পরিবেশ বিদ্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF | EVS Pedagogy MCQ PDF in Bengali

পরিবেশ বিদ্যা পেডাগজি

পরিবেশ বিদ্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF (EVS Pedagogy MCQ PDF in Bengali) এর Set-03 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। পরিবেশ বিদ্যা পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পরিবেশ বিদ্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF | EVS Pedagogy MCQ PDF in Bengali
পরিবেশ বিদ্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে পরিবেশ বিদ্যা পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয়?
    (a) পরীক্ষাগারে ওজোন সৃষ্টি ✔
    (b) অম্লবৃষ্টি
    (c) গ্রিন হাউস এফেক্ট 
    (d) ওজোন হোল

২. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করা উচিত —
    (a) নিরবচ্ছিন্ন ✔
    (b) গঠনমূলক
    (c) সামগ্রিক 
    (d) সবগুলি

৩. পশ্চিমবঙ্গের পাঠক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোন্ স্তরে?
    (a) নিম্ন প্রাথমিক 
    (b) উচ্চ প্রাথমিক
    (c) উচ্চ মাধ্যমিক 
    (d) সর্বস্তরে ✔

৪. নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হল —
    (a) শিখনের অগ্রগতি পরিমাপ করা 
    (b) শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা
    (c) সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা 
    (d) উপরোক্ত সবগুলি বিষয় ✔

৫. অম্লবৃষ্টি সম্পর্কে আলোচনা স্কুল শিক্ষার কোন্ স্তরে করা উচিত?
    (a) উচ্চ মাধ্যমিক ✔
    (b) নিম্ন মাধ্যমিক
    (c) উচ্চ প্রাথমিক 
    (d) কোনোটিই নয়

৬. প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিষয়ে প্রশ্ন হওয়া উচিত:
    (a) চিত্রধর্মী ✔
    (b) সংক্ষিপ্ত উত্তরধর্মী
    (c) অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 
    (d) রচনাধর্মী

৭. নীচের কোনটি প্রথম শ্রেণির খাদক?
    (a) খরগোশ ✔
    (b) ব্যাঙ
    (c) বাঘ 
    (d) সাপ

৮. প্রাথমিক শিক্ষা পর্যায়ে নৈর্ব্যক্তিক কী প্রকৃতির হওয়া উচিত?
    (a) সত্য / মিথ্যা নিরূপণধর্মী ✔
    (b) শূন্যস্থান পূরণধর্মী
    (c) মিলনকরণ ধর্মী 
    (d) বহুমুখী প্রশ্নধর্মী

৯. পরিবেশের মূল্যায়নের কোন্ পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন?
    (a) গ্রেডিং পদ্ধতি ✔
    (b) নম্বর প্রদান পদ্ধতি
    (c) উল্লেখিত [a] এবং [b] উভয়েই 
    (d) কোনোটিই নয়

১০. প্রাথমিক শিক্ষায় পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষার উপকরণ হল —
    (a) টেক্সট বই ✔
    (b) রেফারেন্স বই
    (c) ইন্টারনেট 
    (d) সবগুলি

১১. নীচের কোনটি গভীর সমুদ্রের মাছ?
    (a) কড 
    (b) টুনা
    (c) হেরিং 
    (d) সবকটি ✔

১২. প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হল —
    (a) তোমার চারদিকের পরিবেশ ✔
    (b) পরিবেশ দূষণ
    (c) জলচক্র 
    (d) কার্বণচক্র

১৩. কাকে ‘Chemical Messenger’ বলে?
    (a) হরমোন ✔
    (b) ভিটামিন
    (c) জল 
    (d) খনিজ লবণ

১৪. নীচের কোনটি নিরক্ষীয় অরণ্যের বৃক্ষ?
    (a) আবলুস 
    (b) সেগুন
    (c) ব্রাজিল নাট 
    (d) সবকটি ✔

১৫. ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি দৃষ্টিশ্রুতিনির্ভর উপকরণ হল —
    (a) দূরদর্শন ✔
    (b) টেপরেকর্ডার
    (c) ম্যাপ 
    (d) সাময়িক পত্রপত্রিকা

১৬. পরিবেশ সম্বন্ধে জ্ঞান লাভ ও তার প্রয়োগ করার জন্য স্কুলে রয়েছে —
    (a) বিজ্ঞান ক্লাস ✔
    (b) বিজ্ঞানমঞ্চ
    (c) ইকোক্লাব
    (d) সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যবস্থা

১৭. কৃষিতে জলসেচের প্রচলন কোন দেশে প্রথম ঘটেছিল?
    (a) মিশর ✔
    (b) ভারত
    (c) শ্রীলঙ্কা 
    (d) পাকিস্তান

১৮. যুক্তি ও তথ্য দ্বারা সামাজিক সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শিক্ষণ মডেলটি হল —
    (a) সামাজিক অনুসন্ধান মডেল ✔
    (b) সাইনেকটিক্স মডেল
    (c) সচেতনতা প্রশিক্ষণ মডেল 
    (d) অপারেন্ট অনুবর্তন মডেল

১৯. রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান কে হন?
    (a) প্রো হারলেম ব্র্যান্টল্যান্ড ✔
    (b) হারলেম ব্রান্টলি
    (c) হারলি ব্র্যান্টলি 
    (d) কোনোটিই নয়

২০. গুজরাটের লাম্বা বিখ্যাত কেন?
    (a) বায়ুশক্তি কেন্দ্র ✔
    (b) জলবিদ্যুৎ কেন্দ্র
    (c) তাপবিদ্যুৎ কেন্দ্র 
    (d) জৈবশক্তি কেন্দ্র

২১. ডলফিনের প্রকৃতি হল, এরা —
    (a) স্তন্যপায়ী ✔
    (b) সরীসৃপ
    (c) মাছ 
    (d) উভচর

২২. দেহকোষে বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজন —
    (a) জল ✔
    (b) আলো
    (c) তাপ 
    (d) বায়ু

২৩. এককোষী জীবদের রাজ্য কী নামে পরিচিত?
    (a) প্রোটিস্টা ✔
    (b) মোশেরা
    (c) প্ল্যান্টি 
    (d) ফানজাই

২৪. জোয়ার-ভাটা শক্তি ব্যবহারের সুবিধা কী?
    (a) দূষণহীন শক্তি 
    (b) ব্যয় অল্প
    (c) উপকূলভাগে শক্তিকেন্দ্র গড়ে তোলা যায় 
    (d) সবকটিই ✔

২৫. শ্বসনের ফলে যে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম —
    (a) কার্বন ডাইঅক্সাইড ✔
    (b) অক্সিজেন
    (c) নাইট্রোজেন 
    (d) হাইড্রোজেন

২৬. কোন প্রাণীটির সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল আছে?
    (a) শিম্পাঞ্জি ✔
    (b) বেবুন
    (c) গরিলা 
    (d) ওরাংওটাং

২৭. একটি সহজলভ্য সম্পদ হল —
    (a) মাটি ✔
    (b) ক্রায়োলাইট
    (c) কর্মকুশলতা 
    (d) সবকটিই

২৮. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে —
    (a) কলকাতায় ✔
    (b) চেন্নাইতে
    (c) মণিপুর 
    (d) জামশেদপুরে

২৯. সমুদ্রে কত মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব আছে?
    (a) 200 মিটার ✔
    (b) 150 মিটার
    (c) 100 মিটার 
    (d) 50 মিটার

৩০. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে সর্বাধিক হয়?
    (a) উত্তর-পূর্ব ভারত ✔
    (b) দক্ষিণ-পূর্ব ভারত
    (c) উত্তর ভারত 
    (d) দক্ষিণ ভারত

পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট  pdf Download


File Details:
File Name: পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ Set-03.pdf
Size: 425 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال