একনজরে হরপ্পা সভ্যতা
প্রাচীনত্ব: খ্রিস্টপূর্ব ৩০০০ — ১৫০০ অব্দ।
বিস্তৃতি: পাঞ্জাব, সিন্ধু উপত্যকা, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, সৌরাষ্ট্র, নর্মদা উপত্যকা।
স্বরূপ: নগরকেন্দ্রিক।
স্রষ্টা: প্রাগৈতিহাসিক ভারতের প্রাচীন আদিবাসীরা।
বৈশিষ্ট্য: ইটের তৈরি বাড়ি, পাকা রাস্তা, ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, শস্যাগার, স্নানাগার।
সামাজিক শ্রেণি: বিত্তশালী শাসকগোষ্ঠী, পুরোহিত, ধনী ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক ও কারিগর শ্রেণি।
প্রধান প্রধান নগর: হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদরো কালিবঙ্গান, সন্ধানওয়ালা, ভাওয়ালপুর প্রভৃতি।
প্রধান বন্দর: লোথাল (গুজরাট)।
বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার অবদান হল প্রথম নগর পরিকল্পনা, প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা, প্রথম পৌরসংস্থা, প্রথম স্থাপত্য কলা, প্রথম জনকল্যাণমূলক পরিকল্পনা প্রভৃতি। আজ আমরা হরপ্পা সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।
হরপ্পা সভ্যতা প্রশ্ন উত্তর
১. ভারতের প্রথম নগরায়ণের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে?
উত্তর: হরপ্পা-মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে।
২. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯২৪ সালে।
৩. হরপ্পা সভ্যতার কালসীমা লেখো।
উত্তর: হরপ্পা সভ্যতার কালসীমা হল ৩,০০০—১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
৪. সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম লেখো।
অথবা, সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন?
উত্তর: বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
৫. রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: কালিবঙ্গান-এ।
৬. কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?
উত্তর: মেহেরগড় সভ্যতা।
৭. হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?
উত্তর: হরপ্পা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতা।
৮. হরপ্পা সভ্যতা কতদিন আগে গড়ে উঠেছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে।
৯. হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল?
উত্তর: প্রকৃতিগতভাবে হরপ্পা সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এই সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন।
১০. হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত?
উত্তর: হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন-এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত।
১১. হরপ্পা সভ্যতার লিপির নাম কি?
উত্তর: হরপ্পা সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি।
১২. ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি?
উত্তর: লোথাল।
১৩. কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত?
উত্তর: লোথাল বন্দরের মাধ্যমে।
১৪. প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখো।
উত্তর: হরপ্পা ও লোথাল।
১৫. হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায়।
১৬. লোথাল কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাটে।
১৭. হরপ্পা সভ্যতা কত প্রাচীন?
উত্তর: পন্ডিতদের মতে ভারত-উপমহাদেশে এই সভ্যতার বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৩০০০ বছরেরও আগে।
১৮. হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক?
উত্তর: হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক।
১৯. হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা?
উত্তর: হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা।
২০. হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না?
উত্তর: হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না।
২১. বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো।
উত্তর: উন্নত নগর পরিকল্পনা।
২২. ভারতবর্ষের প্রথম নগরায়ণের যুগের একটি শহরের নাম লেখো।
উত্তর: মহেঞ্জোদারো।
২৩. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উত্তর: বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদারো অবস্থিত।
২৪. মহেন-জো-দারো শব্দের অর্থ কি?
উত্তর: মৃতের স্তূপ।
২৫. ভারতবর্ষে প্রাক্ আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া যায়?
উত্তর: গুজরাটের লোথাল-এ।
আরও পড়ুন: