সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF | Indus Civilization MCQ PDF in Bengali

সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর

জ প্রাচীন ভারতের ইতিহাসের সিন্ধু সভ্যতা MCQ PDF (Indus Civilization MCQ PDF in Bengali) টি দেওয়া হল। এতে গুরুত্বপূর্ণ ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর রয়েছে। সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর গুলি WBCS (Preli. & Main)-সহ তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF | Indus Civilization MCQ PDF in Bengali
সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF

সুতরাং আর সময় নষ্ট না করে সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?
    (a) লোথাল ✔
    (b) কালিবঙ্গান
    (c) সুরকোটারা 
    (d) ধোলাভিরা

২. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
    (a) ধোলাভিরা ✔
    (b) মহেঞ্জোদারো
    (c) হরপ্পা 
    (d) কালিবঙ্গান

৩. নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল?
    (a) তামা ✔
    (b) রুপা
    (c) সোনা 
    (d) লোহা

৪. মহেঞ্জোদারো-র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
    (a) রাখালদাস বন্দ্যোপাধ্যায় ✔
    (b) দয়ারাম সাহানি
    (c) জন মার্শাল 
    (d) বি.বি. লাল

৫. সিন্ধু সভ্যতার অন্যতম বন্দর লোথাল কোথায় অবস্থিত?
    (a) গুজরাট ✔
    (b) রাজস্থান
    (c) পাঞ্জাব 
    (d) হরিয়ানা

৬. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
    (a) মহেঞ্জোদারো ✔
    (b) লোথাল
    (c) হরপ্পা 
    (d) কালিবঙ্গান

৭. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?
    (a) সুমের ✔
    (b) ইরান
    (c) চিন 
    (d) রাশিয়া

৮. নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল?
    (a) ঘোড়া ✔
    (b) গরু
    (c) ষাঁড় 
    (d) গন্ডার

৯. কালিবঙ্গান কোথায় অবস্থিত?
    (a) রাজস্থান ✔
    (b) গুজরাট
    (c) হিমাচলপ্রদেশ 
    (d) পাঞ্জাব

১০. মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত?
    (a) মেলুহা ✔
    (b) দিলমুন
    (c) উরুক 
    (d) মগন

১১. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে?
    (a) হরপ্পা ✔
    (b) মহেঞ্জোদারো
    (c) লোথাল 
    (d) কালিবঙ্গান

১২. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
    (a) কৃষি ✔
    (b) পশুপালন
    (c) শিকার 
    (d) বাণিজ্য

১৩. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না?
    (a) লোহা ✔
    (b) তামা
    (c) ব্রোঞ্জ 
    (d) রুপা

১৪. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
    (a) লোথাল ✔
    (b) কালিবঙ্গান
    (c) রোপার 
    (d) কোটদিজি

১৫. হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করতেন না?
    (a) বিষ্ণু ✔
    (b) শিব
    (c) পায়রা 
    (d) ষাঁড়

১৬. সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল —
    (a) নগর পরিকল্পনা 
    (b) ধর্মীয় জীবনযাপন
    (c) সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা 
    (d) উপরের কোনোটিই নয়

১৭. সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত?
    (a) হরপ্পা ✔
    (b) মহেঞ্জোদারো
    (c) লোথাল 
    (d) আলমগীরপুর

১৮. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
    (a) তাম্রপ্রস্তর যুগ ✔
    (b) লৌহ যুগ
    (c) সুবর্ণ যুগ 
    (d) নতুন প্রস্তর যুগ

১৯. মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি?
    (a) মৃতের স্তূপ ✔
    (b) জীবন্তদের স্তূপ
    (c) উত্তরজীবীদের স্তূপ 
    (d) বীরদের স্তূপ

২০. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
    (a) ১৯২১ খ্রিস্টাব্দে ✔
    (b) ১৯৩৫ খ্রিস্টাব্দে
    (c) ১৯৪২ খ্রিস্টাব্দে 
    (d) ১৯০১ খ্রিস্টাব্দে

২১. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?
    (a) তাম্র ব্রোঞ্জ যুগের ✔
    (b) মধ্যপ্রস্তর যুগের
    (c) নবপ্রস্তর যুগের 
    (d) তাম্র যুগের

২২. হরপ্পার সভ্যতার কোন কেন্দ্রে গৃহনির্মাণে কাদামাটির ইঁট ব্যবহৃত হয়েছিল?
    (a) কালিবঙ্গান ✔
    (b) মহেঞ্জোদারো
    (c) হরপ্পা 
    (d) চানহুদাড়ো

২৩. হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি?
    (a) রাখিগড়ী ✔
    (b) লোথাল
    (c) রোপার 
    (d) কালিবঙ্গান

২৪. নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি শেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল?
    (a) বালাকোট ✔
    (b) লোথাল
    (c) আমরি 
    (d) কোটদিজি

২৫. প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ কে পরিলক্ষন করেন?
    (a) চার্লস ম্যাসন ✔
    (b) মার্টিমার হুইলার
    (c) এম. এস. ভাটস্ 
    (d) বি. বি. লাল

সিন্ধু সভ্যতা MCQ প্রশ্ন উত্তর PDF Download 

File Details:
File Name: সিন্ধু সভ্যতা MCQ প্রশ্নোত্তর সেট.pdf
Size: 368 kB
Language: Bengali
No. of Pages: 05
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال