আজ Kolkata Police GK Question PDF টি দেওয়া হল। এটি কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট - ০৩ এর সম্পূর্ণ gk pdf । এতে 40 টি Important gk প্রশ্ন ও উত্তর রয়েছে।
Kolkata Police GK Question PDF টি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preliminary ও Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।Kolkata Police GK Question PDF টিতে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে ↓
১. IPL 2022 চ্যাম্পিয়ন হলো কোন টিম?
— Gujrat Titans
২. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Anthony Albanese?
— অস্ট্রেলিয়া
৩. হাওড়া ব্রিজের অপর নাম কী ?
— রবীন্দ্র সেতু
৪. ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কারক কে?
— লুইস ওয়াটারম্যান
৫. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM’ -এর পুরো কথাটি কি?
— Global System for Mobile
৬. ‘ইতমাদ-উদ-দ্দৌলা’ সৌধ কে নির্মাণ করেছিলেন?
— নুরজাহান
৭. ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয় কার আমলে?
— লর্ড ক্যানিং
৮. রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি?
— বীরভূমি
৯. স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন?
— 1893 সালে
১০. সারনাথে সর্বপ্রথম ধর্মোপদেশ কে দেন?
— গৌতম বুদ্ধ
১১. মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন?
— সাভারকর
১২. আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
— ব্রহ্মচর্য
১৩. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত?
— ভাঙ্গর
১৪. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
— স্বামীনাথন
১৫. রবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম?
— কেরালা
Kolkata Police GK Question PDF in Bengali, সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিংক নীচে রয়েছে ↓
১৬. গোবর গ্যাসে নীচের কোনটির প্রাচুর্য থাকে?
— মিথেন
১৭. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কীরুপ?
— শুষ্ক গ্রীষ্ম, আর্দ্র শীত
১৮. কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে?
— ইওসিনোফিল
১৯. কোন অঙ্গের মাধ্যমে জল, ফ্যাট এবং ক্যাটাবলিক বর্জ্য নিষ্ক্রান্ত হয়?
— কিডনি
২০. অ্যান্টিবায়োটিক কি ?
— একটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ-জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়
২১. মস্তিষ্কের সবচেয়ে কাছের গ্রন্থি কোনটি?
— পিটুইটারি গ্রন্থি
২২. নিম্নলিখিত কোন রং গুলিকে মৌলিক রং বলা হয়?
— লাল, নীল, সবুজ
২৩. ‘ফটোগ্রাফি ফিল্ম’ -এর আলোক চিত্র পরিস্ফুট (develop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?
— সিলভার ব্রোমাইড
২৪. বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্য মূলত কোন গ্যাস দায়ী?
— কার্বন ডাই অক্সাইড
২৫. নিম্নের কোনটি তাপ (Heat) পরিমাপের একক?
— জুল
২৬. USB কোন ধরনের ষ্টোরেজ?
— সেকেন্ডারী
২৭. কম্পিউটার -এর প্রোগ্রামিং ত্রুটিকে কী বলা হয়?
— বাগস
২৮. কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে যায় কার মাধ্যমে?
— বাস
২৯. ভারতের নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?
— রাষ্ট্রপতির দ্বারা
৩০. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
— ভারতের রাষ্ট্রপতি
Kolkata Police GK Question PDF in Bengali, সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিংক নীচে রয়েছে ↓
৩১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
— সর্বপল্লী রাধাকৃষ্ণণ
৩২. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে আছে?
— তিনটি। এই তিনটি স্তর হল — (1) জেলাস্তরে জেলাপরিষদ, (2) ব্লকস্তরে পঞ্চায়েত সমিতি, (3) তার নিচে গ্রামপঞ্চায়েত।
৩৩. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
— ওয়াশিংটন ডিসি
৩৪. নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য শুরু হয়েছিল?
— পর্তুগাল
৩৫. ‘জ্যাব (jab)' কথাটি কোন খেলার সাথে যুক্ত?
— বক্সিং
৩৬. প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
— গ্রীস
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন?
— ভানুসিংহ
৩৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ গ্রন্থটি কে ইংরেজীতে অনুবাদ করেছিলেন?
— মাইকেল মধুসূদন দত্ত
৩৯. অর্জুন পুরস্কার কত সালে চালু হয়?
— 1961 সালে
৪০. কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?
— 1954 সালে
Kolkata Police GK Question PDF in Bengali
File Name: কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 03
Size: 511 kB
Language: Bengali
No. of Pages: 05
Click Here to Download pdf.
প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:↓
- ইতিহাস pdf Download
- ভূগোল pdf Download
- জীবন বিজ্ঞান pdf Download
- ভৌত বিজ্ঞান pdf Download
- কম্পিউটার pdf Download
- ভারতীয় সংবিধান pdf Download
- কলকাতা পুলিশ জিকে pdf Download
Thank you sir.
ReplyDelete