শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET

শিশু বিকাশ ও পেডাগগি MCQ

জকের প্রাইমারি টেট MCQ প্রশ্ন উত্তর-এর এই পর্বে থাকছে শিশু বিকাশ ও পেডাগগি (Child Development and Pedagogy) থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর। শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET
শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর

সুতরাং আর সময় নষ্ট না করে শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. শিক্ষা-পরিকল্পনা রচনা করতে হবে কার নিজস্ব প্রবণতার ওপর?
    (a) শিক্ষার্থী ✔
    (b) পাঠক্রম
    (c) শিক্ষক     
    (d) শিক্ষাপ্রতিষ্ঠান

২. পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় সেটি হল —
    (a) ভাষার বিকাশ
    (b) দৈহিক বিকাশ
    (c) মানসিক বিকাশ
    (d) ভাবের বিকাশ

৩. শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রক্ষোভিক প্রভৃতি নানাদিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল —
    (a) বিকাশ ✔       
    (b) বৃদ্ধি
    (c) অভিযোজন
    (d) উপযোজন

৪. প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়:
    (a) দ্রুত শারীরিক ও ভাষাগত বিকাশ 
    (b) অদম্য কৌতূহল স্পৃহা
    (c) প্রখর স্মৃতিশক্তি 
    (d) সবকটিই

৫. শিশুর বৃদ্ধির সংকেত উল্লেখ থাকে, তার দেহে অবস্থিত —
    (a) DNA-তে
    (b) RNA-তে
    (c) CSF-তে      
    (d) CNS-তে

৬. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন তা হল —
    (a) দ্বি-উপাদান তত্ত্ব ✔
    (b) এক-উপাদান তত্ত্ব
    (c) ত্রি-উপাদান তত্ত্ব   
    (d) বহু উপাদান তত্ত্ব

৭. পিয়াজেটের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক _________ ওপর প্রভাব বিস্তার করেছে।
    (a) সমগ্র শিখন পদ্ধতির ✔
    (b) শিক্ষকদের
    (c) শিক্ষার্থীদের                
    (d) বিদ্যালয়ের

৮. পরিণমন একটি —
    (a) স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ✔
    (b) কৃত্রিম প্রক্রিয়া
    (c) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া   
    (d) অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া

৯. X এবং Y উভয় ক্রোমোজোম দেখা যায় —
    (a) পুরুষ কোষে
    (b) স্ত্রী কোষে
    (c) মস্তিষ্ক কোষে
    (d) কেবল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে

১০. Process of development হল —
    (a) শারীরিক পরিবর্তন
    (b) দৈহিক পরিবর্তন
    (c) সামাজিক পরিবর্তন
    (d) পরিণমনগত পরিবর্তন

১১. ‘আগ্রহ একধরনের গতিশীল মানসিক দক্ষতা’-এর প্রবক্তা হলেন —
    (a) ড্রিভার
    (b) ম্যাকডুগাল
    (c) স্টাউট 
    (d) বিংহাম

১২. পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দু’টি পরস্পর বিপরীতধর্মী উপাদান হল —
    (a) আত্তীকরণ ও উপযোজন
    (b) বংশগতি ও পরিবেশ
    (c) দেহ ও মন 
    (d) খাদ্য ও বাসস্থান

১৩. নিচের কোনটি বস্তুমুখী পরীক্ষার উদাহরণ?
    (a) টীকালিখন
    (b) বহু নির্বাচন
    (c) সত্যমিথ্যা নির্ণয় 
    (d) মিলকরণ

১৪. বিঁনে সাইমন স্কেলে যুক্তিবিচার ক্ষমতা সম্পর্কীয় প্রশ্নের সংখ্যা ছিল —
    (a) ৩০ টি
    (b) ৪০ টি 
    (c) ১০ টি 
    (d) ২০ টি

১৫. শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় —
    (a) দৃষ্টিহীনদের
    (b) বোবাদের
    (c) বধিরদের
    (d) স্বাভাবিক শিক্ষার্থীদের

১৬. প্রাক্-প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে?
    (a) সহজতম বাক্যগঠন
    (b) জটিল বাক্যগঠন
    (c) দ্রুত পঠন 
    (d) বাক্যকরণের প্রাথমিক ধ্যানধারণা

১৭. পিয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে বলে —
    (a) আত্তীকরণ
    (b) উপযোজন
    (c) উপস্থাপন 
    (d) সংরক্ষণ

১৮. শিক্ষামূলক সমীক্ষায় কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
    (a) মুখোমুখি সাক্ষাৎকার
    (b) প্রশ্ন জিজ্ঞাসা
    (c) পরীক্ষা 
    (d) সবকটিই ✔

১৯. যে আচারণ মানসিকভাবে সম্পূর্ণ হয়, তা হল —
    (a) মানসিক আচরণ
    (b) প্রকাশ্য আচরণ
    (c) স্বাভাবিক আচরণ
    (d) অস্বাভাবিক আচরণ

২০. প্রগতিবাদী শিক্ষণ পদ্ধতি কোন দেশ থেকে উদ্ভূত?
    (a) জার্মানি
    (b) ইংল্যান্ড
    (c) ফ্রান্স
    (d) সুইডেন

২১. শক্তিশালী উদ্দীপক —
    (a) সদর্থক ও নঞর্থক দুটিই হতে পারে
    (b) কেবল সদর্থক হতে পারে 
    (c) কেবল নঞর্থক হতে পারে 
    (d) সদর্থক ও নঞর্থক কোনোটিই হতে পারেনা

২২. বিশেষ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য হল —
    (a) পরনির্ভরশীলতা
    (b) আত্মবিশ্বাস
    (c) একাত্মবোধ 
    (d) আত্মনির্ভরতা

২৩. অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষাগ্রহণে পিছিয়ে থাকে — 
    (a) সংক্রামক রোগগ্রস্ত শিশুরা 
    (b) দরিদ্র পরিবারের শিশুরা
    (c) A এবং B দুটোই ✔ 
    (d) কোনোটিই নয়

২৪. শিশুদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা আসে: 
    (a) স্বীকতি পাওয়ার পর
    (b) বাহাদুরি দেখানোর জন্য
    (c) নিন্দা থেকে অব্যাহতি পাওয়ার জন্য
    (d) সবগুলিই ঠিক ✔

২৫. একজন শিক্ষক অবশ্যই হবেন —
    (a) কর্তব্যপরায়ণ
    (b) সৎ
    (c) পরিশ্রমী
    (d) সময়নিষ্ঠ

২৬. বিকাশ কি ধরনের প্রক্রিয়া?
    (a) সারা জীবনব্যাপী প্রক্রিয়া
    (b) শৈশব
    (c) বাক্যকালীন 
    (d) বয়ঃসন্ধিকালীন

২৭. ওয়েলারের মতে যাদের বুদ্ধ্যঙ্ক 110 থেকে 119-এর মধ্যে, তাদের বলা হয় — 
    (a) উচ্চ-সাধারন
    (b) নিম্ন-সাধারন
    (c) সাধারণ 
    (d) প্রভাবশালী

২৮. শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়?
    (a) ছাত্রদের দ্বারা জিজ্ঞাসিত অর্থবহ প্রশ্ন
    (b) ক্লাসের মধ্যে নীরবতা
    (c) ছাত্রদের উপস্থিতি 
    (d) ভালো ফল

২৯. বুদ্ধি-সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বটি কার?
    (a) স্পিয়ারম্যান
    (b) গিলফোর্ড
    (c) থম্পসন 
    (d) গ্যালটন

৩০. সাধারণত শ্রেণিতে শিক্ষার্থীরা একে অপরের দুঃখে দুঃখিত হয় এবং সুখে সুখ অনুভব করে। এই ধরনের চেতনাকে কি বলে?
    (a) সহানুভূতি ✔ 
    (b) বন্ধুত্ব
    (c) প্রত্যাখ্যান
    (d) প্রতিরোধ

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: শিশু বিকাশ ও পেডাগগি MCQ Set-01.pdf
Size: 389 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال