প্রাচীন ভারতের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
আজ প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf (History of Ancient India mcq pdf in Bengali) দেওয়া হল। এতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে 25 টি Important MCQ প্রশ্ন ও সাথে উওর। প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf টি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
|| প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf download ||
(a) মেহেরগড় ✔
(b) কালিবঙ্গান
(c) আমরি
(d) ধোলাভিরা
২. 'রাজতরঙ্গিনী'-র রচয়িতা কে?
(a) কলহন ✔
(b) অলবিরুনি
(c) হেরোডোটাস
(d) মেগাস্থিনিস
৩. 'কালিবঙ্গান' কোথায় অবস্থিত?
(a) রাজস্থান ✔
(b) গুজরাট
(c) পাঞ্জাব
(d) হিমাচলপ্রদেশ
৪. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না?
(a) লোহা ✔
(b) তামা
(c) ব্রোঞ্জ
(d) রুপা
৫. সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন?
(a) জেমস প্রিন্সপ ( ১৮৩৭ সালে) ✔
(b) চার্লস মেটকাফে (১৮২৫ সালে)
(c) হ্যারি স্মিথ (১৮১০ সালে)
(d) জন টাওয়ার (১৭৮৭ সালে)
৬. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
(a) ঋকবেদ ✔
(b) সামবেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ
৭. কোন রাজবংশের শাসক জৈন ধর্মের দীক্ষা নিয়েছিলেন?
(a) চালুক্য ✔
(b) পল্লব
(c) রাষ্ট্রকূট
(d) চৌহান
৮. 'বুদ্ধচরিত' গ্রন্থের রচয়িতা কে?
(a) অশ্বঘোষ ✔
(b) চরক
(c) বানভট্ট
(d) গৌতম বুদ্ধ
৯. হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? (a) বিম্বিসার ✔
(b) অনুরুদ্ধ
(c) নাগদশক
(d) উদয়িন
১০. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?
(a) নন্দ বংশ ✔
(b) পাল বংশ
(c) মৌর্য বংশ
(d) গুপ্ত বংশ
১১. প্রাচীন ভারতে কোন সম্রাট মৌর্য সাম্রাজ্যের উত্থান করেন?
(a) চন্দ্রগুপ্ত ✔
(b) বিন্দুসার
(c) দশরথ
(d) অশোক
১২. কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(a) ২৬১ খ্রিঃ পূঃ ✔
(b) ৪৬১ খ্রিঃ পূঃ
(c) ১৬১ খ্রিঃ পূঃ
(d) ৩৬১ খ্রিঃ পূঃ
১৩. গান্ধার শিল্প কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ ?
(a) ইন্দো-গ্রীক ✔
(b) ইন্দো-রোমান
(c) ইন্দো-চীন
(d) ইন্দো-ইসলামিক
১৪. কোন কুষাণ সম্রাট বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
(a) কনিষ্ক ✔
(b) অশোক
(c) কৌটিল্য
(d) বিক্রমাদিত্য
১৫. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?
(a) হরিসেন ✔
(b) সমুদ্রগুপ্ত
(c) প্রথম চন্দ্রগুপ্ত
(d) বাণভট্ট
১৬. নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য হিসাবে পরিচিত?
(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✔
(b) প্রথম চন্দ্রগুপ্ত
(c) সমুদ্রগুপ্ত
(d) স্কন্ধগুপ্ত
১৭. 'রাষ্ট্রকূট' বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) দন্তিদুর্গ ✔
(b) প্রথম কৃষ্ণ
(c) তৃতীয় গোবিন্দ
(d) তৃতীয় কৃষ্ণ
১৮. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
(a) কর্ণসুবর্ণ ✔
(b) তাম্রলিপ্ত
(c) পাটনা
(d) ফতেহাবাদ
১৯. কোন রাজবংশের আমলে মুহাবলীপুরমে পঞ্চরথ মন্দির নির্মিত হয়েছিল?
(a) পল্লব ✔
(b) চোল
(c) সাতবাহন
(d) রাষ্ট্রকূট
২০. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
(a) সিমুক ✔
(b) গৌতমীপুত্র সাতকর্ণী
(c) সাতকর্ণী
(d) কৃষ্ণ
২১. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
(a) পাল রাজবংশ ✔
(b) সেন রাজবংশ
(c) মৌর্য রাজবংশ
(d) হুসেনশাহী রাজবংশ
২২. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
(a) ধর্মপাল ✔
(b) প্রথম দেবপাল
(c) দ্বিতীয় দেবপাল
(d) গোপাল
২৩. 'মুদ্রারাক্ষস' নাটকটির রচয়িতা কে?
(a) বিশাখদত্ত ✔
(b) শূদ্রক
(c) কলহন
(d) কালিদাস
২৪. কোন রাজ্যে অজান্তা গুহাটি অবস্থিত?
(a) মহারাষ্ট্র ✔
(b) কেরালা
(c) উত্তরপ্রদেশ
(d) মধ্যপ্রদেশ
২৫. সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত?
(a) গুজরাট ✔
(b) রাজস্থান
(c) পাঞ্জাব
(d) হরিয়ানা
প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf download
File Name: প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্নোত্তর সেট.pdf
Size: 538 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to Download pdf.
Tags:
প্রাচীন ভারতের ইতিহাস
প্রাচীন ভারতের ইতিহাস mcq
প্রাচীন যুগের ইতিহাস mcq
প্রাচীন ভারতের ইতিহাস pdf
প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf
প্রাচীন ভারতের ইতিহাস mcq pdf download
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর pdf download
প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:↓
Tags
ইতিহাস