Kolkata Police GK pdf 2022

কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট — 01

আজ Kolkata Police GK pdf এর Part-01 দেওয়া হল। এতে Important 40 টি gk প্রশ্ন ও সাথে উত্তর রয়েছে। Kolkata Police GK pdf টি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preliminary ও Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

kolkata police gk pdf
||   Kolkata Police GK pdf 2022   ||

Kolkata Police GK PDF টিতে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে

কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন?

 সিন্ধু সভ্যতা

 

. ‘জালিয়ানওয়ালা বাগএর ঘটনা কোন সালে হয়েছিল?

— 1919 সালে

 

. ‘ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন?

— আকবর

 

. ‘কাইজার--হিন্দকাকে বলা হত?

 মহাত্মা গান্ধি   


. অজাতশত্রু কোন্ মহাজনপদের অধিপতি ছিলেন?

 মগধ

 

. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?

 লোথাল

 

. কোন মুঘল সম্রাটজিন্দাপীরনামে পরিচিত ছিলেন?

 ঔরঙ্গজেব

 

. কোনটি যমজ শহর (twin city) নয়?

 দিল্লিনিউদিল্লি


. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?

 জয়ী সেতু

 

১০. সূর্য এবং পৃথিবীর মধ্যে নূন্যতম দূরত্ব কবে হয়?

 3 জানুয়ারি

 

১১. নীচের কোনটিকেবাদামী কয়লা (brown coal)’ বলে?

 লিগনাইট

 

১২. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Buxa Tiger Reserve) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

 আলিপুরদুয়ার

 

১৩. কোন মশা ডেঙ্গু (Dengue) রোগ ছড়ায়?

 এডিস  

 

১৪. কীসের অভাবের জন্য দুধকে এখন সুষমখাদ্য বলা হয় না?

 ক্যালসিয়াম ভিটামিন-সি

 

১৫. ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কি বলে?

 পোমোলজি


কলকাতা পুলিশ gk pdf Download | Kolkata Police GK pdf Download


১৬. নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের (Nervous System) দ্বারা নিয়ন্ত্রিত হয়?

 হৃদযন্ত্র 

 

১৭. অগ্নি প্রতিরোধক পোশাক (fire fighting clothes) কী দিয়ে তৈরি হয়?

— অ্যাসবেসটস

 

১৮. নিম্নোক্ত কোনটি শক্তির (energy) একক নয়?

 পাস্কাল


জেনে রাখো: পাস্কাল হল চাপের একক।


১৯. ‘রামধনু (Rainbow)’ কেন হয়?

 আলোর বিচ্ছুরণ প্রতিসরণের জন্য

 

২০. L.P.G. সিলিন্ডারে কোন গ্যাস থাকে?

 বিউটেন প্রোপেন


২১. আধুনিক ডিজিটাল কম্পিউটারে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

— বাইনারী নাম্বার সিস্টেম

 

২২. C++ কী ?

 একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

 

২৩. নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?

 .mdb

 

২৪. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনীর মাধ্যমে G.S.T চালু হয়?

 101 তম

 

২৫. কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল?

 26 নভেম্বর, 1949 সালে

 

২৬. ‘VVPAT’ কীসের সাথে সম্পর্কিত?

 সাধারণ নির্বাচন

 

২৭. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানেরহৃদয় আত্মা (heart and soul)’ বলেছেন?

 32 নং ধারা


২৮. কে প্রথম ভারতে জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন?

 দাদাভাই নৌরোজি

 

২৯. জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়?

 1950 সালে

 

৩০. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি?

— কমলা হ্যারিস


কলকাতা পুলিশ কনস্টেবল gk pdf Download | Kolkata Police Constable GK pdf Download


৩১. সম্প্রতি যশপাল সিং কোন রাজ্যের DGP হিসেবে নিযুক্ত হলেন?

 গোয়া

 

৩২. 2022 Women's Cricket World Cup জিতল কোন দেশ?

 অস্ট্রেলিয়া

 

৩৩. উইংস অফ ফায়ার (Wings of Fire) কার আত্মজীবনী?

  পি জে আব্দুল কালাম 

 

৩৪. দিল্লির প্রাচীন নাম কী ছিল?

 ইন্দ্রপ্রস্থ

 

৩৫. নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

— ফুটবল

 

৩৬. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন?

 কর্ণাম মালেশ্বরী

 

৩৭. ‘অনিলা দেবীছদ্মনামে কে পরিচিত ছিলেন?

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

৩৮. ‘The future of India’ কার লেখা?

 বিমল জালান

 

৩৯প্রখ্যাত বাংলা উপন্যাসপ্রথম প্রতিশ্রুতিকার লেখা?

 আশাপূর্ণা দেবী

 

৪০. 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Mens Cricket World Cup, 2023) কোন দেশে অনুষ্ঠিত হবে?

 ভারত


Kolkata Police GK pdf Download


File Name: কলকাতা পুলিশ GK প্রশ্নোত্তর সেট—01.pdf
Language: Bengali
Size: 542 KB
No. of Pages: 05
Click Here to Download pdf.


প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:

Previous Post Next Post

نموذج الاتصال