শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF | Child Development and Pedagogy MCQ in Bengali

শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা

জ শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF-এর Set-02 দেওয়া হল। এই পর্বে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF | Child Development and Pedagogy MCQ in Bengali
শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ PDF

সুতরাং আর সময় নষ্ট না করে শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি নানাদিকের উন্নত ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল —
    (a) বিকাশ
    (b) বৃদ্ধি
    (c) অভিযোজন 
    (d) উপযোজন

২. শিখনের মৌলিক উপাদান কয়টি?
    (a) দুটি
    (b) তিনটি
    (c) চারটি 
    (d) পাঁচটি

৩. মনোবিদ পিকুনাস মানবজীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন?
    (a) দশটি ভাগে
    (b) বারোটি ভাগে
    (c) চারটি ভাগে 
    (d) আটটি ভাগে

৪. ‘স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন’ — এই সংজ্ঞাটি স্থির করেন:
    (a) পেসেল
    (b) কোলেসনিক
    (c) স্কিনার 
    (d) থম্পসন

৫. ‘বুদ্ধি বংশগতির ওপর নির্ভর করে’ — এই তত্ত্বের প্রবক্তা হলেন:
    (a) ইয়ার্কস
    (b) স্পিয়ারম্যান
    (c) স্কিনার 
    (d) থার্স্টোন

৬. ‘শিশু স্থায়ী কোনও মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে না’ — এই তথ্যটি:
    (a) সম্পূর্ণ সত্য
    (b) আংশিক সত্য
    (c) অসত্য 
    (d) আংশিক অসত্য

৭. সামর্থ্য বলতে নীচের কোনটিকে বোঝায়?
    (a) কর্ম
    (b) বুদ্ধি
    (c) শিখন 
    (d) স্মৃতি

৮. শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনটি অনুঘটক রূপে কাজ করে?
    (a) সামাজিকীকরণ প্রক্রিয়া ✔
    (b) নৈতিকতা
    (c) লালনপালন 
    (d) বয়স

৯. সামাজিক সঙ্গতিবিধানের পরিপ্রেক্ষিতে, প্রারম্ভিক পরিপূর্ণতা হল —
    (a) পুরুষদের মধ্যে লাভজনক ✔
    (b) মহিলাদের মধ্যে লাভজনক
    (c) পুরুষদের ক্ষেত্রে হানিকর 
    (d) পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হানিকর

১০. স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি-অভীক্ষার প্রশ্নসংখ্যা ছিল —
    (a) ১২৯ টি
    (b) ১১২ টি
    (c) ১২০ টি 
    (d) ১৩৯ টি

১১. শিক্ষক শ্রেণিকক্ষে কি ধরনের পরিবেশ তৈরি করবেন?
    (a) সাহায্যকারী 
    (b) গণতান্ত্রিক
    (c) বন্ধুত্বপূর্ণ 
    (d) সবকটিই

১২. শিক্ষক-শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন, সেই উদ্দেশ্যে তাদের — 
    (a) বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ✔
    (b) বেতন বৃদ্ধি করা হয়েছে
    (c) ছুটি কমানো হয়েছে 
    (d) ছুটি বাড়ানো হয়েছে

১৩. পরিবেশের প্রভাবে প্রাণী যে প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করে তাকে কি বলে?
    (a) উপযোজন
    (b) উপস্থাপন
    (c) আত্তীকরণ 
    (d) সংরক্ষণ

১৪. ‘জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ’ — উক্তিটি কার?
    (a) উডওয়ার্ড
    (b) রাসেল
    (c) ফ্রয়েড 
    (d) বার্নাডশ

১৫. বৈশিষ্ট্যগুলির মধ্যে যেটি বধিরতার কারণে ব্যবহৃত হয় না, সেটি হল —
    (a) দৈহিক বিকাশ ✔
    (b) ভাষার বিকাশ
    (c) সামাজিক বিকাশ 
    (d) বৌদ্ধিক বিকাশ

১৬. চম্পা চাঁদের আলোয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি দড়িকে সাপ ভেবে চমকে উঠল। মনোবিজ্ঞানের ভাষায় একে কি বলে?
    (a) বিকৃত প্রত্যক্ষণ
    (b) প্রত্যভিজ্ঞা
    (c) সংবেদন 
    (d) কোনোটিই নয়

১৭. নার্সারি পর্বে শিশুর চেতনার প্রথম স্তর আছে —
    (a) অনীহা
    (b) বিদ্বেষ
    (c) বন্ধুতা 
    (d) বিরোধ

১৮. প্যাভলভ হলেন একজন —
    (a) আচরণবাদী
    (b) কাঠামোবাদী
    (c) ক্রিয়াবাদী 
    (d) অনুষঙ্গবাদী

১৯. শিশুর বা ব্যক্তির আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে কি বলে?
    (a) বৃদ্ধি
    (b) বিকাশ
    (c) সমৃদ্ধি 
    (d) উন্নয়ন

২০. বুদ্ধির সাধারণ উপাদানকে বলা হয় —
    (a) G ফ্যাক্টর
    (b) B ফ্যাক্টর
    (c) A ফ্যাক্টর 
    (d) L ফ্যাক্টর

২১. ক্ল্যাসিকাল কন্ডিশনিং-এর আর এক নাম হল —
    (a) প্রাচীন অনুবর্তন
    (b) সক্রিয় অনুবর্তন 
    (c) যান্ত্রিক অনুবর্তন 
    (d) আধুনিক অনুবর্তন

২২. ‘The aim of education is development, the process of education is development’ — উক্তিটি কার?
    (a) ফ্রয়েবেল
    (b) মন্তেসরি
    (c) রুশো 
    (d) পেস্তালৎসি

২৩. ব্যক্তির জীবনবিকাশ ঘটে কার মাধ্যমে?
    (a) পরিণমন ও শিখন
    (b) পরিমাপ ও মূল্যায়ন
    (c) শিখন ও পুনরুদ্রেক 
    (d) আচরন ও অনুশীলন

২৪. পরিণমন একটি —
    (a) জৈবিক প্রক্রিয়া
    (b) কৃত্রিম প্রক্রিয়া
    (c) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া 
    (d) অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া

২৫. মনোভাব গঠনের ক্ষেত্রে কোনটির ভূমিকা সবচেয়ে কম?
    (a) সহানুভূতি
    (b) যান্ত্রিক শিখন
    (c) অনুকরণ 
    (d) প্রাচীন সাপেক্ষীকরণ

২৬. শিশুর বিকাশ সম্পূর্ণ হয় যে দশায়, তা হল —
    (a) বার্ধক্য
    (b) বাল্যকাল 
    (c) কৈশোর 
    (d) নবজাতকাল

২৭. কোন সময়ে প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে?
    (a) বয়ঃসন্ধিকালে
    (b) নবজাতকালে
    (c) শৈশব অবস্থায় 
    (d) বার্ধক্যে

২৮. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব দেন সেটি হল —
    (a) দ্বি-উপাদান তত্ত্ব
    (b) এক উপাদান তত্ত্ব
    (c) ত্রি-উপাদান তত্ত্ব 
    (d) বহু উপাদান তত্ত্ব

২৯. সহযোগিতার চাহিদা একটি —
    (a) সামাজিক চাহিদা
    (b) মানসিক চাহিদা
    (c) দৈহিক চাহিদা 
    (d) প্রাক্ষোভিক চাহিদা

৩০. যেসব শিশুর চাহিদা সাধারণত শিশুদের তুলনায় আলাদা, তারা হল —
    (a) ব্যতিক্রমী শিশু
    (b) প্রতিবন্ধী শিশু
    (c) পশ্চাদপদ শিশু 
    (d) কোনোটিই নয়

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: শিশু বিকাশ ও পেডাগগি MCQ Set-02.pdf
Size: 358 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال