অনলাইন স্পেশাল ক্যুইজ [জিকে] Set-30 | Online Special GK Quiz in Bengali

অনলাইন জিকে ক্যুইজ (Online GK Quiz in Bengali) এর Set-30 উপস্থাপিত করা হয়েছে। এই পর্বে থাকছে জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ 20 টি MCQ প্রশ্ন ও সাথে উওর। অনলাইন জিকে ক্যুইজটি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

অনলাইন স্পেশাল ক্যুইজ [জিকে] — Online Special GK Quiz in Bengali
অনলাইন জিকে ক্যুইজ

এই ক্যুইজটির যতগুলি উত্তর তোমরা পারবে, সেগুলি ক্লিক করার পর নীচে থাকা Submit বাটনটিতে ক্লিক করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি ও তোমাদের স্কোর দেখে নিও এবং সম্পূর্ণ ক্যুইজটি দিতে তোমাদের কত সময় লাগছে সেটিও দেখতে পাবে। {alertSuccess}

1.
সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
2.
ভাস্কো-দা-গামা ভারতে প্রথম কোন বন্দরে পা দেয়?
3.
উমিয়াম হ্রদ কোন রাজ্যে রয়েছে?
4.
কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে?
5.
দুধ কোন ধরনের দ্রবণ?
6.
ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়?
7.
গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কী?
8.
নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের 76 নং অনুচ্ছেদের অন্তর্গত?
9.
আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা হয়েছে?
10.
পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়?
11.
হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন?
12.
বাংলাতে কে আদিনা মসজিদ নির্মাণ করেন?
13.
আলমাত্তি নদী প্রকল্পটি কোন রাজ্যে রয়েছে?
14.
কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হলদি নদী?
15.
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?
16.
ব্যাকটেরিওফাজের ‘ফাজ’ কথাটির অর্থ কী?
17.
‘ডেট্রিটাস ফিডার’ কাদের বলে?
18.
ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের দ্বারা ‘জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার’কে সংরক্ষিত রাখা হয়েছে?
19.
ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
20.
ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি?
00:00:00

This Quiz Created by www.studyzoneinbengali.in

2023-24 সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ স্পেশাল বই

{getButton} $text={Check Here} $icon={cart} $color={#1b74e8} 

Next Quiz: অনলাইন স্পেশাল জিকে ক্যুইজ Set-31 {alertSuccess}

Previous Post Next Post

نموذج الاتصال