ভারতের ভূপ্রকৃতি mcq — বাছাই করা 25 টি Important MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের ভূপ্রকৃতি mcq (Physiography of India mcq in Bengali) টপিকটিতে Important 25 টি প্রশ্নকে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে।
ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি pdf, ভারতের ভূপ্রকৃতি mcq, ভারতের ভূপ্রকৃতি mcq pdf, ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর, ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর mcq, ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর class 10, ভারতের ভূপ্রকৃতি class 10, ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর pdf download, ভারতের ভূপ্রকৃতি mock test, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের ভূপ্রকৃতি ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

 1. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি?

   🅐 নন্দাদেবী
   🅑 গডউইন অস্টিন (K2)
   🅒 মাউন্ট এভারেস্ট
   🅓 কাঞ্চনজঙ্ঘা

উত্তর➠ 🅑 গডউইন অস্টিন (K2), এর উচ্চতা ৮,৬১১ মিটার।

2. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

/ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

   🅐 মাউন্ট এভারেস্ট
   🅑 কাঞ্চনজঙ্ঘা
   🅒 গডউইন অস্টিন
   🅓 অমরকন্টক

উত্তর➠ 🅑 কাঞ্চনজঙ্ঘা

3. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   🅐 অমরকন্টক
   🅑 গডউইন অস্টিন
   🅒 ধূপগড়
   🅓 গুরুশিখর

উত্তর➠ 🅐 অমরকন্টক

4. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   🅐 ধূপগড়
   🅑 কাঞ্চনজঙ্ঘা
   🅒 গুরুশিখর
   🅓 মহেন্দ্রগিরি

উত্তর➠ 🅒 গুরুশিখর

5. ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   🅐 মাউন্ট আবু
   🅑 মহেন্দ্রগিরি
   🅒 অমরকন্টক
   🅓 ধূপগড়

উত্তর➠ 🅓 ধূপগড়

সাতপুরা পর্বত একটি স্তুপ পর্বত

6. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

  / পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   🅐 আনাইমুদি
   🅑 মহেন্দ্রগিরি
   🅒 জিন্দাগাদা
   🅓 দোদাবেতা

উত্তর➠ 🅐 আনাইমুদি

7. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   🅐 মহেন্দ্রগিরি
   🅑 জিন্দাগাদা
   🅒 দোদাবেতা
   🅓 অমরকন্টক

উত্তর➠ 🅑 জিন্দাগাদা, এর উচ্চতা ১,৬৯০ মিটার।

8. হিমালয়ের সর্বোচ্চ অংশটি হল —

   🅐 হিমাদ্রি
   🅑 টেথিস
   🅒 হিমাচল
   🅓 শিবালিক

উত্তর➠ 🅐 হিমাদ্রি

➥ হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশটি হল টেথিস

9. ভারতের উচ্চতম হ্রদ কোনটি?

   🅐 ডাল হ্রদ
   🅑 উলার হ্রদ
   🅒 প্যাংগং হ্রদ
   🅓 চিল্কা হ্রদ

উত্তর➠ 🅒 প্যাংগং হ্রদ

10. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?

   🅐 ডাল হ্রদ
   🅑 উলার হ্রদ
   🅒 সম্বর হ্রদ
   🅓 চিল্কা হ্রদ

উত্তর➠ 🅓 চিল্কা হ্রদ

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর, ভারতের ভূপ্রকৃতি mcq

11. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়?

   🅐 রান
   🅑 ধান্দ 
   🅒 ওয়াদি
   🅓 বাজাদা

উত্তর➠ 🅑 ধান্দ

➥ ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর

12. মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কি বলে?

   🅐 উত্তর সরকার উপকূল
   🅑 মালাবার উপকূল
   🅒 কোঙ্কন উপকূল
   🅓 করমন্ডল উপকূল

উত্তর➠ 🅒 কোঙ্কন উপকূল

13. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে কি বলে?

   🅐 ভাঙর
   🅑 খাদার
   🅒 ভাবর
   🅓 বেট

উত্তর➠ 🅒 ভাবর

14. থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলে?

   🅐 ধান্দ
   🅑 ধ্রিয়ান
   🅒 রান
   🅓 বাজাদা

উত্তর➠ 🅑 ধ্রিয়ান

15. 'মালনাদ' কথাটির অর্থ কি?

   🅐 মৃতের দেশ
   🅑 মরুভূমির দেশ
   🅒 পাহাড়ি দেশ
   🅓 ধুলোর দেশ

উত্তর➠ 🅒 পাহাড়ি দেশ

16. 'ময়দান' কথাটির অর্থ কি?

   🅐 পাহাড়ি অঞ্চল
   🅑 তরঙ্গায়িত উচ্চভূমি
   🅒 মরুভূমি অঞ্চল
   🅓 পার্বত্যভূমি

উত্তর➠ 🅑 তরঙ্গায়িত উচ্চভূমি

17. মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?

   / কেরালা উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?

   🅐 কয়াল
   🅑 সম্বর
   🅒 দোয়াব
   🅓 উলার

উত্তর➠ 🅐 কয়াল

18. কয়াল দেখা যায় কোন্ রাজ্যে?

   🅐 গুজরাট
   🅑 কর্ণাটক
   🅒 কেরালা
   🅓 পশ্চিমবঙ্গ

উত্তর➠ 🅒 কেরালা

➥ ভারতের বৃহত্তম কয়াল ভেমবানাদ

19. ব্রহ্মপুত্রের মাজুলী নদী দ্বীপটি কোন্ রাজ্যে অবস্থিত?

   🅐 অরুণাচল প্রদেশ
   🅑 অসম
   🅒 ত্রিপুরা
   🅓 মনিপুর

উত্তর➠ 🅑 অসম

20. ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল

   🅐 দিউ
   🅑 দমন
   🅒 ব্যারেন
   🅓 লাক্ষা

উত্তর➠ 🅓 লাক্ষা

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর, ভারতের ভূপ্রকৃতি mcq

21. পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়?

   🅐 বেট
   🅑 দোয়াব
   🅒 তোরাই
   🅓 ধায়া

উত্তর➠ 🅐 বেট

22. ভারতের দীর্ঘতম পাস কোনটি?

   🅐 জোজিলা
   🅑 বানিহাল
   🅒 বুন্দিলপির
   🅓 খারদুংলা

উত্তর➠ 🅑 বানিহাল

23. এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর টানেল কোথায় অবস্থিত?

   🅐 শিবালিক হিমালয়ে
   🅑 হিমাদ্রী হিমালয়ে
   🅒 হিমাচল হিমালয়ে
   🅓 কারাকোরাম পর্বতে

উত্তর➠ 🅒 হিমাচল হিমালয়ে

24. মেঘালয় মালভূমি একটি 

   🅐 ব্যবচ্ছিন্ন মালভূমি
   🅑 পর্বত বেষ্টিত মালভূমি
   🅒 মহাদেশীয় মালভূমি
   🅓 লাভা মালভূমি

উত্তর➠ 🅐 ব্যবচ্ছিন্ন মালভূমি

25. ভারতের উচ্চতম মালভূমি কোনটি?

   🅐 মেঘালয়
   🅑 লাদাখ
   🅒 তিব্বত
   🅓 পামির

উত্তর➠ 🅑 লাদাখ

Created by Study Zone In Bengali

একনজরে ভারতের ভূপ্রকৃতি (Study Material):

✦ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ — মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)।

✦ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ — গডউইন অস্টিন (K2) (৮,৬১১ মিটার)।

✦ পৃথিবীর তৃতীয় উচ্চতম এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ — কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার)।

✦ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ — আনাইমুদি (২,৬৯৫ মিটার)।

✦ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ — জিন্দাগাদা (১,৬৯০ মিটার)।

✦ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — দোদাবেতা (২,৬৩৭ মিটার)।

✦ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — ধূপগড় (১,৩৫০ মিটার)।

✦ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — অমরকন্টক (১,০৫৭ মিটার)।

✦ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — গুরুশিখর (১,৭২২ মিটার)।

✦ বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — মানপুর (৮৮০ মিটার)।

✦ ভারতের দীর্ঘতম সমুদ্রসৈকত হল — মেরিনা বিচ (তামিলনাড়ু চেন্নাই)।

✦ ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হল — পিরপাঞ্জাল টানেল (১১.২১ কিমি)।

✦ ভারতের বৃহত্তম হ্রদ হল — উলার হ্রদ (কাশ্মীর)।

✦ ভারত এবং এশিয়ার বৃহত্তম উপহ্রদ — চিল্কা।

✦ ভারতের দীর্ঘতম হিমবাহ — সিয়াচেন (প্রায় ৭৬ কিমি দীর্ঘ)।

✦ ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল — ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ।

✦ ভারতের বৃহত্তম মালভূমি — দাক্ষিণাত্য মালভূমি।

✦ ভারতের সর্বোচ্চ মালভূমি — লাদাখ।

✦ ভারতের বৃহত্তম ব-দ্বীপ সমভূমি হল — গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি।

✦ ভারতের জীবন্ত আগ্নেয়গিরি — ব্যারেন।

✦ ভারতের প্রাচীনতম পর্বত — আরাবল্লী।

✦ ভারতের বৃহত্তম কয়াল — ভেমবানাদ।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال