অষ্টাঙ্গিক মার্গ কী? অথবা, অষ্টাঙ্গিক মার্গ গুলি কী কী?

অষ্টাঙ্গিক মার্গ কী? অথবা, অষ্টাঙ্গিক মার্গ গুলি কী কী?
অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? 
অথবা, অষ্টাঙ্গিক মার্গ এর উপদেশ গুলি কী কী?

বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জাগতিক কষ্ট, কামনা-বাসনা ও জন্মান্তর থেকে মুক্তিলাভের জন্য দার্শনিক তত্ত্বালোচনার মধ্যে না গিয়ে আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেন। অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন, তা হল — সৎ বাক্যসৎ কার্যসৎ জীবন বা জীবিকাসৎ চেষ্টাসৎ চিন্তাসৎ চেতনাসৎ সংকল্পসৎ দৃষ্টি বা সম্যক সমাধি। 
(i) এই মার্কগুলির মধ্যে প্রথম তিনটি মার্ক দ্বারা মানুষ তার দেহকে রক্ষা করবে।
(ii) সৎ চেষ্টা, সৎ চিন্তা ও সৎ চেতনার মাধ্যমে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করবে।
(iii) সৎ সংকল্প ও সমাধির মাধ্যমে সে বুদ্ধিগত উৎকর্ষ বা পরম স্থান লাভ করবে যার ফলে মুক্তিলাভ সহজতর হবে।
          ঐতিহাসিক দামোদর কোশাম্বি অষ্টাঙ্গিক মার্গের তাৎপর্য বিচারকালে একে 'সামাজিক ধর্ম' বলে অভিহিত করেছেন। বুদ্ধের ধর্মীয় উপদেশ, ধর্মচক্র প্রবর্তন সূত্রের মূল বিষয় হল এই অষ্টাঙ্গিক মার্গ। এই মার্কগুলির মূল উদ্দেশ্য হল সত্য উপলব্ধি, একে মধ্যপন্থাও বলা হয়।

*গুরুত্বপূর্ণ প্রশ্ন: অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম কি?
উত্তর: অষ্টাঙ্গিক মার্গের অপর নাম হল মঝঝিম বা মধ্যপন্থা

Similar Question: অষ্টাঙ্গিক মার্গ কী?, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো?, অষ্টাঙ্গিক মার্গ কী কী?, অষ্টাঙ্গিক মার্গ গুলো কি কি?, অষ্টাঙ্গিক মার্গের উপদেশ গুলি কী কী?, অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা

সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস স্পেশাল বই

{getButton} $text={Check Here} $icon={cart} $color={#1b74e8} 

আরও পড়ুন:  

2 Comments

Previous Post Next Post

نموذج الاتصال