সালে ✔
(b) ১৯৩৪ সালে
(c) ১৯৩৮ সালে
(d) ১৯৩৯ সালে
৩৪. অর্থবিল ভারতীয় সংবিধানের কততম ধারায় উল্লেখিত আছে?
(a) ১১০ নং ধারা ✔
(b) ১০০ নং ধারা
(c) ১২৮ নং ধারা
(d) ১২০ নং ধারা
৩৫. কোন সালে ভারত প্রথম T-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল?
(a) ২০০৭ সালে ✔
(b) ২০০৯ সালে
(c) ১৯৮৩ সালে
(d) ২০০৩ সালে
৩৬. এশিয়ান গেমস কত সালে চালু হয়েছে?
(a) ১৯৫১ সালে ✔
(b) ১৯৪৮ সালে
(c) ১৯৬২ সালে
(d) ১৯৫৮ সালে
জেনে রাখো: ১৯৫১ সালে ভারতের নিউ দিল্লিতে এই খেলা প্রথম আয়োজিত হয়েছিল। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে প্রতি চার বছর অন্তর এই খেলা অনুষ্ঠিত হয়।
৩৭. হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা ‘দাদামনি’ নামে জনপ্রিয় ছিলেন?
(a) অশোক কুমার ✔
(b) উৎপল দত্ত
(c) দেব আনন্দ
(d) রাজেশ খান্না
৩৮. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) কলকাতা ✔
(b) মুম্বাই
(c) দিল্লি
(d) রাঁচি
৩৯. পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু লোকনৃত্যের সঙ্গে সম্বন্ধিত?
(a) পুরুলিয়া ✔
(b) বীরভূম
(c) বাঁকুড়া
(d) ঝাড়গ্রাম
জেনে রাখো: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা টুসু নৃত্যের সঙ্গে সম্বন্ধিত। শীতের সময় পৌষ মাসে সাধারণত এই লোকনৃত্য প্রদর্শিত হয়।
৪০. ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স’ বইটি কে লিখেছিলেন?
(a) বিনায়ক দামোদর সাভারকর ✔
(b) দাদাভাই নৌরজী
(c) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(d) রাসবিহারী বসু
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর pdf Download
File Details:
File Name: KP Constable GK Set-04.pdf
Size: 466 kB
Language: Bengali
No. of Pages: 10
Click Here to pdf Download.
আরও দেখে নাও:
Tags
Kolkata Police