শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy MCQ PDF in Bengali

শিশু বিকাশ ও পেডাগজি

শিশু বিকাশ ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তর PDF-এর Set-03 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। শিশু বিকাশ ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF | Child Development and Pedagogy MCQ PDF in Bengali
শিশু বিকাশ ও পেডাগজি প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে শিশু বিকাশ ও পেডাগজি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. নীচের কোনটি শিশুর শিখন অক্ষমতার অন্তর্গত নয়?
    (a) মা-বাবার অনুপস্থিতি
    (b) প্রজ্ঞভিত্তিক সমস্যা
    (c) অসামঞ্জস্য পাঠক্রম 
    (d) শিক্ষকের ভুল শিক্ষণ পদ্ধতির ব্যবহার

২. শিশুর বিকাশ হল —
    (a) গুণগত পরিবর্তন
    (b) আকারের পরিবর্তন
    (c) আয়তনের পরিবর্তন 
    (d) ওজনের পরিবর্তন

৩. মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুসরণ করে —
    (a) মাকে
    (b) বাবাকে
    (c) দাদুকে 
    (d) ঠাকুমাকে

৪. শিক্ষার্থী ভর্তির ব্যাপারে শিক্ষক যে বৈশিষ্ট্যের সাহায্য নেন —
    (a) বুদ্ধি
    (b) আগ্রহ 
    (c) মনোযোগ 
    (d) বিকাশ

৫. রুশো তাঁর এমিল গ্রন্থে মানবজীবন বিকাশের ধারাকে ভাগ করেছেন —
    (a) 4 টি পর্যায়ে
    (b) 5 টি পর্যায়ে
    (c) 6 টি পর্যায়ে 
    (d) 7 টি পর্যায়ে

৬. শিশুর আচরণ নির্ধারণের ক্ষেত্রে যুগ্মভাবে সহায়তা করে —
    (a) বংশগতি এবং পরিবেশ
    (b) প্রেষণা এবং আবেগ
    (c) বুদ্ধি এবং আবেগ 
    (d) সমাজ এবং পরিবেশ

৭. শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হল —
    (a) পরিবেশ
    (b) বিদ্যালয়
    (c) ব্যক্তিত্ব 
    (d) বুদ্ধি

৮. তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হল মনোযোগের —
    (a) বস্তুগত নির্ধারক
    (b) দেহগত নির্ধারক
    (c) বিষয়গত নির্ধারক 
    (d) মনোগত নির্ধারক

৯. থাইরয়েড গ্রন্থি স্বল্প সক্রিয়তার জন্য শিশুর দেহে যে রোগ হয়, তা হল —
    (a) ক্রেটিনিজম
    (b) মিক্সিডিমা
    (c) প্রেভের ব্যাধি 
    (d) অ্যাডিসনের ব্যাধি

১০. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
    (a) প্যাভলভ
    (b) স্পেনসার
    (c) রুশো 
    (d) কোহলার

১১. বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য হল —
    (a) গুণগত বৈশিষ্ট্য
    (b) স্মৃতি
    (c) বৃদ্ধি 
    (d) পরিবর্তনশীলতা

১২. শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া উচিত?
    (a) তাদের খেলার ছলে ভাষা শিক্ষা দেওয়া উচিত
    (b) তাদের ভাষার শিক্ষা দেওয়া উচিত
    (c) তাদের গল্প বলা উচিত 
    (d) সংগীত শোনানোর মাধ্যমে

১৩. বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি দিয়েছেন —
    (a) স্পিয়ারম্যান
    (b) থার্স্টোন
    (c) টারসান 
    (d) আলফ্রেড বিঁনে

১৪. প্রকল্প-পদ্ধতির মূল তত্ত্ব কী?
    (a) উপযোগিতার নীতি 
    (b) উদ্দেশ্যের নীতি
    (c) কর্মের নীতি 
    (d) সবকটিই ✔

১৫. বুদ্ধ্যাঙ্ক বলতে বোঝানো হয় —
    (a) (মানসিক বয়স / প্রকৃত বয়স) × 100 ✔ 
    (b) (প্রকৃত বয়স / মানসিক বয়স) × 100 
    (c) (প্রকৃত বয়স × 100) / মানসিক বয়স
    (d) (মানসিক বয়স ×100) / প্রকৃত বয়স

১৬. ‘শিখন হল অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া’ — এই মতটি প্রকাশ করেছেন —
    (a) ক্রো এবং ক্রো
    (b) কিংসলি ও গ্যারি
    (c) ম্যাকগক ও আয়ন 
    (d) ট্রেভার্স

১৭. থর্নডাইক প্রবর্তিত শিখনের দ্বিতীয় সূত্র কোনটি?
    (a) ফললাভের সূত্র
    (b) সংযোজনের সূত্র
    (c) অনুশীলনের সূত্র 
    (d) সংস্কারের সূত্র

১৮. পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তা দু’টি পরস্পর বিপরীতধর্মী উপাদান হল —
    (a) আত্মীকরণ ও উপযোজন
    (b) বংশগতি ও পরিবেশ
    (c) খাদ্য ও বাসস্থান 
    (d) দেহ ও মন

১৯. প্রত্যভিজ্ঞা কোন দু’টি স্তরের ওপর নির্ভরশীল?
    (a) শিখন ও সংরক্ষণ
    (b) অভিভাবন ও অনুষঙ্গ
    (c) শিখন ও পরিণমন 
    (d) পুষ্টি ও অনুশীলন

২০. শিশুর জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজন হল —
    (a) অকৃত্রিম মাতৃস্নেহ
    (b) দলবদ্ধতা
    (c) স্বাধীনতা 
    (d) কৌতূহল

২১. অধিকাংশ মানব-আচরণ ঘটে সেই সময় যখন পরিণমন অনুসৃত হয় —
    (a) ANS দ্বারা
    (b) বংশগতি দ্বারা
    (c) শিখন দ্বারা 
    (d) বয়ঃসন্ধিকাল দ্বারা

২২. মনোভাবের শিখন নীচের যে বিভাগটির অন্তর্গত, তা হল —
    (a) প্রাক্ষোভিক শিখন
    (b) দক্ষতামূলক শিখন
    (c) জ্ঞানমূলক শিখন 
    (d) বৌদ্ধিক শিখন

২৩. ‘Mental Hygiene’ বইটি কার লেখা?
    (a) ক্রো অ্যান্ড ক্রো
    (b) হার্ভাডসন
    (c) হুবার্ট 
    (d) ম্যাকমিলান

২৪. অবরোহী দৃষ্টিভঙ্গিতে —
    (a) সাধারণ থেকে বিশেষে যাওয়া যায়
    (b) বিশেষ থেকে সাধারণে আসা যায়
    (c) সাধারণ থেকে অন্য সাধারণে যাওয়া যায় 
    (d) বিশেষ থেকে অন্য বিশেষে যাওয়া যায়

২৫. অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের:
    (a) প্রাপ্তিস্থাপন
    (b) অনুশীলন
    (c) স্থানান্তর 
    (d) রূপান্তর

২৬. শিক্ষাদানের সবথেকে ভালো পদ্ধতি —
    (a) প্রকল্প পদ্ধতি
    (b) কথোপকথন
    (c) নির্দেশাত্মক পদ্ধতি 
    (d) বক্তৃতা পদ্ধতি

২৭. নীচের কোন ক্রোমোজোম যুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায়?
    (a) XX
    (b) YY
    (c) XY 
    (d) XA

২৮. শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি হবে —
    (a) শিক্ষার্থীদের সঠিকভাবে বোঝা
    (b) শিক্ষার্থীদের ভালোবাসা
    (c) শিক্ষার্থীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া 
    (d) শিক্ষার্থীদের পাঠদান করা

২৯. একটি আদি ও অকৃত্রিম শিক্ষামূলক প্রদীপন হল—
    (a) পাঠ্যপুস্তক
    (b) ব্লাকবোর্ড 
    (c) ফ্লো চার্ট 
    (d) মানচিত্র

৩০. বিদ্যালয়ের সময়তালিকা প্রস্তুত করার সময় যে বিষয়টিতে অধিক গুরুত্ব দেওয়া উচিত, সেটি হল —
    (a) বৈচিত্রের নীতি
    (b) শৃঙ্খলার নীতি
    (c) শিথিল মনোভাবের নীতি 
    (d) এখানের কোনোটিই নয়

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: শিশু বিকাশ ও পেডাগগি MCQ Set-03.pdf
Size: 404 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال