ভারতের নদনদী mcq ― বাছাই করা 25 টি Important MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের নদনদী mcq (Rivers of India mcq in Bengali) টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে MCQ আকারে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের নদনদী mcq প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের নদনদী, ভারতের নদনদী mcq, ভারতের নদনদী pdf, ভারতের নদ নদী প্রশ্ন উত্তর, ভারতের নদনদীর মানচিত্র, ভারতের নদ নদীর ম্যাপ পয়েন্টিং, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের নদনদী ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল ―

   🅐 তাপ্তী
   🅑 লুনি
   🅒 নর্মদা
   🅓 মহানদী

উত্তর➠ 🅑 লুনি

2. গঙ্গার বাম তীরের উপনদী কোনটি?

   🅐 যমুনা
   🅑 অজয়
   🅒 দামোদর
   🅓 গোমতী

উত্তর➠ 🅓 গোমতী

3. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?

   🅐 গঙ্গা
   🅑 যমুনা
   🅒 হুগলী
   🅓 কাবেরী

উত্তর➠ 🅑 যমুনা

4. ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি?

   🅐 নর্মদা
   🅑 তাপ্তী
   🅒 মহানদী
   🅓 গোদাবরী

উত্তর➠ 🅐 নর্মদা

5. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

  / "দক্ষিণ ভারতের গঙ্গা" কাকে বলা হয়?

   🅐 কৃষ্ণা
   🅑 কাবেরী
   🅒 মহানদী
   🅓 গোদাবরী

উত্তর➠ 🅓 গোদাবরী

গোদাবরী নদীর দৈর্ঘ্য 1,465 কিলোমিটার।

6. কোন্ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?

   🅐 মহানদী
   🅑 তাপ্তী
   🅒 কাবেরী
   🅓 গোদাবরী

উত্তর➠ 🅑 তাপ্তী

7. পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন্ নদীতে?

   🅐 গঙ্গা
   🅑 কৃষ্ণা
   🅒 কাবেরী
   🅓 ব্রহ্মপুত্র

উত্তর➠ 🅑 কৃষ্ণা

8. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন্ নদীর উপর অবস্থিত?

   🅐 গঙ্গা
   🅑 নর্মদা
   🅒 মহানদী
   🅓 কাবেরী

উত্তর➠ 🅓 কাবেরী

9. ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি?

   🅐 শিবসমুদ্রম
   🅑 ধুঁয়াধার
   🅒 কুঞ্চিকল
   🅓 যোগ

উত্তর➠ 🅒 কুঞ্চিকল

➥ এটি কর্নাটকের বারাহি নদীতে অবস্থিত।

10. ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি?

   🅐 দামোদর পরিকল্পনা
   🅑 ময়ুরাক্ষী পরিকল্পনা
   🅒 মহানদী পরিকল্পনা
   🅓 ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

উত্তর➠ 🅐 দামোদর পরিকল্পনা

ভারতের নদনদী প্রশ্ন উত্তর, ভারতের নদনদী mcq

11. নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা?

   🅐 ফারাক্কা পরিকল্পনা
   🅑 ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
   🅒 নাগার্জুন সাগর পরিকল্পনা
   🅓 সর্দার সরোবর পরিকল্পনা

উত্তর➠ 🅑 ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা

12. ভাকরা-নাঙ্গাল নদী পরিকল্পনা কোন্ নদীতে গড়ে উঠেছে?

   🅐 শতদ্রু
   🅑 বিপাশা
   🅒 মানস
   🅓 মহানদী

উত্তর➠ 🅐 শতদ্রু

13. নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন্ নদীর উপর অবস্থিত?

   🅐 বিপাশা
   🅑 ইরাবতী
   🅒 কৃষ্ণা
   🅓 কাবেরী

উত্তর➠ 🅒 কৃষ্ণা

14. হিরাকুঁদ নদী পরিকল্পনা কোন্ নদীর উপর অবস্থিত?

   🅐 মহানদী
   🅑 গোদাবরী
   🅒 কাবেরী
   🅓 সিন্ধু

উত্তর➠ 🅐 মহানদী

➥ ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হল হিরাকুঁদ

15. সরদার সরোবর প্রকল্প কোন্ নদীর উপর অবস্থিত?

   🅐 হুগলী
   🅑 নর্মদা
   🅒 গোদাবরী
   🅓 কাবেরী

উত্তর➠ 🅑 নর্মদা

16. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি?

   🅐 প্যাংগং
   🅑 উলার
   🅒 সম্বর
   🅓 ডাল

উত্তর➠ 🅐 প্যাংগং

17. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

   🅐 লোকটাক
   🅑 উলার
   🅒 ডাল
   🅓 ভীমতাল

উত্তর➠ 🅑 উলার

18. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোনটি?

   🅐 সম্বর
   🅑 ডাল
   🅒 চিল্কা
   🅓 প্যাংগং

উত্তর➠ 🅒 চিল্কা

➥ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর

19. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় হয়েছে?

   🅐 সিন্-কা-বাব হিমবাহ
   🅑 চেমায়ুং দুং হিমবাহ
   🅒 ব্রহ্ম গিরি শৃঙ্গ
   🅓 ত্রিম্বক পর্বত

উত্তর➠ 🅑 চেমায়ুং দুং হিমবাহ

20. ব্রহ্মপুত্র নদ ভারতে যে নামে প্রবেশ করেছে তা হল

   🅐 সাংপো
   🅑 লোহিত
   🅒 দিবং
   🅓 দিহং

উত্তর➠ 🅓 দিহং

ভারতের নদনদী প্রশ্ন উত্তর, ভারতের নদনদী mcq

21. নিম্নের কোন্ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত?

   🅐 আগ্রা
   🅑 কানপুর
   🅒 লখনউ
   🅓 এলাহাবাদ

উত্তর➠ 🅒 লখনউ

22. যে-সকল নদীতে বর্ষাকাল ছাড়া সারাবছর জল থাকে না, তাদের কি বলে?

   🅐 নিত্যবহ নদী
   🅑 অনিত্যবহ নদী
   🅒 অন্তর্বাহিনী নদী
   🅓 আন্তর্জাতিক নদী

উত্তর➠ 🅑 অনিত্যবহ নদী

23. ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন্ পদ্ধতিতে?

   🅐 কূপ ও নলকূপ
   🅑 খাল
   🅒 জলাশয়
   🅓 ফোয়ারা

উত্তর➠ 🅐 কূপ ও নলকূপ

24. খাল দ্বারা জলসেচে ভারতের কোন্ রাজ্য প্রথম?

   🅐 কেরালা
   🅑 তামিলনাড়ু
   🅒 উত্তরপ্রদেশ
   🅓 মধ্যপ্রদেশ

উত্তর➠ 🅒 উত্তরপ্রদেশ

25. বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন্ রাজ্য প্রথম?

   🅐 পশ্চিমবঙ্গ
   🅑 তামিলনাড়ু
   🅒 কেরালা
   🅓 উত্তরপ্রদেশ

উত্তর➠ 🅑 তামিলনাড়ু

Created by Study Zone In Bengali

➻ একনজরে ভারতের নদনদী (Study Material):

✦ ভারতের দীর্ঘতম নদী ㅡ গঙ্গা (2,525 কিমি)।

✦ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী ㅡ গোদাবরী (1,465 কিমি), গোদাবরীকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়।

✦ গঙ্গা নদীর উৎস ㅡ গঙ্গোত্রী হিমবাহ।

✦ সিন্ধু নদের উৎস ㅡ সিন্-কা-বাব হিমবাহ।

✦ ব্রহ্মপুত্র নদের উৎস ㅡ চেমায়ুং দুং হিমবাহ।

✦ নর্মদা নদীর উৎস ㅡ অমরকন্টক শৃঙ্গ।

✦ তাপ্তী নদীর উৎস ㅡ মহাদেব পর্বত।

✦ মহানদীর উৎস ㅡ সিহওয়া উচ্চভূমি।

✦ গোদাবরী নদীর উৎস ㅡ ত্রিম্বক শৃঙ্গ।

✦ কৃষ্ণা নদীর উৎস ㅡ মহাবালেশ্বর শৃঙ্গ।

✦ কাবেরী নদীর উৎস ㅡ ব্রহ্মগিরি শৃঙ্গ।

✦ ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী ㅡ লুনি।

✦ 'Sky River' নামে পরিচিত ㅡ ব্রহ্মপুত্র নদ।

✦ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি ㅡ গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি।

✦ নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাত ㅡ ধুঁয়াধর।

✦ শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত ㅡ কাবেরী নদীতে।

✦ দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা বিখ্যাত জলপ্রপাত ㅡ যোগ বা গেরোসোপ্পা।

✦ ভারতের উচ্চতম জলপ্রপাত ㅡ কুঞ্চিকল।

✦ ভারতের বৃহত্তম উপহ্রদ ㅡ চিল্কা।

✦ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ㅡ সম্বর।

✦ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ ㅡ উলার।

✦ ভারতের এবং বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ ㅡ প্যাংগং।

✦ গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল ㅡ কোলেরু।

✦ ভারতের দীর্ঘতম খাল ㅡ সারদা খাল।

✦ পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল ㅡ মেদিনীপুর খাল।

✦ ভারতের দীর্ঘতম নদীবাঁধ ㅡ হিরাকুঁদ।

✦ ভারতের বৃহত্তম কয়াল ㅡ ভেম্বানাদ।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️

9 Comments

  1. Biswajit GhoraiMay 09, 2022

    Extraordinary, Mind-blowing & Fantastic Sir. Rating 5/5.

    ReplyDelete
  2. AnonymousMay 09, 2022

    Pdf pawa jabe

    ReplyDelete
  3. AnonymousMay 10, 2022

    Very very good.

    ReplyDelete
  4. কি যে উপকার হয়েছে স্যার বলে বোঝাতে পারব না
    Thank you sir

    ReplyDelete
  5. thinqusir

    ReplyDelete
  6. Sir Thank you so much 🥰
    Sir How I Can Download PDF

    ReplyDelete
  7. Thanks u sir onek onek opokar holo

    ReplyDelete
Previous Post Next Post

نموذج الاتصال