ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপিগুলির PDF তালিকা | List of Important Inscriptions in Indian History PDF Download
আজ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপিগুলির তালিকা PDF টি দেওয়া হল, যেটিতে প্রাচীন ভারতের ঐতিহাসিক লিপি ও প্রশস্তি সম্পর্কে তথ্য রয়েছে। আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় লক্ষ্য করেছি যে, ইতিহাসের এই শিলালিপি, স্তম্ভলিপি এবং প্রশস্তি থেকে প্রায়ই প্রশ্ন এসেছে। যেমন: কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? 'হস্তিগুম্ফা লিপি' থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? ইত্যাদি এরকম আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ইতিহাসের ঐতিহাসিক লিপি ও প্রশস্তি টপিকটি আগত পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা
লিপি / প্রশস্তি | যাঁর সম্বন্ধে জানা যায় |
---|---|
নাসিক প্রশস্তি | গৌতমীপুত্র সাতকর্ণী |
এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত |
নানাঘাট শিলালিপি | প্রথম সাতকর্ণী |
গোয়ালিয়র লিপি | প্রতিহাররাজ ভোজ |
আইহোল লিপি | দ্বিতীয় পুলকেশী |
ব্রাহ্মী লিপি, কৌশম্বি লিপি, কলিঙ্গ লিপি, ঘুনাই লিপি | অশোক |
হস্তিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল |
জুনাগড় লিপি | শক সম্রাট রুদ্রদামন |
ভিতারী শিলালিপি | স্কন্দগুপ্ত |
সম্পত লিপি | কনিষ্ক |
এরান লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
গঞ্জাম লিপি | শশাঙ্ক |
তাঞ্জোর লিপি, তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
কাসাক্কুদি প্রশস্তি | মহেন্দ্র বর্মন |
দেওপাড়া প্রশস্তি | বিজয় সেন |
মান্দাশোর লিপি | যশোবর্মন |
হরহ লিপি | ঈশান বর্মা |
মহরৌলি লৌহস্তম্ভ লিপি | চন্দ্রগুপ্ত |
খালিমপুর তাম্রলিপি | ধর্মপাল |
ঐতিহাসিক লিপি / প্রশস্তি প্রশ্নোত্তর:
1. প্রাচীন ভারতের একটি প্রশস্তিমূলক শিলালিপির নাম লেখ।
Ans. গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি / চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি / গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি / গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি (যে-কোনো একটি)।
2. কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
Ans. উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ জেমস্ প্রিন্সেপ।
3. নানাঘাট শিলালিপি কার সময় খোদিত হয়?
Ans. সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর আমলে পাটরানি দেবী নয়নিকার নামানুসারে নানাঘাট শিলালিপি খোদিত হয়।
4. নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়?
Ans. রানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায়।
5. হস্তিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়?
Ans. কলিঙ্গরাজ খারবেল-এর।
6. কার আমলে 'জুনাগড় লিপি' রচিত হয়?
Ans. শক সম্রাট (মহাক্ষত্রপ) রুদ্রদামনের আমলে।
7. কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায়?
Ans. ভিতারি শিলালিপি থেকে।
8. এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
Ans. সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেনের।
9. নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে?
Ans. নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি গৌতমীপুত্র সাতকর্ণীর (১০৬-১৩০ খ্রিস্টাব্দ) কীর্তি বর্ণিত আছে।
10. আইহোল শিলালিপি কে রচনা করেন?
Ans. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল শিলালিপি রচনা করেন।
11. আইহোল শিলালিপিতে দাক্ষিণাত্যের কোন রাজার নাম উল্লেখিত আছে?
Ans. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী।
ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপিগুলির তালিকা pdf Download
File Details:
File Name: ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা.pdf
Size: 344 kB
Language: Bengali
No. of Pages: 02
Click Here to Download pdf.
আরও পড়ুন: