ভূগোল প্রশ্নোত্তর সেট — 02
আজ ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF এর Part-02 দেওয়া হল। PDF টি তে ভূগোলের 50 টি Important MCQ প্রশ্ন ও উত্তর রয়েছে।
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF টি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।ভারতের ভূগোল প্রশ্ন উত্তর pdf টি তে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে ↓
১. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
— দক্ষিণ দিকে
২. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
/ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
— কাঞ্চনজঙ্ঘা
৩. গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম লেখো।
— গোমতী
৪. নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়?
— পশ্চিমঘাট পর্বতমালা
জেনে রাখো: আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম বৃষ্টিপাত হয়।
৫. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
— ভাবর
৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
— ভিতরকণিকা
জেনে রাখো: ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ওড়িশায় অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।
৭. নিম্নের কোনটি বাগিচা ফসলের উদাহরণ?
— চা
জেনে রাখো: বাগিচা ফসল গুলি হল — চা, কফি, রবার।
৮. ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?
— ভিলাই
জেনে রাখো: ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল জামশেদপুর।
৯. ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর (2011 আদমশুমারি)?
— 69.89 বছর
জেনে রাখো: পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল 67.46 বছর। নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল 72.61 বছর।
১০. ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি?
— NH-2
জেনে রাখো: ভারতের NH-2 সড়ক পথটি ‘গ্ৰ্যান্ড ট্রাংক রোড’ বা ‘শেরশাহ সুরি’ রোড নামে পরিচিত। এটি দিল্লি থেকে কলকাতা (ডানকুনি) পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 1,465 কিমি।
১১. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?
— গোয়া
১২. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
/ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
— আনাইমুদি
১৩. কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?
— তাপ্তী
১৪. আসামে কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত?
— বরদৈছিলা
জেনে রাখো: কালবৈশাখীর অপর নাম নরওয়েস্টার। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম Norwester ।
১৫. রাঢ় সমভূমি অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?
— ভাঙ্গর
১৬. 200 সেমি -এর বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়?
— চিরহরিৎ উদ্ভিদ
জেনে রাখো: এখানে রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।
১৭. সোনালী পানীয় কাকে বলা হয়?
— চা
জেনে রাখো: সোনালী তন্তু বলা হয় পাটকে।
১৮. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?
— বেঙ্গালুরুকে
জেনে রাখো: তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বেঙ্গালুরু ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত।
১৯. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
— কেরালা
জেনে রাখো: কেরালা রাজ্যে সাক্ষরতার হার 93.91% ।
২০. কলকাতা ও দিল্লির মধ্যবর্তী জাতীয় সড়ক পথটির নাম কি?
— NH-2
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF — Indian Geography PDF in Bengali
২১. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?
— অন্ধ্রপ্রদেশ
২২. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়?
— ধান্দ
জেনে রাখো: ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর।
২৩. নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা?
— ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
২৪. নাগপুরে অতি অল্প বৃষ্টিপাতের কারণ কি?
— নাগপুর অনুবাত ঢালে অবস্থিত
২৫. মরু অঞ্চলের মাটিতে কি চাষ ভালো হয়?
— মিলেট
২৬. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?
— উপকূল অঞ্চলে
জেনে রাখো: ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল — সুন্দরী, গরান, গেঁওয়া, হোগলা, হেতাল, পিটুলি, গোলপাতা, ক্যাওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি।
২৭. প্রাক বর্ষায় চাষ করা হয় কোন শস্য?
— খারিফ শস্য
জেনে রাখো: এই সময় ধান, পাট, তুলো, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ করা হয়।
২৮. শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে?
— কার্পাস শিল্পকে
২৯. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা কত?
— 940 জন
জেনে রাখো: পশ্চিমবঙ্গে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা 947 জন।
৩০. দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
— কলকাতা
জেনে রাখো: দক্ষিণ-পূর্ব রেলপথকে ‘ইস্পাত রেলপথ’ বলে।
৩১. ম্যাকমোহন লাইনটি দেখা যায় –
— অরুণাচল প্রদেশে
জেনে রাখো: ম্যাকমোহন লাইন ভারত ও চিনের সীমানা নির্ধারণ করে।
৩২. ‘ময়দান’ কথাটির অর্থ কি?
— তরঙ্গায়িত উচ্চভূমি
৩৩. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি?
— প্যাংগং
৩৪. ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি?
— জয়সলমির
৩৫. নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়?
— উত্তরপ্রদেশ
জেনে রাখো: গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি খাদার বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে দেখা যায়।
৩৬. চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে?
— পর্ণমোচী অরণ্যে
৩৭. কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
— গুজরাট
জেনে রাখো: মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে ভারতে তৃতীয়।
৩৮. সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলে?
— মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
৩৯. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
— দিল্লি
জেনে রাখো: দিল্লির জনঘনত্ব 11,297 জন / বর্গকিমি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন / বর্গকিমি)।
৪০. নাম্মা মেট্রো কোথায় দেখা যায়?
— বেঙ্গালুরুতে
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF — Indian Geography PDF in Bengali
৪১. ইন্দিরা পয়েন্ট -এর অপর নাম কি?
— পিগম্যালিয়ান পয়েন্ট
৪২. পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়?
— বেট
৪৩. নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত?
— লখনউ
৪৪. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কি?
— প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু
৪৫. ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
— যোধপুর-এ
৪৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?
— ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
৪৭. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
— উত্তরপ্রদেশ
জেনে রাখো: গম উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য দ্বিতীয়। গম উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।
৪৮. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?
— চিত্তরঞ্জন
জেনে রাখো: ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।
৪৯. ভারতের জনঘনত্ব কত ?
— 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গকিমি।
৫০. ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি?
— ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ
জেনে রাখো: এটি ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ, এর দৈর্ঘ্য 30 কিমি।
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর pdf Download
File Name: ভূগোল MCQ প্রশ্নোত্তর সেট — 02.pdf
প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:↓
- ইতিহাস pdf Download
- ভূগোল pdf Download
- জীবন বিজ্ঞান pdf Download
- ভৌত বিজ্ঞান pdf Download
- কম্পিউটার pdf Download
- ভারতীয় সংবিধান pdf Download
- কলকাতা পুলিশ জিকে pdf Download