পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ PDF | EVS and Pedagogy MCQ PDF in Bengali

পরিবেশ বিদ্যা ও পেডাগজি

পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ PDF (EVS and Pedagogy MCQ PDF in Bengali) এর Set-01 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ PDF | EVS and Pedagogy MCQ PDF in Bengali
পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ PDF

সুতরাং আর সময় নষ্ট না করে পরিবেশ বিদ্যা ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় আছে?
    (a) ২০৬ টি
    (b) ২০২ টি
    (c) ৩০৬ টি 
    (d) ৪০২ টি

২. জলের কোন শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব?
    (a) তরঙ্গশক্তি
    (b) তাপশক্তি
    (c) (a) ও (b) দুটোই 
    (d) কোনোটিই নয়

৩. পৃথিবীতে ভূতাপশক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে —
    (a) আমেরিকা যুক্তরাষ্ট্র
    (b) ইন্দোনেশিয়া
    (c) ভারত 
    (d) মেক্সিকো

৪. পুস্তা কি?
    (a) তৃণভূমি
    (b) বনভূমি 
    (c) স্থানীয় বায়ু 
    (d) ঘূর্ণিঝড়

৫. ডিডিটি-র প্রভাবে পাখির ডিম —
    (a) ভঙ্গুর হয়ে যায়
    (b) খুব শক্ত হয়ে যায়
    (c) লাল হয়ে যায় 
    (d) কোনোটিই নয়

৬. উপক্রান্তীয় বনাঞ্চল দেখা যায় —
    (a) উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতে
    (b) মধ্য ভারতে
    (c) পূর্ব ভারতে 
    (d) পশ্চিম ভারতে

৭. নীচের কোনটি পুনর্ভব শক্তি নয়?
    (a) প্রাকৃতিক গ্যাস
    (b) জৈব গ্যাস
    (c) সৌরশক্তি 
    (d) বায়ুশক্তি

৮. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল —
    (a) নীলতিমি
    (b) স্পার্ম তিমি
    (c) হাম্পব্যাক তিমি 
    (d) হাঙর

৯. পূরণ সম্পদ হল —
    (a) সামুদ্রিক মৎস্য
    (b) কয়লা
    (c) সোনা 
    (d) লোহা

১০. নিচের কোনটি অজৈব সম্পদ?
    (a) জল
    (b) মৃত্তিকা 
    (c) অরণ্য 
    (d) মানুষ

১১. শিম্পাঞ্জি সর্বাধিক পাওয়া যায় কোন মহাদেশে?
    (a) আফ্রিকা
    (b) উত্তর আমেরিকা
    (c) দক্ষিণ আমেরিকা 
    (d) অস্ট্রেলিয়া

১২. কার্বন-ডাই-অক্সাইড ও জল হল পরিবেশের —
    (a) প্রাকৃতিক উপাদান
    (b) জৈব উপাদান
    (c) সজীব উপাদান 
    (d) সামাজিক উপাদান

১৩. নিচের কোনটি লেনটিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে?
    (a) হ্রদ
    (b) সমুদ্র
    (c) নদনদী 
    (d) তৃণভূমি

১৪. ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্রাণীটি হল —
    (a) বিড়াল
    (b) কুকুর
    (c) খরগোশ 
    (d) ইঁদুর

১৫. আদিকালে মানুষের খাদ্য ছিল —
    (a) ফলমূল
    (b) দুধভাত
    (c) ডালরুটি 
    (d) পোলাও মিষ্টি

১৬. অমিল উপাদানটিকে বাছাই করুন —
    (a) জীবাণু
    (b) জল 
    (c) কার্বন-ডাই-অক্সাইড 
    (d) সৌরশক্তি

১৭. মধুমালাই অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
    (a) তামিলনাড়ু
    (b) অন্ধ্রপ্রদেশ
    (c) তেলেঙ্গানা 
    (d) কর্ণাটক

১৮. সিমেন্ট তৈরির জন্য প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় —
    (a) পাথরের গুঁড়ো
    (b) কাচের গুঁড়ো
    (c) কাঠের গুঁড়ো 
    (d) খড়ের গুঁড়ো

১৯. নদীর মিষ্টি জলের বদলে সমুদ্রের নোনা জলে যেসব মাছ ডিম পাড়ে তাদের কী বলে?
    (a) ক্যাটাড্রোমাস মাছ
    (b) ডেমার্সাল মাছ
    (c) পিলেজিক মাছ 
    (d) অ্যানাড্রোমাস মাছ

২০. রেগুর কোন মৃত্তিকার অপর নাম?
    (a) কৃষ্ণ মৃত্তিকা
    (b) লোহিত মৃত্তিকা
    (c) পডসল মৃত্তিকা 
    (d) চারনোজেম মৃত্তিকা

২১. বর্তমানে সভ্যতার উন্নতির মূলে রয়েছে —
    (a) বিদ্যুৎ
    (b) রাস্তাঘাট 
    (c) কলকারখানা 
    (d) ঘরবাড়ি

২২. ভারতের কোনটি বৃহত্তম কয়লাখনি অঞ্চল?
    (a) রানিগঞ্জ
    (b) বোকারো 
    (c) ঝরিয়া 
    (d) কোবরা

২৩. চা চাষের জন্য নিচের কোন মৃত্তিকা অধিক উপযোগী? 
    (a) লোহিত
    (b) পডসল 
    (c) চারনোজেম 
    (d) সিরোজেম

২৪. স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এমন ধাতু হল —
    (a) ইমারতি দ্রব্য
    (b) অ্যাসিড
    (c) সবজির অবশিষ্টাংশ 
    (d) শুকনো ফুল

২৫. নিচের কোনটি ভূমি ব্যবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রণ?
    (a) মাটি
    (b) মানুষের পেশা
    (c) কাজের বিশেষণীকরণ 
    (d) মজুরি

২৬. পাইনা, উইলো প্রভৃতি কোন প্রকৃতির উদ্ভিদ?
    (a) সরলবর্গীয়
    (b) পর্ণমোচী
    (c) চিরহরিৎ
    (d) লবণাম্বু

২৭. ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত বিকাশ ও আত্মসচেতনায় সহায়তার উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয়, সেটি হল —
    (a) অনির্দেশিত শিক্ষণ মডেল
    (b) প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল
    (c) অপারেন্ট অনুবর্তন মডেল 
    (d) চরিত্রাভিনয় মডেল

২৮. ‘ইকোসিস্টেম’ নামটি প্রথম প্রচলন করেন —
    (a) ট্যান্সলে
    (b) ওডাম 
    (c) লিডেম্যান 
    (d) আর্নেস্ট হেকলে

২৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক পর্তুগিজ কলোনি আছে?
    (a) গোয়া
    (b) মহারাষ্ট্র 
    (c) গুজরাট 
    (d) কর্ণাটক

৩০. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় —
    (a) একক অভীক্ষা গ্রহণের পর
    (b) বার্ষিক পরীক্ষার পর
    (c) সঠিক মূল্যায়নের পর 
    (d) কোনোটিই নয়

পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: পরিবেশবিদ্যা ও পেডাগগি MCQ Set-01.pdf
Size: 349 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال