কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 02
আজ Kolkata Police GK Question and Answer pdf এর Part-02 দেওয়া হল। এতে Important 40 টি gk প্রশ্ন ও উত্তর রয়েছে। kolkata police gk question and answer pdf টি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preliminary ও Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।|| Kolkata Police GK Question and Answer ||
Kolkata Police GK Question and Answer pdf টিতে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে ↓
১. Mens Hockey Asia Cup 2022 -এ ভারত কোন পদক জিতল?
— ব্রোঞ্জ
২. পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে?
— শাহবাজ শরীফ
৩. অলিম্পিক-এর প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ?
— হলুদ
৪. প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
— 5 জুন
৫. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে?
— সুইডেন
৬. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল?
— বিহারে
৭. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
— মাস্টারদা সূর্যসেন
৮. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন?
— সর্দার বল্লভভাই প্যাটেল
৯. বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়?
— রাজা রামমোহন রায়
১০. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল?
— সংস্কৃত
১১. কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন?
— লালা রাজপথ রায়
১২. কোন মহিলা সম্রাজ্ঞী দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন?
— রাজিয়া সুলতানা
১৩. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
— বিহার
১৪. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি?
— আরাবল্লী
১৫. 10° চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে?
— আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর pdf Download | Kolkata Police GK Question and Answer pdf Download
১৬. ‘সিটি অফ প্যালেস’ (City of Palaces) কাকে বলা হয়?
— কলকাতা
১৭. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
— ইয়াংজে বা ইয়াংসিকিয়াং
১৮. ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান?
— ম্যাগনেসিয়াম
১৯. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
— দুর্বল দাঁত
২০. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?
— মটরশুটি
২১. নিম্নের কোনটি উপকারী ব্যাকটেরিয়া নয়?
— স্ট্যাফিলোকক্কাস
২২. ‘স্যাকারিন’ কি দিয়ে তৈরি হয়?
— টলুইন
২৩. কিলোওয়াট/ঘন্টা কীসের একক?
— শক্তি
২৪. সিনেমা হলে প্রোজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়?
— উত্তল লেন্স
২৫. ‘কাপড় কাচার সোডা’র রাসায়নিক নাম কি?
— সোডিয়াম কার্বনেট
২৬. নিম্নোক্ত কোনটি একটি Operating System (OS) নয়?
— ওরাকল (Oracle)
২৭. Computer Software -এ PDF কথাটির পুরো নাম কি?
— Portable Document Format
২৮. কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল?
— FORTRAN
২৯. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?
— পিঙ্গালি ভেঙ্কাইয়া
৩০. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল?
— জম্মু ও কাশ্মীর
কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর pdf Download | Kolkata Police GK Question and Answer pdf Download
৩১. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
— 100 তম
৩২. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল?
— লাহোর অধিবেশনে (1930)
৩৩. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে কে কাজ করছে?
— নীতি আয়োগ
৩৪. ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?
— ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
৩৫. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
— 1930 সালে
৩৬. ভারতে ক্রীড়া প্রশিক্ষক (coach) -দের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
— দ্রোণাচার্য পুরস্কার
৩৭. ‘রূপসী বাংলা’ র রচয়িতা কে?
— জীবনানন্দ দাশ
৩৮. কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি?
— ওনাম
৩৯. ‘বীরবল’ কার ছদ্মনাম ছিল?
— প্রমথ চৌধুরী
৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘ছৌ-নৃত্যে’র উৎপত্তি হয়েছে?
— পুরুলিয়া
Kolkata Police GK Question and Answer pdf Download
File Name: কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 02.pdf
Size: 587 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to Download pdf.
প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:↓
- ইতিহাস pdf Download
- ভূগোল pdf Download
- জীবন বিজ্ঞান pdf Download
- ভৌত বিজ্ঞান pdf Download
- পরিবেশবিদ্যা pdf Download
- কম্পিউটার pdf Download
- ভারতীয় সংবিধান pdf Download
- ভারতীয় অর্থনীতি pdf Download
Thank you sir.
ReplyDeleteWelcome.
DeleteStay with us.
Thanks
ReplyDeleteWelcome.
DeleteStay with us.
Thank you.
ReplyDeleteWelcome.
DeleteStay with us.
Raja
ReplyDelete