প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে?
উত্তর➠ 🅒 1881 সালে
2. ভারতের জনঘনত্ব কত ?
উত্তর➠ 🅑 382 জন প্রতি বর্গকিমি
3. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
উত্তর➠ 🅐 বিহার
➥ বিহারের জনঘনত্ব 1,102 জন / বর্গকিমি।
4. ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
উত্তর➠ 🅐 অরুণাচল প্রদেশ
➥ অরুণাচল প্রদেশের জনঘনত্ব 17 জন / বর্গকিমি।
5. ভারতের দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
উত্তর➠ 🅒 পশ্চিমবঙ্গ
➥ পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1,029 জন / বর্গকিমি।
6. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর➠ 🅓 দিল্লি (11,297 জন / বর্গকিমি)।
➥ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন / বর্গকিমি)।
7. ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন্ রাজ্যে?
উত্তর➠ 🅑 কেরালা
➥ কেরালাতে লিঙ্গ অনুপাত — প্রতি 1,000 জন পুরুষে 1,084 জন মহিলা।
8. ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন্ রাজ্যে?
উত্তর➠ 🅑 হরিয়ানা
➥ হরিয়ানায় লিঙ্গ অনুপাত — প্রতি 1,000 জন পুরুষে 877 জন মহিলা।
9. ভারতের কোন্ রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি?
/ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?
উত্তর➠ 🅐 উত্তরপ্রদেশ
➥ 2011 সালের আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশে 19,95,81,477 জন মানুষ বসবাস করে।
10. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
উত্তর➠ 🅑 53 টি
ভারতের জনসংখ্যা প্রশ্ন উত্তর, ভারতের জনসংখ্যা mcq
11. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা কত?
উত্তর➠ 🅐 940 জন
➥ পশ্চিমবঙ্গে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা 947 জন।
12. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ?
উত্তর➠ 🅒 51.54 শতাংশ
➥ ভারতের মোট জনসংখ্যার 48.46 শতাংশ মহিলা।
13. ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল —
উত্তর➠ 🅐 5,000 জন
14. ভারতের জনবিরল রাজ্য কোনটি?
উত্তর➠ 🅒 সিকিম
➥ 2011 সালের আদমশুমারি অনুসারে সিকিমের জনসংখ্যা 6,10,577 জন।
15. ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর➠ 🅓 লাক্ষাদ্বীপ
➥ 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা 64,429 জন।
16. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
উত্তর➠ 🅑 কেরালা
➥ কেরালা রাজ্যে সাক্ষরতার হার 93.91% ।
17. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম?
উত্তর➠ 🅒 বিহার
➥ বিহার রাজ্যে সাক্ষরতার হার 63.82% ।
18. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ?
উত্তর➠ 🅒 74.04
➥ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08% ।
19. 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?
উত্তর➠ 🅐 1,029 জন / বর্গকিমি
20. ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
উত্তর➠ 🅐 মুম্বাই
ভারতের জনসংখ্যা প্রশ্ন উত্তর, ভারতের জনসংখ্যা mcq
21. ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর (2011 আদমশুমারি)?
উত্তর➠ 🅑 69.89 বছর
➥ পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল 67.46 বছর।
নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল 72.61 বছর।
22. 50 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে—
উত্তর➠ 🅒 মেগাসিটি
23. ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে কোন্ শহর?
উত্তর➠ 🅐 দিল্লি
24. ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় দেখা যায়?
উত্তর➠ 🅑 গাঙ্গেয় সমভূমিতে
25. কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন জনঘনত্ব —
উত্তর➠ 🅓 46 জন / বর্গকিমি
➥ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখানের জনঘনত্ব 46 জন / বর্গকিমি।
Created by Study Zone In Bengali
➻ একনজরে ভারতের জনসংখ্যা (Study Material):
✦ পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হল — ভারত।
✦ ভারতের জনসংখ্যা — 121,01,93,422 জন (2011 আদমশুমারি)।
✦ ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার — 1.41%।
✦ ভারতের জনঘনত্ব — 382 জন / বর্গকিমি।
✦ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য — উত্তরপ্রদেশ।
✦ ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য — সিকিম।
✦ ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য — বিহার (1,102 জন / বর্গকিমি)।
✦ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য — অরুণাচল প্রদেশ (17 জন / বর্গকিমি)।
✦ ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল — দিল্লি।
✦ ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল — লাক্ষাদ্বীপ।
✦ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল — দিল্লি (11,297 জন / বর্গকিমি)।
✦ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল — আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন / বর্গকিমি)।
✦ ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য — কেরালা (পুরুষ:মহিলা=1000:1084)।
✦ ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য — হরিয়ানা (পুরুষ:মহিলা=1000:877)।
✦ ভারতের সাক্ষরতার হার — 76.04% (পুরুষ- 82.14%, মহিলা- 65.46%)।
✦ ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য — কেরালা (সাক্ষরতার হার- 93.91%)।
✦ ভারতের সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত রাজ্য — বিহার (সাক্ষরতার হার- 63.82%)।
✦ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার — 77.08% ।
✦ ভারতের মহানগরের সংখ্যা — 53 টি (2011 আদমশুমারি)।
✦ শহরের জনসংখ্যা — 5 হাজারের বেশি।
✦ নগরের জনসংখ্যা — 1 লক্ষের বেশি।
✦ মহানগরের জনসংখ্যা — 10 লক্ষের বেশি।
✦ মেগাসিটির জনসংখ্যা — 50 লক্ষের বেশি।
✦ ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল — 69.89 বছর (2011 আদমশুমারি)।
✦ ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারির (1881) নেতৃত্ব দেন — W C Plowden ।
✦ ভারতের আধুনিক জনগননার জনক বা পথিকৃৎ — ডব্লু ডব্লু হান্টার।
[ বি.দ্র: এই টপিকটি 22/05/2022 প্রকাশ করা হল।এখন পর্যন্ত ভারতে 2011 সালে সর্বশেষ আদমশুমারি (15 তম) করা হয়েছে। তাই এখানের প্রতিটি তথ্যই 2011 সালের আদমশুমারির উপর ভিত্তি করে তৈরি, পরবর্তীতে এই তথ্য পরিবর্তন হতে পারে। ]
আরও পড়ুন ↓
Very Good
ReplyDelete