বাংলা ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET

বাংলা ও পেডাগগি MCQ

জকের প্রাইমারি টেট MCQ প্রশ্ন উত্তর-এর এই পর্বে থাকছে বাংলা ও পেডাগগি (Bengali and Pedagogy) থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর। বাংলা ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
বাংলা ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET
বাংলা ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে বাংলা ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।


প্রজাপতিকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়, দিবাচর ও নিশাচর। সাধারণত দিবাচর প্রজাপতিই আমাদের বেশি নজরে পড়ে। উজ্জ্বল দিবালোকে এরা ফুলে-ফুলে উড়ে বেড়ায়। দিনের আলো নিষ্প্রভ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা লতাপাতা ও ঝোপঝাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করে নিশ্চলভাবে অবস্থান করে। নিশাচর প্রজাপতিরা কিন্তু সারাদিন আনাচে-কানাচে চুপ করে বসে থাকার পর রাতের অন্ধকারে আহার অন্বেষণে বহির্গত হয়। এদের ডানাগুলি দিবাচর প্রজাপতির মতো হালকা নয় এবং ডানার বর্ণবৈচিত্র্যও পৃথক রকমের। বিশ্রাম করার সময় দিবাচর প্রজাপতিরা পিঠের উপর দিকে ডানা মুড়ে বসে; কিন্তু নিশাচর প্রজাপতিরা ডানা প্রসারিত করেই বিশ্রাম করে। তাছাড়া এদের মস্তকের শুঁড় দুটি কতকটা পালকের আকৃতিবিশিষ্ট কিন্তু দিবাচর প্রজাপতির শুঁড় দুটি মসৃণ এবং প্রান্তভাগ বর্তুলাকৃতির। নিশাচর প্রজাপতিরা মথ নামে পরিচিত।

১. ‘উজ্জ্বল দিবালোকে এরা ফুলে ফুলে উড়ে বেড়ায়’ — এটি কীরূপ বাক্য?
    (a) সরল বাক্য ✔   (b) মিশ্র বাক্য
    (c) যৌগিক বাক্য    (d) জটিল বাক্য

২. প্রসারিত শব্দটির বিপরীত শব্দ হল —
    (a) সংকুচিত ✔   (b) সংকীর্ণ
    (c) সুসজ্জিত       (d) মোড়

৩. ‘বর্তুলাকৃতি’ শব্দটির অর্থ কি?
    (a) গোল ✔   (b) লম্বা
    (c) সরু          (d) চোঙ

৪. ‘অন্বেষণ’ শব্দটির সঠিক অর্থ চয়ন করো —
    (a) খোঁজা ✔   (b) ভক্ষণ
    (c) চিরন্তন       (d) আরোহণ

৫. ‘এদের ডানাগুলি দিবাচর প্রজাপতির মতো হালকা নয় এবং ডানার বর্ণবৈচিত্র্যও পৃথক রকমের’। এই বাক্যটি কি প্রকারের বাক্য?
    (a) যৌগিক বাক্য ✔   (b) জটিল বাক্য
    (c) সরল বাক্য           (d) মিশ্র বাক্য

৬. কবিতা শিক্ষার মূল উদ্দেশ্য হল — 
    (a) ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো
    (b) আনন্দের বিকাশ ঘটানো
    (c) ভাষাজ্ঞানের বিকাশ ঘটানো 
    (d) কোনোটিই নয়

৭. সঠিক বানান কোনটি?
    (a) বিভীষিকা ✔   (b) বীভীশিকা
    (c) বীভিসিকা       (d) বিভিষিকা

৮. পোকাটা উড়ে গেল। — ‘পোকাটা’-র কারক ও বিভক্তি নির্ণয় করো।
    (a) কর্তৃকারকে শূন্য বিভক্তি
    (b) করণকারকে শূন্য বিভক্তি
    (c) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি 
    (d) অপাদান কারকে ‘এ’ বিভক্তি

৯. ‘শ, ষ, স’ — এই তিনটি ধ্বনি হল:
    (a) শিস ধ্বনি ✔   (b) অনুনাসিক ধ্বনি
    (c) অন্তঃস্থ ধ্বনি    (d) সরল স্বর

১০. লিঙ্গ পরিবর্তন করো: মালী —
    (a) মালিনী ✔   (b) মালো
    (c) মালো বউ    (d) কোনোটিই নয়

১১. ব্ল্যাকবোর্ডে লেখার সময় যে বিষয়গুলির প্রতি সচেতন হতে হবে তা হল — 
    (a) লেখার মান ও ভাষার স্বচ্ছতা 
    (b) অক্ষরের মাপ ও স্পষ্টতা
    (c) বানানের শুদ্ধতা 
    (d) সবকটিই

১২. বাংলায় কয়টি স্বরবর্ণ আছে?
    (a) ১১ টি ✔   (b) ১০ টি
    (c) ১২ টি        (d) ১৩ টি

১৩. সন্ধিবিচ্ছেদ করো: প্রায়শ্চিত্ত —
    (a) প্রায় + চিত্ত ✔   (b) প্রায় + শ্চিত্ত
    (c) প্রায় + চিত্র        (d) প্রয় + শ্চি + ত্ত

১৪. এক কথায় প্রকাশ করো: যার পূর্বজন্মের কথা স্মরণ হয় তাকে কি বলে?
    (a) জাতিস্মর ✔   (b) অপরাপর
    (c) জ্ঞানী             (d) জন্মান্তর

১৫. ‘সংস্কৃতি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল —
    (a) সম্ + কৃতি ✔   (b) সং + কৃতি
    (c) সংস + কৃতি      (d) সংস্কৃ + তি

১৬. এককথায় প্রকাশ করো: অনু থেকে প্রস্তুত — 
    (a) আণবিক ✔   (b) অণিমা
    (c) অনুকম্পা       (d) কোনোটিই নয়

১৭. ‘অর্পণ’ শব্দটির বিপরীত শব্দ হল —
    (a) গ্রহণ ✔   (b) প্রাপ্তি
    (c) স্বীকৃতি     (d) চাওয়া

১৮. ‘এক ঝাঁক মাছ’ — এটি কোন বিশেষ্যকে নির্দেশ করছে?
    (a) সমষ্টিবাচক বিশেষ্য ✔  (b) নামবাচক বিশেষ্য
    (c) বস্তুবাচক বিশেষ্য         (d) গুণবাচক বিশেষ্য

১৯. সমাস নির্ণয় করো: তেলেভাজা —
    (a) করণ তৎপুরুষ সমাস
    (b) অধিকরণ তৎপুরুষ সমাস
    (c) সাধারণ কর্মধারয় সমাস 
    (d) ব্যাধিকরণ বহুব্রীহি সমাস

২০. ভাষা আত্তীকরণ হল —
    (a) একটি প্রত্যক্ষ পদ্ধতি ✔   (b) ধরে রাখা
    (c) পুনরুদ্রেক করা              (d) কোনোটিই নয়

২১. নীচের কোনটি বিদেশি শব্দ?
    (a) কারসাজি ✔   (b) টাঙ্গা
    (c) ভেলা             (d) দরমা

২২. চ, ছ, জ, ঝ, ঞ — কে ধ্বনি হিসেবে কী প্রকার ধ্বনি বলে?
    (a) তালব্য ✔   (b) কণ্ঠ
    (c) মূর্ধন্য         (d) দন্ত্য

২৩. ‘সমীপ’-এর সমার্থক শব্দ হল —
    (a) সন্নিহিত ✔   (b) তীরবর্তী
    (c) বেলাভূমি      (d) সমুদ্রপার

২৪. শিশুরা প্রথম কোন পদ ব্যবহার করে? 
    (a) বিশেষ্য পদ ✔   (b) সর্বনাম পদ
    (c) বিশেষণ পদ       (d) অব্যয় পদ

২৫. আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা-সহায়ক উপকরণ হল — 
    (a) পাঠ্যপুস্তক ✔   (b) ব্ল্যাকবোর্ড
    (c) চার্ট                  (d) চক

২৬. শিক্ষার্থী তথ্যসংগ্রহ করে —
    (a) শ্রবণ এবং পঠনের মাধ্যমে
    (b) কথন ও লিখনের মাধ্যমে
    (c) কথন এবং শ্রবণের মাধ্যমে 
    (d) লিখন এবং পঠনের মাধ্যমে

২৭. ছাত্ররা যখন আপনার অভ্যন্তরীণ বিষয়গুলি অনুকরণ করবে তখন তাকে বলে —
    (a) ট্রান্সফারেন্স
    (b) আইডেন্টিক্যাল এলিমেন্ট
    (c) (a) এবং (b) দুটোই ঠিক 
    (d) কোনোটিই নয়

২৮. ‘নম্রতা’ — এটি কোন প্রকার বিশেষ্য?
    (a) ভাববাচক ✔   (b) ব্যক্তিবাচক
    (c) বস্তুবাচক        (d) জাতিবাচক

২৯. বাংলা ভাষা শিখন যদি ইংরেজি ভাষা শিখনকে প্রভাবিত করে তাহলে তাকে _________ শিখন সঞ্চালন বলে।
    (a) ধনাত্মক ✔   (b) ঋণাত্মক
    (c) সমান্তরাল     (d) অনুভূমি

৩০. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। — এটি কী ধরনের বাক্য?
    (a) যৌগিক বাক্য ✔   (b) সরল বাক্য
    (c) জটিল বাক্য          (d) মিশ্র বাক্য

বাংলা ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: বাংলা ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট — 01.pdf
Size: 393 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال