একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF

একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম

জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা গুলি দেওয়া হল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম সম্পর্কিত প্রায়ই প্রশ্ন এসে থাকে। যেমন: জীবজগতের ক্ষুদ্রতম প্রাইমেটের নাম কি? ক্ষুদ্রতম RBC কোনটি? প্রাণীজগতের সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণীর নাম কি? বৃহত্তম ভাইরাস কোনটি? ইত্যাদি এরকম আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই আজকের একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম টপিকটি আগত পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF
একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF

সুতরাং আর সময় নষ্ট না করে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকাগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম
 
ক্ষুদ্রতম পতঙ্গ মাইমার
ক্ষুদ্রতম পাখি কিউবার হামিংবার্ড
ক্ষুদ্রতম স্তন্যপায়ী শ্রিউ
ক্ষুদ্রতম বানর গিবন
ক্ষুদ্রতম সাপ লেপটোটাইফ্লোপস
ক্ষুদ্রতম মাছ পান্ডাকা
ক্ষুদ্রতম প্রাইমেট লেমুর
ক্ষুদ্রতম শ্রেণি উভচর
ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ডায়ালিস্টার
ক্ষুদ্রতম ভাইরাস গো-মহিষের ফুট-মাউথ
ক্ষুদ্রতম কোশ মাইকোপ্লাজমা
ক্ষুদ্রতম ফাইলাম পরিফেরা
ক্ষুদ্রতম RBC মাস্ক হরিণের RBC
মানবদেহের ক্ষুদ্রতম পেশী স্টেপিডিয়াস
মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস
মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি পিনিয়াল বডি

Created by www.studyzoneinbengali.in

একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম প্রশ্নোত্তর:
. জীবজগতের ক্ষুদ্রতম পতঙ্গের নাম কি? 
উত্তর: মাইমার

. জীবজগতের ক্ষুদ্রতম পাখির নাম কি? 
উত্তর: কিউবার হামিংবার্ড

. জীবজগতের ক্ষুদ্রতম স্তন্যপায়ীর নাম কি?
উত্তর: শ্রিউ

. জীবজগতের ক্ষুদ্রতম বানরের নাম কি?
উত্তর: গিবন

. পৃথিবীর ক্ষুদ্রতম সাপ কোনটি?
উত্তর: লেপটোটাইফ্লোপস

. ক্ষুদ্রতম মাছ কোনটি?
উত্তর: পান্ডাকা

. ক্ষুদ্রতম প্রাইমেটের নাম কি?
উত্তর: লেমুর

. জীবজগতের ক্ষুদ্রতম শ্রেণি কোনটি?
উত্তর: উভচর

. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি?
উত্তর: ডায়ালিস্টার

১০. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?
উত্তর: গো-মহিষের ফুট-মাউথ

১১. জীবজগতের ক্ষুদ্রতম কোষের নাম কি?
উত্তর: মাইকোপ্লাজমা

১২. ক্ষুদ্রতম ফাইলাম কোনটি?
উত্তর: পরিফেরা

১৩. ক্ষুদ্রতম RBC কোনটি?
উত্তর: মাস্ক হরিণের RBC

১৪. মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি?
উত্তর: স্টেপিডিয়াস

১৫. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
উত্তর: স্টেপিস

১৬. মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি নাম কি?
উত্তর: পিনিয়াল বডি

একনজরে জীববিদ্যার বৃহৎ

সর্ববৃহৎ স্থলজ স্তন্যপায়ী হাতি
সর্ববৃহৎ জলজ স্তন্যপায়ী নীলতিমি
দীর্ঘতম স্তন্যপায়ী জিরাফ
সর্ববৃহৎ পাখি উটপাখি
বৃহত্তম ডিম উটপাখির ডিম
সর্ববৃহৎ মাছ Rhainodom typus
সর্ববৃহৎ সাপ ময়াল (Python)
বৃহত্তম গিরগিটি ভ্যারনাস
বৃহত্তম বাদুড় টেরোপাস
বৃহত্তম মাংসাশী প্রাণী অস্ট্রেলিয়ার ভাল্লুক
বৃহত্তম প্রাইমেট গরিলা
বৃহত্তম জীবন্ত সরীসৃপ কচ্ছপ
সর্ববৃহৎ ব্যাঙ আফ্রিকার সোনা ব্যাঙ
সবচেয়ে বেশি বিষধর সাপ (ভারতের) King kobra (মেরুদন্ডী)
সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী জায়ান্ট স্কুইড
বৃহত্তম পর্ব সন্ধিপদ
বৃহত্তম জীবাশ্ম Gigan thasaurus
সর্ববৃহৎ চোখ ঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী)
সর্ববৃহৎ mollusc জায়ান্ট স্কুইড
বৃহত্তম ভাইরাস পক্স ভাইরাস
বৃহত্তম RBC হাতির RBC
সর্ববৃহৎ কোশ উটপাখির ডিম
মানবদেহের দীর্ঘতম কোশ স্নায়ুকোশ
মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ
মানবদেহের সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থি থাইরয়েড
মানবদেহের সর্ববৃহৎ হাড় ফিমার
মানবদেহের দীর্ঘতম পেশী সাইটোরিয়াস
মানবদেহের বৃহত্তম পেশী  গ্লুটিয়াস
মানবদেহের সর্ববৃহৎ ধমনী উদর মহাধমনী
মানবদেহের সর্ববৃহৎ শিরা নিম্ন মহাশিরা
মানবদেহের দীর্ঘতম নার্ভ / স্নায়ু সায়াটিক নার্ভ

Created by www.studyzoneinbengali.in

একনজরে জীববিদ্যার বৃহত্তম প্রশ্নোত্তর:
. জীবজগতের বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: হাতি

. জীবজগতের বৃহত্তম জলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: নীলতিমি

. জীবজগতের দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: জিরাফ

. বৃহত্তম পাখির নাম কি?
উত্তর: উটপাখি

. বৃহত্তম ডিম কোনটি?
উত্তর: উটপাখির ডিম

. জীবজগতের বৃহত্তম মাছের নাম কি?
উত্তর: Rhainodom typus

. জীবজগতের বৃহত্তম সাপের নাম কি?
উত্তর: ময়াল (Python)

. বৃহত্তম গিরগিটি কোনটি?
উত্তর: ভ্যারনাস

. বৃহত্তম বাদুড় কোনটি?
উত্তর: টেরোপাস

১০. জীবজগতের বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম কি?
উত্তর: অস্ট্রেলিয়ার ভাল্লুক

১১. বৃহত্তম প্রাইমেটের নাম কি?
উত্তর: গরিলা

১২. বৃহত্তম জীবন্ত সরীসৃপের নাম কি?
উত্তর: কচ্ছপ

১৩. সর্ববৃহৎ ব্যাঙ কোনটি?
উত্তর: আফ্রিকার সোনা ব্যাঙ

১৪. ভারতের সবচেয়ে বেশি বিষধর সাপের নাম কি?
উত্তর: King kobra

১৫. প্রাণীজগতের সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণীর নাম কি?
উত্তর: জায়ান্ট স্কুইড

১৬. জীবজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?
উত্তর: সন্ধিপদ

১৭. বৃহত্তম জীবাশ্ম কোনটি?
উত্তর: Gigan thasaurus

১৮. প্রাণীজগতের সর্ববৃহৎ চোখ রয়েছে কোন প্রাণীর?
উত্তর: ঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী)

১৯. বৃহত্তম ভাইরাস কোনটি?
উত্তর: পক্স ভাইরাস

২০. বৃহত্তম RBC কোনটি?
উত্তর: হাতির RBC

২১. জীবজগতের সর্ববৃহৎ কোশ কোনটি?
উত্তর: উটপাখির ডিম

২২. মানুষের দীর্ঘতম কোশ কোনটি?
উত্তর: স্নায়ুকোশ

২৩. মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?
উত্তর: যকৃৎ

২৪. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?
উত্তর: থাইরয়েড

২৫. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?
উত্তর: ফিমার

২৬. মানবদেহের দীর্ঘতম পেশী কোনটি?
উত্তর: সাইটোরিয়াস

২৭. মানবদেহের বৃহত্তম পেশী কোনটি?
উত্তর: গ্লুটিয়াস

২৮. মানবদেহের সর্ববৃহৎ ধমনী কোনটি?
উত্তর: উদর মহাধমনী

২৯. মানবদেহের সর্ববৃহৎ শিরা কোনটি?
উত্তর: নিম্ন মহাশিরা

৩০. মানবদেহের দীর্ঘতম নার্ভ বা স্নায়ু কোনটি?
উত্তর: সায়াটিক নার্ভ

একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF Download


File Details:
File Name: একনজরে জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা.pdf
Size: 426 kB
Language: Bengali
No. of Pages: 04
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال