ভারতীয় সংবিধান MCQ
আজ ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর pdf (Indian Constitution MCQ pdf in Bengali) টি দেওয়া হল। এতে ভারতের সংবিধান থেকে 25 টি Important MCQ প্রশ্ন ও সাথে উত্তর রয়েছে। ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর pdf
সুতরাং আর সময় নষ্ট না করে ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
(a) ২৬ নভেম্বর, ১৯৪৯ ✔
(b) ২৬ জানুয়ারি, ১৯৫০
(c) ২৬ জানুয়ারি, ১৯৪৯
(d) ২৬ নভেম্বর, ১৯৫০
২. কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল?
(a) ২৬ জানুয়ারি, ১৯৫০ ✔
(b) ২৬ নভেম্বর, ১৯৫০
(c) ৩১ ডিসেম্বর, ১৯৪৯
(d) ২৬ নভেম্বর, ১৯৪৯
৩. গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়?
(a) ২২ জুলাই, ১৯৪৭ ✔
(b) ২৬ নভেম্বর, ১৯৪৯
(c) ১৫ আগস্ট, ১৯৪৭
(d) ২৬ জানুয়ারি, ১৯৫০
৪. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) দিল্লি ✔
(b) মুম্বাই
(c) অমৃতসর
(d) কলকাতা
৫. সংবিধানসভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ ✔
(b) মতিলাল নেহেরু
(c) জওহরলাল নেহেরু
(d) বি আর আম্বেদকর
৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন?
(a) জহরলাল নেহেরু ✔
(b) বি আর আম্বেদকর
(c) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(d) জে বি কৃপালনি
৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র ✔
(b) ব্রিটেন
(c) জার্মানি
(d) সুইডেন
৮. মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র ✔
(b) ব্রিটেন
(c) জার্মানি
(d) সুইডেন
৯. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দদুটি কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে?
(a) ৪২ তম ✔
(b) ২৯ তম
(c) ৪৪ তম
(d) ৪৬ তম
১০. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে?
(a) ১৯৪৬ সালে ✔
(b) ১৯৪২ সালে
(c) ১৯৪৭ সালে
(d) ১৯৫০ সালে
১১. ক্রিপস মিশন কত সালে ভারতে আসে?
(a) ১৯৪২ সালে ✔
(b) ১৯৪৬ সালে
(c) ১৯৪৭ সালে
(d) ১৯৫০ সালে
১২. কে ক্রিপস প্রস্তাবকে ‘Post-Dated Cheque on a Crashing Bank’ বলেছেন?
(a) গান্ধীজী ✔
(b) বি আর আম্বেদকর
(c) জহরলাল নেহেরু
(d) মতিলাল নেহের
১৩. ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে?
(a) রাষ্ট্রপতি ✔
(b) প্রধানমন্ত্রী
(c) প্রতিরক্ষামন্ত্রী
(d) স্থল বাহিনীর প্রধান
১৪. হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?
(a) রাষ্ট্রপতির দ্বারা ✔
(b) সুপ্রিমকোর্টের দ্বারা
(c) রাজ্যসভার স্পিকার দ্বারা
(d) রাজ্যপাল দ্বারা
১৫. সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারী আপিল করা যায়?
(a) তিন ধরনের ✔
(b) দুই ধরনের
(c) পাঁচ ধরনের
(d) চার ধরনের
১৬. সংসদের স্থায়ী কক্ষ কোনটি?
(a) রাজ্যসভা ✔
(b) লোকসভা
(c) লোকসভা ও রাজ্যসভা দুটিই
(d) এখানের কোনোটিই নয়
১৭. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?
(a) রাষ্ট্রপতি ✔
(b) রাজ্যপাল
(c) সুপ্রিমকোর্ট
(d) লোকসভার স্পিকার
১৮. নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না?
(a) উপরাষ্ট্রপতি ✔
(b) হাইকোর্টের বিচারপতি
(c) সুপ্রিমকোর্টের বিচারপতি
(d) U.P.S.C -এর চেয়ারম্যান
১৯. ‘জিরো আওয়ার’ বলতে কোন সময়কে বোঝায়?
(a) 12pm-1pm ✔
(b) 12am-1am
(c) 11am-12pm
(d) 11pm-12am
২০. ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে?
(a) অ্যাডভোকেট জেনারেল ✔
(b) অ্যাটর্নি জেনারেল
(c) সলিসিটর জেনারেল
(d) আইন বিভাগের সেক্রেটারি জেনারেল
২১. বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর?
(a) ৬ বছর ✔
(b) ৫ বছর
(c) ৩ বছর
(d) ২ বছর
২২. নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী?
(a) সংবিধান সংশোধন ✔
(b) সরকার অপসারণ
(c) ছাটাই প্রস্তাব
(d) নতুন সর্বভারতীয় চাকরী সৃষ্টি
২৩. ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে?
(a) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ✔
(b) মৌলিক অধিকার সমূহ
(c) সপ্তম তফশীল
(d) প্রস্তাবনা
২৪. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন?
(a) ভারতের উপরাষ্ট্রপতি ✔
(b) ভারতের রাষ্ট্রপতি
(c) ভারতের প্রধানমন্ত্রী
(d) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
২৫. ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়?
(a) ২৬ শে নভেম্বর ✔
(b) ৩ রা ডিসেম্বর
(c) ৩১ শে ডিসেম্বর
(d) ২৬ শে জানুয়ারি
ভারতীয় সংবিধান MCQ pdf Download ↓
File Details:
File Name: ভারতীয় সংবিধান MCQ প্রশ্নোত্তর সেট — 01.pdf
Size: 460 kB
Language: Bengali
No. of Pages: 04
Click Here to Download pdf.
আরও দেখে নাও:
Tags
ভারতীয় সংবিধান
আপনার খুব ভালো কাজ করছেন
ReplyDelete