ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন ?
ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন ?
কে কেন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ?
ভারত এক অতি প্রাচীন দেশ এবং তার সভ্যতাও অতি প্রাচীন। যুগ যুগ ধরে দ্রাবিড়, আর্য, পারসিক, গ্রিক, শক্, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মোঙ্গল, পোর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি প্রভৃতি জাতিগোষ্ঠী ভারতে প্রবেশ করে নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ভারতের জনস্রোতে মিশে গেছে। এই কারণেই ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্বের জাদুঘর' বলে অভিহিত করেছেন।
Similar Question:
- ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
- ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
- ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন?
- ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন?
- কে কেন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন?
আরও পড়ুন: