Kolkata Police GK Question PDF in Bengali — Study Zone In Bengali

আজ Kolkata Police GK Question PDF টি দেওয়া হল। এটি কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট - ০৩ এর সম্পূর্ণ gk pdf । এতে 40 টি Important gk প্রশ্ন ও উত্তর রয়েছে। 

Kolkata Police GK Question PDF টি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preliminary ও Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Kolkata Police GK Question PDF in Bengali
||  Kolkata Police GK Question PDF in Bengali  ||

Kolkata Police GK Question PDF টিতে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে 


. IPL 2022 চ্যাম্পিয়ন হলো কোন টিম?

— Gujrat Titans

 

. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Anthony Albanese?

— অস্ট্রেলিয়া  

 

. হাওড়া ব্রিজের অপর নাম কী ?

— রবীন্দ্র সেতু   


. ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কারক কে?

— লুইস ওয়াটারম্যান

 

. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM’ -এর পুরো কথাটি কি?

— Global System for Mobile   


. ইতমাদ-উদ-দ্দৌলাসৌধ কে নির্মাণ করেছিলেন?

— নুরজাহান   

 

. ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয় কার আমলে?

— লর্ড ক্যানিং   

 

. রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি?

— বীরভূমি   


. স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন?

— 1893 সালে   

 

১০. সারনাথে সর্বপ্রথম ধর্মোপদেশ কে দেন?

— গৌতম বুদ্ধ   

 

১১. মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন?

— সাভারকর   

 

১২. আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?

— ব্রহ্মচর্য

 

১৩. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত?

— ভাঙ্গর   

 

১৪. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?

— স্বামীনাথন   

 

১৫. রবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম?

— কেরালা   


Kolkata Police GK Question PDF in Bengali, সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিংক নীচে রয়েছে


১৬. গোবর গ্যাসে নীচের কোনটির প্রাচুর্য থাকে?

— মিথেন   

 

১৭. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কীরুপ?

— শুষ্ক গ্রীষ্ম, আর্দ্র শীত   

 

১৮. কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে?

— ইওসিনোফিল

 

১৯. কোন অঙ্গের মাধ্যমে জল, ফ্যাট এবং ক্যাটাবলিক বর্জ্য নিষ্ক্রান্ত হয়?

— কিডনি   

 

২০. অ্যান্টিবায়োটিক কি ?

— একটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ-জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয় 


২১. মস্তিষ্কের সবচেয়ে কাছের গ্রন্থি কোনটি?

— পিটুইটারি গ্রন্থি   

 

২২. নিম্নলিখিত কোন রং গুলিকে মৌলিক রং বলা হয়?

— লাল, নীল, সবুজ   

 

২৩. ফটোগ্রাফি ফিল্ম -এর আলোক চিত্র পরিস্ফুট (develop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?

— সিলভার ব্রোমাইড   

 

২৪. বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্য মূলত কোন গ্যাস দায়ী?

— কার্বন ডাই অক্সাইড   

 

২৫. নিম্নের কোনটি তাপ (Heat) পরিমাপের একক?   

— জুল   


২৬. USB কোন ধরনের ষ্টোরেজ?

— সেকেন্ডারী   

 

২৭. কম্পিউটার -এর প্রোগ্রামিং ত্রুটিকে কী বলা হয়?

— বাগস   

 

২৮. কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে যায় কার মাধ্যমে?

— বাস   

 

২৯. ভারতের নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?

— রাষ্ট্রপতির দ্বারা   

 

৩০. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?

— ভারতের রাষ্ট্রপতি   


Kolkata Police GK Question PDF in Bengali, সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিংক নীচে রয়েছে 


৩১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

— সর্বপল্লী রাধাকৃষ্ণণ   

 

৩২. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে আছে?

— তিনটি। এই তিনটি স্তর হল — (1) জেলাস্তরে জেলাপরিষদ, (2) ব্লকস্তরে পঞ্চায়েত সমিতি, (3) তার নিচে গ্রামপঞ্চায়েত।

 

৩৩. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

— ওয়াশিংটন ডিসি

 

৩৪. নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য শুরু হয়েছিল?

 পর্তুগাল   

 

৩৫. জ্যাব (jab)' কথাটি কোন খেলার সাথে যুক্ত?

— বক্সিং

 

৩৬. প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

— গ্রীস   

 

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন?

— ভানুসিংহ   


৩৮. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজীতে অনুবাদ করেছিলেন?

— মাইকেল মধুসূদন দত্ত   


৩৯. অর্জুন পুরস্কার কত সালে চালু হয়?

— 1961 সালে   

 

৪০. কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?

— 1954 সালে


Kolkata Police GK Question PDF in Bengali


File Name: কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 03

Size:  511 kB

Language: Bengali

No. of Pages: 05

Click Here to Download pdf.



প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال