প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা pdf Download

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা pdf | List of Important Books and Authors of Ancient India pdf in Bengali

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF টি দেওয়া হল, যেটিতে প্রাচীন ভারতের ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা সম্পর্কে তথ্য রয়েছে। আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় লক্ষ্য করেছি যে, ইতিহাসের গ্রন্থ ও রচয়িতা থেকে প্রায়ই প্রশ্ন এসেছে। যেমন: 'ইন্ডিকা' কে রচনা করেন? হর্ষচরিত কার রচনা? 'রাজতরঙ্গিনী' গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? সেটি কার রচনা? ইত্যাদি এরকম আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ইতিহাসের ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা টপিকটি আগত পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা pdf Download
প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা pdf Download

সুতরাং আর সময় নষ্ট না করে ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা

গ্ৰন্থ রচয়িতা
অর্থশাস্ত্র কৌটিল্য
ইন্ডিকা মেগাস্থিনিস
মুদ্রারাক্ষস বিশাখ দত্ত
রাজতরঙ্গিনী কলহন
কুমারসম্ভব কালিদাস
মেঘদূত কালিদাস
অভিজ্ঞান শকুন্তলম কালিদাস
মালবিকাগ্নিমিত্রম কালিদাস
দানসাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেন
মিলিন্দ পাঞ্চহো নাগসেন
পবনদূতম ধোয়ী
বুদ্ধচরিত অশ্বঘোষ
বিক্রমাঙ্কদেবচরিত বিলহন
আইন-ই-আকবরি আবুল ফজল
আকবরনামা আবুল ফজল
মহাভাষ্য পতঞ্জলি
হর্ষচরিত বানভট্ট
সু মা কিয়েন ফা-হিয়েন
সি-ইউ-কি হিউয়েন সাঙ
তহকিক-ই-হিন্দ আলবেরুণী
তারিখ-ই-হিন্দ আলবেরুণী
রামচরিত সন্ধ্যাকর নন্দী
রামচরিত মানস তুলসীদাস
অষ্টাধ্যায়ী পাণিনি
রেহালা ইবন বতুতা
গৌড়বাহ বাকপতি রাজ
মৃচ্ছকটিক শূদ্রক
গীতগোবিন্দ জয়দেব
রামায়ণ বাল্মীকি
মহাভারত ব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস)

ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা সম্পর্কিত প্রশ্নোত্তর:

1. হর্ষচরিত কার রচনা?
Ans. হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের।


2. মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির নাম লেখো।
Ans. অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূত, মালবিকা প্রভৃতি।


3. রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন?
Ans. কলহন্।


4. কলহনের 'রাজতরঙ্গিনী' গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
অথবা, 'রাজতরঙ্গিনী' গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে?
Ans. কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।


5. 'রামচরিত' গ্রন্থটি কে রচনা করেন?
Ans. সন্ধ্যাকর নন্দী।


6. 'রামচরিত মানস' কে রচনা করেন?
Ans. কবি তুলসীদাস।


7. 'অর্থশাস্ত্র' গ্রন্থটি কে রচনা করেন?
Ans. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্য।


8. 'ইন্ডিকা' কে রচনা করেন?
Ans. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিকদূত মেগাস্থিনিস 'ইন্ডিকা' রচনা করেন।


9. কোন বিদেশি লেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি?
Ans. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত মেগাস্থিনিসের 'ইন্ডিকা' নামক গ্রন্থ থেকে।


10. বানভট্টের লেখা একটি উল্লেখযোগ্য জীবনচরিত্রের নাম লেখো।
Ans. হর্ষচরিত।


11. বুদ্ধচরিতের রচয়িতা কে?
Ans. কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ।


12. আলবেরুণীর প্রকৃত নাম কি? তাঁর গ্রন্থের নাম কি?
Ans. আরব ঐতিহাসিক আলবেরুণীর প্রকৃত নাম আবু রিহান। তাঁর গ্রন্থের নাম তহকিক-ই-হিন্দ।


13. 'আইন-ই-আকবরি' কে রচনা করেছেন?
Ans. আবুল ফজল।


14. 'গীতগোবিন্দ' কাব্য কে রচনা করেন?
Ans. কবি জয়দেব।


15. 'মুদ্রারাক্ষস' কার রচনা?
Ans. গুপ্তযুগের লেখক-কবি বিশাখদত্তের।


16. গৌরবাহ্ গ্রন্থের রচয়িতা কে?
Ans. বাকপতি রাজ।


17. সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম লেখো।
Ans. দীপবংশ ও মহাবংশ।


18. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? সেটি কার রচনা?
Ans. রাজতরঙ্গিনী। এটি কলহন-এর রচনা।


19. রামায়ণ ও মহাভারত কার লেখা?
Ans. রামায়ণের রচয়িতা হলেন বাল্মিকী এবং মহাভারতের রচয়িতা ব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস)।


20. প্রাচীন কালের দুই জন রোমান লেখকের নাম লেখো।
Ans. প্লুটার্ক ও প্লিনি।


21. প্লিনি রচিত গ্রন্থটির নাম কি?
Ans. ন্যাচারালিস হিস্টোরিয়ো। প্রথম শতাব্দীতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় মিলে।

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা pdf Download


File Details:
File Name: ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা.pdf
Size: 354 kB
Language: Bengali
No. of Pages: 02
Click Here to pdf Download.

আরও পড়ুন:

Previous Post Next Post

نموذج الاتصال