মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf — সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার উপযোগী প্রশ্ন

মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

আজ মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf  (History of Medieval India mcq pdf in Bengali) দেওয়া হল। এতে রয়েছে মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে 25 টি Important MCQ প্রশ্ন ও সাথে উওর। মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf টি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf — সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf

১. কোন তুর্কী সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন?

(a) ইলতুৎমিস
(b) মুহাম্মদ বিন তুঘলক 
(c) বলবন 
(d) আলাউদ্দিন খলজি

২. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন? 

(a) মুহাম্মদ ঘুরী
(b) কুতুবউদ্দিন আইবক 
(c) মামুদ গজনী 
(d) ইলদুজ

৩. দিল্লির কোন সুলতান প্রথম 'জিজিয়া কর' প্রবর্তন করেন?

(a) কুতুবউদ্দিন আইবক
(b) মুহাম্মদ বিন তুঘলক
(c) ফিরোজ শাহ তুঘলক
(d) ইলতুৎমিস

৪. লোদী বংশ কে প্রতিষ্ঠা করেন?

(a) বহলুল লোদী
(b) ইব্রাহিম লোদী 
(c) সিকন্দর লোদী
(d) দৌলত খাঁ লোদী

৫. সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?

(a) ফিরোজ শাহ তুঘলক
(b) আলাউদ্দিন খলজি 
(c) ইলতুৎমিস 
(d) মুহাম্মদ বিন তুঘলক

৬. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?

(a) মুহাম্মদ বিন তুঘলক
(b) শেরশাহ 
(c) আলাউদ্দিন খিলজি 
(d) আকবর

৭. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?

(a) হাম্পি
(b) বিজাপুর 
(c) মাইশোর 
(d) কাঞ্চিপুরম

৮. বিখ্যাত গোলকুণ্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত?

(a) তেলেঙ্গানা
(b) কর্নাটক 
(c) মধ্যপ্রদেশ 
(d) বিহার

৯. 'তালিকোটার যুদ্ধ' কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়?

(a) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(b) ১৫২৬ খ্রিস্টাব্দে 
(c) ১৫৫৬ খ্রিস্টাব্দে 
(d) ১৫৭১ খ্রিস্টাব্দে

১০. বাংলাতে কে আদিনা মসজিদ নির্মাণ করেন?

(a) সিকান্দার শাহ
(b) মামুদ শাহ 
(c) ইলিয়াস শাহ 
(d) আজম শাহ

১১. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?

(a) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(b) গিয়াসউদ্দিন আজম শাহ 
(c) সামসউদ্দিন ইলিয়াস শাহ 
(d) রুকুনউদ্দিন বারবক শাহ

১২. মহম্মদ আদিল শাহের গোল গম্বুজ কোথায় অবস্থিত?

(a) বিজাপুর
(b) দিল্লি 
(c) আগ্রা 
(d) এলাহাবাদ

১৩. 'জনম সখী' কার আত্মজীবনী?

(a) গুরু নানক
(b) গুরু হরগোবিন্দ সিং 
(c) গুরু তেগবাহাদুর 
(d) গুরু অর্জুনদেব

১৪. কোন শিখ গুরু খালসা প্রথার প্রবর্তন করেন?

(a) গুরু গোবিন্দ সিং
(b) গুরু অর্জুন দেব 
(c) গুরু তেগ বাহাদুর 
(d) গুরুনানক দেব

১৫. রামচরিতমানস-এর রচয়িতা হলেন —

(a) তুলসীদাস
(b) জয়দেব 
(c) কালিদাস 
(d) হরিসেন

16. 'Grand Trunk Road' কে নির্মাণ করেছিলেন?

(a) শেরশাহ
(b) আকবর 
(c) অশোক 
(d) সমুদ্রগুপ্ত

১৭. কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

(a) ১৫২৬ সালে
(b) ১৫৭৮ সালে 
(c) ১৬৩৪ সালে 
(d) ১৬৯৩ সালে

১৮. 'হুমায়ুননামা' কে রচনা করেছিলেন?

(a) গুলবদন বেগম
(b) আবুল ফজল 
(c) হামিদাবানু বেগম 
(d) কাফির খাঁ

১৯. কোন মুঘল শাসক মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?

(a) শাহজাহান
(b) ঔরঙ্গজেব 
(c) জাহাঙ্গীর 
(d) বাহাদুর শাহ

২০. ১৭৬১ সালে পানিপথের যুদ্ধে কে পরাজিত হয়?

(a) মারাঠা
(b) নাদির শাহ 
(c) আহমেদ শাহ আবদালী 
(d) ইংরেজ কোম্পানি

২১. ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে 'সনদ' লাভ করেছিল?

(a) রানী এলিজাবেথ
(b) রানি ভিক্টোরিয়া 
(c) প্রথম চার্লস 
(d) প্রথম জেমস

২২. ভাস্কো-দা-গামা ভারতে প্রথম কোন বন্দরে পা দেয়?

(a) কালিকট
(b) কোচিন 
(c) গোয়া 
(d) সুরাট

২৩. বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়?

(a) আকবর
(b) শাহজাহান 
(c) ইব্রাহিম লোদী 
(d) ঔরঙ্গজেব

২৪. দিল্লির মোতি মসজিদ কোন মুঘল শাসক নির্মাণ করেন?

(a) ঔরঙ্গজেব
(b) হুমায়ুন 
(c) আকবর 
(d) শাহজাহান

২৫. কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণমন্দিরটি অবস্থিত?

(a) অমৃতসর
(b) জলন্ধর 
(c) পাতিয়ালা 
(d) লুধিয়ানা

মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf Download

File Details: 
File Name: মধ্যযুগের ইতিহাস MCQ প্রশ্নোত্তর সেট.pdf
Size: 518 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to pdf Download.


প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:


Tags:
মধ্যযুগের ইতিহাস
মধ্যযুগের ভারতের ইতিহাস
মধ্যযুগের ভারতের ইতিহাস mcq 
মধ্যযুগের ভারতের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
মধ্যযুগের ইতিহাস pdf 
মধ্যযুগের ইতিহাস mcq pdf 
মধ্যযুগের ভারতের ইতিহাস pdf 
মধ্যযুগের ভারতের ইতিহাস mcq pdf
Previous Post Next Post

نموذج الاتصال