ভারতীয় ইতিহাসের ভৌগোলিক উপাদান ও তার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

৮° উত্তর অক্ষরেখা থেকে ৩৬° উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত ভারতবর্ষের উত্তরে আকাশছোঁয়া হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে তিন দিকে সমুদ্রবেষ্টিত অংশে রয়েছে শস্যশ্যামলা সমভূমি, বালুকাময় প্রান্তর, মালভূমি, গহন অরণ্য এবং অসংখ্য নদনদী — ঐতিহ্যপূর্ণ দেশ ভারতবর্ষের ভূপ্রকৃতি, জলবায়ু এবং জনজীবনের উপর এদের অনস্বীকার্য প্রভাব রয়েছে।

          আজ আমরা ভারতীয় ইতিহাসের ভৌগোলিক উপাদান ও তার প্রভাব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব।
ভারতীয় ইতিহাসের ভৌগোলিক উপাদান ও তার প্রভাব প্রশ্ন উত্তর
ভারতীয় ইতিহাসের ভৌগোলিক উপাদান ও তার প্রভাব প্রশ্ন উত্তর

. কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ হয়েছে? 
উত্তর: সিন্ধু নদীর নাম অনুসারে।

. ভারত ভূখণ্ডকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা?
উত্তর: আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্ৰিকরা, মতান্তরে খ্রিস্টপূর্ব ষষ্ট শতাব্দীতে পারস্য সম্রাট দারায়ুস।

. ভারতবর্ষ নামকরণের কারণ কি?
উত্তর: প্রাচীন ভারতের সাগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে দেশটির নামকরণ হয় ভারতবর্ষ। (আরও জানুন...)

. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? সেটি কার রচনা?
উত্তর: প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ রাজতরঙ্গিনী। এটি কলহন-এর রচনা।

. ভারতের প্রাচীনতম নাম কি ছিল?
উত্তর: জম্বুদ্বীপ।

. ভারতকে 'নৃতত্বের যাদুঘর' কে বলেছেন? অথবা, ভারতবর্ষকে কে 'প্রত্নতাত্ত্বিক যাদুঘর' আখ্যা দিয়েছেন?
উত্তর: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। (আরও জানুন...)

. প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?
উত্তর: প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত চারটি শ্রেণিতে ভাগ করা যায়, যথা — (i) নর্ডিক বা আর্য জাতি, (ii) দ্রাবিড় জাতি, (iii) নেগ্ৰিটো জাতি ও (iv) মঙ্গোলীয় জাতি।

. ভারতে পুরাণের সংখ্যা কয়টি? এদের মধ্যে তিনটি পুরাণের নাম লেখো।
উত্তর: ভারতে পুরাণের সংখ্যা ১৮ টি, এদের মধ্যে তিনটি হল — বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ।

. ভারতের কোন কোন দিক সমুদ্র দিয়ে বেষ্টিত?
উত্তর: ভারতের দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত।

১০. কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান?
উত্তর: হিমালয় পর্বতমালা।

১১. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখো।
উত্তর: ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথ হল — খাইবার, বোলান ও গোমাল।

১২. দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো।
উত্তর: গোদাবরী।

১৩. বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়?
উত্তর: উপনিষদকে।

১৪. কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়? 
উত্তর: শিলালিপি।

১৫. সাঁওতালরা কোন জাতির বংশধর?
উত্তর: নেগ্ৰিটো জাতির।

১৬. কারা নর্ডিক নামে পরিচিত?
উত্তর: আর্যরা।

১৭. আর্য জাতির বংশধর কারা?
উত্তর: কাশ্মিরী, পাঞ্জাবি প্রভৃতি জাতিরা।

১৮. রাজপুতরা কোন জাতির বংশধর?
উত্তর: রাজপুতরা মধ্য এশিয়া থেকে আগত হুন ও আর্যজাতির সংমিশ্রিত বংশধর।

১৯. দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর?
উত্তর: দ্রাবিড় জাতির।

২০. ভারতবর্ষে মঙ্গোলীয় জাতির বংশধর কারা?
উত্তর: আসামি, নেপালি, ভুটিয়া প্রভৃতি জাতি।

২১. বাঙালিরা কোন জাতির বংশধর?
উত্তর: বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর।

আরও পড়ুন:

Previous Post Next Post

نموذج الاتصال