প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. 'সোনালি চতুর্ভুজ' দ্বারা যুক্ত —
উত্তর➠ 🅐 মুম্বাই-দিল্লি-চেন্নাই-কলকাতা
➥ 'সোনালি চতুর্ভুজ' প্রকল্পটি সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত।
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেনবিশিষ্ট সড়কপথ 'সোনালি চতুর্ভুজ' নামে পরিচিত।
2. ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি?
উত্তর➠ 🅑 NH-2
➥ ভারতের NH-2 সড়ক পথটি 'গ্ৰ্যান্ড ট্রাংক রোড' বা 'শেরশাহ সুরি' রোড নামে পরিচিত। এটি দিল্লি থেকে কলকাতা (ডানকুনি) পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 1,465 কিমি।
3. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উত্তর➠ 🅓 NH-44
➥ বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল NH-44 । এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 3,745 কিমি।
পূর্বে NH-7 সড়কপথটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ ছিল। এটি বারানসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 2,369 কিমি।
4. উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত —
উত্তর➠ 🅒 জলপথ
➥ ভারতের 1 নং জাতীয় জলপথ (NW-1) হল — এলাহাবাদ-হলদিয়া গঙ্গা জাতীয় জলপথ।
5. ভারতের NH-1 সড়ক পথটি বিস্তৃত —
উত্তর➠ 🅑 দিল্লি থেকে অমৃতসর
6. কলকাতা ও দিল্লির মধ্যবর্তী জাতীয় সড়ক পথটি হল—
উত্তর➠ 🅐 NH-2
7. 'হীরক চতুর্ভুজ' কোন্ পরিবহনের সঙ্গে যুক্ত?
উত্তর➠ 🅑 রেলপথ
8. ভারত তথা পৃথিবীর উচ্চতম সড়ক পথ কোনটি?
উত্তর➠ 🅓 লেহ-মানালি হাইওয়ে
➥ এটি জম্মু ও কাশ্মীরের লেহ-মানালি অঞ্চলে 5,602 মিটার উঁচুতে অবস্থিত। এটি খারডুংলা রোড নামে পরিচিত।
9. ভারতের প্রথম রেল লাইন চালু হয় মুম্বাই থেকে—
উত্তর➠ 🅑 থানে পর্যন্ত (1853 সালের 16 এপ্রিল)
10. ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি?
উত্তর➠ 🅐 উত্তর রেলপথ
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রশ্ন, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা mcq
11. দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর➠ 🅐 কলকাতা
➥ দক্ষিণ-পূর্ব রেলপথকে 'ইস্পাত রেলপথ' বলে।
12. উত্তর-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর➠ 🅒 গোরক্ষপুর
13. উত্তর-মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর➠ 🅑 এলাহাবাদ
14. ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেল চালু হয়?
উত্তর➠ 🅒 কলকাতা
➥ 24 অক্টোবর, 1984 সালে কলকাতা মেট্রো বা পাতাল রেল চালু হয়।
15. ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রোরেল কোন্ শহরে রয়েছে?
উত্তর➠ 🅒 দিল্লি
16. নাম্মা মেট্রো কোথায় দেখা যায়?
উত্তর➠ 🅐 বেঙ্গালুরুতে
17. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
উত্তর➠ 🅑 গোরক্ষপুর
➥ এটি ভারত তথা বিশ্বের দীর্ঘতম স্টেশন প্লাটফর্ম, এর দৈর্ঘ্য 1355.40 মিটার।
18. ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
উত্তর➠ 🅒 ঘুম (2,258 মিটার)
➥ এটি দার্জিলিং এ অবস্থিত।
19. ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি?
উত্তর➠ 🅑 এয়ার ইন্ডিয়া
20. দিল্লির বিমানবন্দরের নাম কি?
উত্তর➠ 🅓 ইন্দিরাগান্ধি বিমানবন্দর
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রশ্ন, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা mcq
21. ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি?
উত্তর➠ 🅓 ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ
➥ এটি ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ, এর দৈর্ঘ্য 30 কিমি।
22. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর➠ 🅐 কান্ডালা
➥ কান্ডালা বন্দর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছো জেলার গান্ধীধাম শহরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি 'দীনদয়াল বন্দর' নামেও পরিচিত।
23. কাকে ভারতের 'জাতীয় জীবনরেখা' বলা হয়?
উত্তর➠ 🅑 রেলপথকে
➥ জলপথকে বলা হয় 'উন্নয়নের জীবনরেখা'।
24. 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' কাকে বলা হয়?
উত্তর➠ 🅐 শিলিগুড়িকে
➥ 'ভারতের প্রবেশদ্বার' বলা হয় মুম্বাইকে।
25. ভারতে মোবাইল ফোন পরিষেবা প্রথম শুরু হয় কত সালে?
উত্তর➠ 🅒 1995 সালে
Created by Study Zone In Bengali
➻ একনজরে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (Study Material):
✦ ভারতের প্রবেশদ্বার বলা হয় — মুম্বাইকে।
✦ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় — শিলিগুড়িকে।
✦ ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর — মুম্বাই।
✦ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক — NH-44 (শ্রীনগর-কন্যাকুমারী, 3745 km)।
✦ ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ — NH-47A (6 km)।
✦ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথ — 'গ্র্যান্ড ট্রাংক রোড' বা 'শেরশাহ সুরি মার্গ' (NH-2)।
✦ রেলপথের দৈর্ঘ্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান — দ্বিতীয়। এশিয়ার মধ্যে ভারতের স্থান — প্রথম।
✦ ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল — উত্তর রেল।
✦ ভারতের 'জাতীয় জীবনরেখা' বলা হয় — রেলপথকে।
✦ ভারতের 'উন্নয়নের জীবনরেখা' বলা হয় — জলপথকে।
✦ ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় — 1853 সালে (মুম্বাই-থানে)।
✦ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় — কলকাতায়।
✦ 'কলকাতার জীবনরেখা' বলা হয় — মেট্রোরেলকে।
✦ ভারতের প্রথম ওয়াই-ফাই শহর — কলকাতা।
✦ ভারতের প্রথম ওয়াই-ফাই যুক্ত ট্রেন — দ্য গোল্ডেন চ্যারিয়ট।
✦ ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় — 1911 সালে (এলাহাবাদ-নৈনি)।
✦ ভারতের রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাটি হল — এয়ার ইন্ডিয়া।
✦ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর — ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (দিল্লি)।
✦ ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ — গঙ্গানদী (এলাহাবাদ-হলদিয়া)।
✦ ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ — ঝরিয়ার রজ্জুপথ (30 কিমি)।
✦ 'সোনালি চতুর্ভুজ' এর দৈর্ঘ্য — 5,846 কিমি।
✦ সোনালি চতুর্ভুজ এর দীর্ঘতম বাহুটি হল — কলকাতা-চেন্নাই (1,684 কিমি)।
✦ সোনালি চতুর্ভুজ এর ক্ষুদ্রতম বাহুটি হল — চেন্নাই-মুম্বাই (1,290 কিমি)।
✦ উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম করিডরের দৈর্ঘ্য — 7142 কিমি।
✦ ভারতের প্রথম পাইপলাইন চালু হয় — 1906 সালে (ডিগবয়-তিনসুকিয়া)।
✦ ভারতের গভীরতম বন্দর — কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দর।
✦ ভারতের করমুক্ত বন্দর — গুজরাটের কান্ডালা।
আরও পড়ুন ↓