***প্রশ্ন: ত্রিপিটক কী ?
অথবা, টীকা লেখো: ত্রিপিটক।
উত্তর: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সমগ্র প্রাচ্যে যে-সমস্ত মহাপুরুষ জন্মগ্রহণ করেন, গৌতম বুদ্ধ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর মহানির্বাণের পর তাঁর শিষ্যরা রাজগৃহে এক ধর্মসম্মেলনে মিলিত হন এবং তাঁর উপদেশাবলি সংকলন করা হয়। পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত।
ত্রিপিটকগুলি — সূত্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম্ম পিটক এই তিন অংশে বিভক্ত। এগুলিতে যথাক্রমে বুদ্ধের উপদেশসমূহ, বৌদ্ধ ভিক্ষু-ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও বৌদ্ধদর্শন লেখা আছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিনয় পিটকের তুলনায় সূত্ত পিটকের গ্রহণযোগ্যতা অনেক বেশি।
ঐতিহাসিক রিস জেভিডস তাঁর 'Buddhist India' নামক গ্রন্থে বলেছেন যে, বিনয় পিটকের সকল বক্তব্যই বুদ্ধের নিজস্ব নয়, এর মধ্যে তাঁর শিষ্যদের মতামতেরও সংমিশ্রণ ঘটেছে। তাহলেও বলা যায়, ত্রিপিটক হল বৌদ্ধধর্মের একটি আকর গ্রন্থ।
FAQ:
১. ত্রিপিটক কথার অর্থ কি?
উত্তর: ত্রিপিটক কথার অর্থ হল তিন পিটকের সমন্বিত সমাহার।
২. ত্রিপিটকের 'পিটক' শব্দের অর্থ কি?
উত্তর: ত্রিপিটকের 'পিটক' শব্দের অর্থ হল ঝুড়ি বা পাত্র।
৩. ত্রিপিটকের কয়টি ভাগ? ও কি কি?
উত্তর: ত্রিপিটকগুলি — সূত্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম্ম পিটক এই তিন অংশে বিভক্ত।
৪. ত্রিপিটক কোন ভাষায় লেখা?
উত্তর: ত্রিপিটক পালি ভাষায় লেখা।
৫. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
উত্তর: ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ।
আরও পড়ুন: