[SAQ] মেহেরগড় সভ্যতা প্রশ্ন উত্তর — সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

একনজরে মেহেরগড় সভ্যতা

অবস্থান: বেলুচিস্তান (পাকিস্তান) থেকে সিন্ধুনদ পর্যন্ত।
সময়কাল: প্রাগৈতিহাসিক (খ্রিঃ পূঃ ৭০০০ - ৩২০০ অব্দ)।
বিস্তৃতি: বেলুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধুনদ পর্যন্ত অঞ্চল।
কৃষি: গম, যব, কার্পাস।
বৃত্তি: কৃষি, পশুপালন।
বৈশিষ্ট্য: মেহেরগড় গ্রামীণ ও প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতা। এর প্রধান কেন্দ্র গুলি হল — মেহেরগড়, কিলেগুল-মহম্মদ, কোটদিজি, গুমলা ও মুন্ডিগাক।

          মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব এক ধাক্কায় খ্রিস্টপূর্ব ৭০০০ বছরের কালসীমা স্পর্শ করেছে। মেহেরগড় সভ্যতা যে হরপ্পা সভ্যতার পূর্বসূরি ছিল এব্যাপারে আজ কোনও সন্দেহ নেই। আজ আমরা মেহেরগড় সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।
[SAQ] মেহেরগড় সভ্যতা প্রশ্ন উত্তর — সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
মেহেরগড় সভ্যতা প্রশ্ন উত্তর

. ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতাটির নাম কি?
উত্তর: মেহেরগড় সভ্যতা।

. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭৪ খ্রিস্টাব্দে।

. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর: ১৯৭৪ খ্রিঃ ফরাসী প্রত্নতাত্ত্বিক জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডৌ।

. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?
উত্তর: নতুন প্রস্তর যুগের সভ্যতা।

. মেহেরগড় কোথায় অবস্থিত?
উত্তর: বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে — অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে মেহেরগড় সভ্যতার অবস্থান ছিল।

. মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন 'প্রাক ঐতিহাসিক' যুগের সভ্যতা নিদর্শন?
উত্তর: মেহেরগর সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

. পশুপালনের উপর ভিত্তি করে ভারতবর্ষে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: মেহেরগড় সভ্যতা।

. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কিধরনের ছিল?
উত্তর: কৃষিভিত্তিক সভ্যতা।

. ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে?
উত্তর: মেহেরগড়ে।

১০. মেহেরগড় সভ্যতার বিস্তার কতদূর পর্যন্ত ঘটেছিল?
উত্তর: বর্তমান পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধুনদ পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে ছিল মেহেরগড় সভ্যতার বিস্তার। এই সভ্যতার পূর্ব দিকে হিমালয় পর্বত ও থর মরুভূমি, পশ্চিমে ইরাক, ইরান ও আরবের মালভূমি; উত্তরে হিন্দুকুশ, কারাকোরাম, ককেসাস, এলবুর্জ প্রভৃতি পর্বতমালা এবং দক্ষিণে মহেঞ্জোদারো ও কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলগুলো অবস্থিত ছিল।

১১. মেহেরগড় সভ্যতার পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম লেখো।
উত্তর: মেহেরগড়, কিলেগুল-মহম্মদ, কোটদিজি, গুমলা ও মুন্ডিগাক।

১২. ভারতীয় সভ্যতা কত প্রাচীন?
উত্তর: প্রায় ৮,৫০০ বছরের প্রাচীন।

১৩. ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
উত্তর: ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

আরও পড়ুন:

3 Comments

  1. Sir khub valo apner nots

    ReplyDelete
  2. Sir pdf gulo pele khub valo hoto.Aktu chesta korun pdf deoyar.Thank In Advance

    ReplyDelete
  3. Sir notes gulo khub sundarl............

    ReplyDelete
Previous Post Next Post

نموذج الاتصال