Kolkata Police GK Question and Answer pdf

কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 02

আজ Kolkata Police GK Question and Answer pdf এর Part-02 দেওয়া হল। এতে Important 40 টি gk প্রশ্ন ও উত্তর রয়েছে। kolkata police gk question and answer pdf টি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preliminary ও Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Kolkata Police GK Question and Answer
||  Kolkata Police GK Question and Answer  ||

Kolkata Police GK Question and Answer pdf টিতে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে 

১. Mens Hockey Asia Cup 2022 -এ ভারত কোন পদক জিতল?
— ব্রোঞ্জ

২. পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে?
— শাহবাজ শরীফ 

৩. অলিম্পিক-এর প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ?
— হলুদ

৪. প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
— 5 জুন

৫. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে?
— সুইডেন

৬. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল?
বিহারে 

৭. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
— মাস্টারদা সূর্যসেন

৮. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন?
— সর্দার বল্লভভাই প্যাটেল 

৯. বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়?
 রাজা রামমোহন রায় 

১০. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল?
— সংস্কৃত 

১১. কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন?
লালা রাজপথ রায় 

১২. কোন মহিলা সম্রাজ্ঞী দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন?
— রাজিয়া সুলতানা

১৩. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
বিহার 

১৪. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি?
আরাবল্লী 

১৫. 10° চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে?
— আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর pdf Download | Kolkata Police GK Question and Answer pdf Download


১৬. ‘সিটি অফ প্যালেস’ (City of Palaces) কাকে বলা হয়?
— কলকাতা 

১৭. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
ইয়াংজে বা ইয়াংসিকিয়াং 

১৮. ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান?
— ম্যাগনেসিয়াম 

১৯. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
দুর্বল দাঁত 

২০. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?
মটরশুটি 

২১. নিম্নের কোনটি উপকারী ব্যাকটেরিয়া নয়?
— স্ট্যাফিলোকক্কাস

২২. ‘স্যাকারিন’ কি দিয়ে তৈরি হয়?
— টলুইন

২৩. কিলোওয়াট/ঘন্টা কীসের একক?
শক্তি 

২৪. সিনেমা হলে প্রোজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়?
— উত্তল লেন্স 

২৫. ‘কাপড় কাচার সোডা’র রাসায়নিক নাম কি?
— সোডিয়াম কার্বনেট

২৬. নিম্নোক্ত কোনটি একটি Operating System (OS) নয়?
— ওরাকল (Oracle) 

২৭. Computer Software -এ PDF কথাটির পুরো নাম কি?
— Portable Document Format

২৮. কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল?
— FORTRAN 

২৯. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?
— পিঙ্গালি ভেঙ্কাইয়া 

৩০. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল?
— জম্মু ও কাশ্মীর

কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর pdf Download | Kolkata Police GK Question and Answer pdf Download


৩১. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
— 100 তম 

৩২. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল?
— লাহোর অধিবেশনে (1930) 

৩৩. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে কে কাজ করছে?
নীতি আয়োগ 

৩৪. ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 

৩৫. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
— 1930 সালে 

৩৬. ভারতে ক্রীড়া প্রশিক্ষক (coach) -দের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
দ্রোণাচার্য পুরস্কার 

৩৭. ‘রূপসী বাংলা’ র রচয়িতা কে?
জীবনানন্দ দাশ 

৩৮. কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি?
ওনাম 

৩৯. ‘বীরবল’ কার ছদ্মনাম ছিল?
প্রমথ চৌধুরী 

৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘ছৌ-নৃত্যে’র উৎপত্তি হয়েছে?
— পুরুলিয়া

Kolkata Police GK Question and Answer pdf Download


File Name: কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 02.pdf
Size: 587 kB
Language: Bengali
No. of Pages: 06
Click Here to Download pdf.


প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:

7 Comments

Previous Post Next Post

نموذج الاتصال