প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর➠ 🅓 সপ্তম
2. ভারত এশিয়া মহাদেশের কোন্ দিকে অবস্থিত?
উত্তর➠ 🅑 দক্ষিণ
3. বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর➠ 🅑 29 টি
4. ভারতের 2014 সালের 2 জুন গঠিত নবীনতম রাজ্য কোনটি?
উত্তর➠ 🅓 তেলেঙ্গানা
➥ তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য।
5. কোন্ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে?
উত্তর➠ 🅒 অন্ধ্রপ্রদেশ
6. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?
উত্তর➠ 🅑 গোয়া
7. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
উত্তর➠ 🅓 রাজস্থান
8. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর➠ 🅑 লাক্ষাদ্বীপ
9. ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?
উত্তর➠ 🅐 ভাষা
10. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি?
উত্তর➠ 🅑 22 টি
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন উত্তর, ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ mcq
11. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর➠ 🅐 অন্ধ্রপ্রদেশ
12. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?
উত্তর➠ 🅑 কন্যাকুমারিকা
13. ভারতের উত্তরতম স্থান কোনটি?
উত্তর➠ 🅑 ইন্দিরা কল
14. ভারতের পূর্বতম স্থান কোনটি?
উত্তর➠ 🅐 কিবিথু
15. ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন্ লাইন?
উত্তর➠ 🅒 র্যাডক্লিফ লাইন
16. ম্যাকমোহন লাইনটি দেখা যায় -
উত্তর➠ 🅓 অরুণাচল প্রদেশে
➥ ম্যাকমোহন লাইন ভারত ও চিনের সীমানা নির্ধারণ করে।
17. ভারতের বৃহত্তম শহর কোনটি?
উত্তর➠ 🅑 মুম্বাই
18. ভারতের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর➠ 🅐 গুজরাটের কচ্ছ
19. ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন্ অক্ষরেখা বিস্তৃত হয়েছে?
উত্তর➠ 🅑 কর্কটক্রান্তি রেখা
20. ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত?
উত্তর➠ 🅒 82°30' E
ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রশ্ন উত্তর, ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগে mcq
21. ইন্দিরা পয়েন্ট -এর অপর নাম কি?
উত্তর➠ 🅒 পিগম্যালিয়ান পয়েন্ট
22. পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে?
উত্তর➠ 🅑 2015 -এর 7 মে
23. অন্ধপ্রদেশের পূর্বদিকে অবস্থিত —
উত্তর➠ 🅓 বঙ্গোপসাগর
24. তিনবিঘা করিডর কোথায় রয়েছে?
উত্তর➠ 🅐 পশ্চিমবঙ্গে
25. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর➠ 🅒 মালদ্বীপ
Created by Study Zone In Bengali
➻ একনজরে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ (Study Material):
✦ ভারতের আয়তন — 32,87,782 বর্গকিমি।
✦ উত্তর-দক্ষিণে ভারত ভূখণ্ডের বিস্তার — 3,214 কিমি।
✦ পূর্ব-পশ্চিমে ভারত ভূখণ্ডের বিস্তার — 2,933 কিমি।
✦ আয়তনে পৃথিবীতে ভারতের স্থান — সপ্তম।
✦ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু — ইন্দিরা পয়েন্ট।
✦ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু — কন্যাকুমারিকা।
✦ ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা — 29 টি।
✦ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা — 7টি।
✦ ভারতের নবীনতম রাজ্য — তেলেঙ্গানা।
✦ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল — লাক্ষাদ্বীপপুঞ্জ (32 বর্গ কিমি)।
✦ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (8,249 বর্গ কিমি)।
✦ ভারতের রাজধানী — নিউ দিল্লি।
✦ ভারতের বৃহত্তম শহর — মুম্বাই।
✦ ভারতের ক্ষুদ্রতম রাজ্য — গোয়া।
✦ ভারতের বৃহত্তম রাজ্য — রাজস্থান।
✦ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ — মালদ্বীপ।
✦ ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ — চিন।
✦ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমারেখা সবচেয়ে কম (৮০ কিমি)।
✦ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখা সবচেয়ে বেশি (4096 কিমি)।
✦ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি — ভাষা।
✦ ভারতের সংবিধান স্বীকৃত ভাষা — 22 টি।
✦ ভারতের রাষ্ট্রীয় ভাষা — হিন্দি।
✦ তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় — উপসাগর।
✦ তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় — উপদ্বীপ।
✦ ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ।
✦ ভারত ও পাকিস্তানের সীমানা — র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
✦ ভারত (অধুনা পাকিস্তান) ও আফগানিস্তানের সীমানা — ডুরান্ড লাইন নামে পরিচিত।
✦ ভারত ও চিনের সীমানা — ম্যাকমোহন লাইন নামে পরিচিত।
আরও পড়ুন ↓