ভারতের মৃত্তিকা mcq — বাছাই করা 25 টি Important MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের মৃত্তিকা mcq (Indian Soil MCQ in Bengali) টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের মৃত্তিকা mcq প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর, ভারতের মৃত্তিকা mcq, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের মৃত্তিকা ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

   🅐 কলকাতায়
   🅑 দেরাদুনে
   🅒 ভোপালে
   🅓 লখনউ-এ

উত্তর➠ 🅑 দেরাদুনে

2. ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

   🅐 জয়সলমীর-এ
   🅑 জয়পুর-এ
   🅒 যোধপুর-এ
   🅓 বিকানীর-এ

উত্তর➠ 🅒 রাজস্থানের যোধপুর-এ

3. ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন্ মৃত্তিকা?

   🅐 পলি মৃত্তিকা
   🅑 লোহিত মৃত্তিকা
   🅒 ল্যাটেরাইট মৃত্তিকা
   🅓 কৃষ্ণ মৃত্তিকা

উত্তর➠ 🅐 পলি মৃত্তিকা

➥ ভারতের প্রায় 46% স্থানে পলিমাটি দেখা যায়।

4. নদী তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলা হয়?

   🅐 ভাঙ্গর
   🅑 খাদার
   🅒 তরাই
   🅓 ভাবর

উত্তর➠ 🅐 ভাঙ্গর

➥ নদী তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলা হয়।

5. পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলে?

   🅐 খাদার
   🅑 তরাই
   🅒 ধায়া
   🅓 বেট

উত্তর➠ 🅓 বেট

➥ পাঞ্জাবের প্রাচীন পলিমাটি অঞ্চলকে ধায়া বলে।

6. নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন্ রাজ্যে দেখা যায়?

   🅐 পশ্চিমবঙ্গ
   🅑 উত্তরপ্রদেশ
   🅒 রাজস্থান
   🅓 অসম

উত্তর➠ 🅑 উত্তরপ্রদেশ

➥ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি খাদার বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে দেখা যায়।

7. দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় গঠিত মৃত্তিকাকে কি বলে?

   🅐 ল্যাটেরাইট মৃত্তিকা
   🅑 কৃষ্ণ মৃত্তিকা
   🅒 লোহিত মৃত্তিকা
   🅓 পডসল মৃত্তিকা

উত্তর➠ 🅑 কৃষ্ণ মৃত্তিকা

8. কোন্ ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত?

   🅐 মরু অঞ্চলের সিরোজেম মৃত্তিকা
   🅑 পার্বত্য অঞ্চলের পডসল মৃত্তিকা
   🅒 সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা
   🅓 গাঙ্গেয় সমভূমির পলিমাটি

উত্তর➠ 🅒 সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা

➥ যে মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকার জন্য পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না, সেই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।

9. কোন্ মাটিতে কার্পাস চাষ ভালো হয়?

   🅐 কালো মাটি
   🅑 লালমাটি
   🅒 সিরোজেম মৃত্তিকা
   🅓 ল্যাটেরাইট মৃত্তিকা

উত্তর➠ 🅐 কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা

➥ কৃষ্ণ মৃত্তিকার অপর নাম 'রেগুর'।

10. মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে কি বলে?

   🅐 চারনোজেম
   🅑 সিরোজেম
   🅒 ল্যাটেরাইট
   🅓 পডসল

উত্তর➠ 🅑 সিরোজেম

ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর, ভারতের মৃত্তিকা mcq

11. মরু অঞ্চলের মাটিতে কি চাষ ভালো হয়?

   🅐 ধান
   🅑 গম
   🅒 মিলেট
   🅓 কার্পাস

উত্তর➠ 🅒 মিলেট

12. পার্বত্য অঞ্চলের প্রধান মাটি হল —

   🅐 পডসল
   🅑 সিরোজেম
   🅒 লালমাটি
   🅓 পিট

উত্তর➠ 🅐 পডসল

➥ পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে হিউমাসযুক্ত যে মাটি সৃষ্টি হয়, তাকে পডসল বলে।

13. পার্বত্য মৃত্তিকা কি প্রকৃতির?

   🅐 মৃদু আম্লিক
   🅑 অতি আম্লিক
   🅒 মৃদু ক্ষারকীয়
   🅓 অতি ক্ষারকীয়

উত্তর➠ 🅐 মৃদু আম্লিক

➥ পার্বত্য অঞ্চলের মাটিতে চা, কফি, বিভিন্ন ধরনের মসলা ও ফলের চাষ খুব ভালো হয়।

14. কোন্ মাটির গঠন মৌচাকের মতো?

   🅐 রেগুর মাটি
   🅑 সিরোজেম মাটি
   🅒 ল্যাটেরাইট মাটি
   🅓 পডসল মাটি

উত্তর➠ 🅒 ল্যাটেরাইট মাটি

15. ভারতের কোন্ অঞ্চলে ঝুম চাষ বেশি হয়?

   🅐 গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
   🅑 মরুভূমি অঞ্চলে
   🅒 লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চলে
   🅓 উত্তর-পূর্ব পার্বত্যাঞ্চলে

উত্তর➠ 🅓 উত্তর-পূর্ব পার্বত্যাঞ্চলে

➥ ঝুম চাষ 'স্থানান্তর কৃষি' নামেও পরিচিত। ওড়িশায় একে 'পডু' এবং কেরালায় 'পোনম' বলে।

16. রাঢ় সমভূমি অঞ্চলে কোন্ প্রকার মাটি দেখা যায়?

   🅐 ভাঙ্গর
   🅑 খাদার
   🅒 তরাই
   🅓 ভাবর

উত্তর➠ 🅐 ভাঙ্গর

17. কোন্ মাটির স্থানীয় নাম 'মোরাম' ?

   🅐 সিরোজেম মাটি
   🅑 পডসল মাটি
   🅒 ল্যাটেরাইট মাটি
   🅓 রেগুর মাটি

উত্তর➠ 🅒 ল্যাটেরাইট মাটি

18. কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি কি চাষের জন্য বিখ্যাত?

   🅐 চিনাবাদামের চাষ
   🅑 দারুচিনির চাষ
   🅒 জাফরানের চাষ
   🅓 মসলার চাষ

উত্তর➠ 🅒 জাফরানের চাষ

➥ কাশ্মীর উপত্যকার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অনুভূমিক স্তরযুক্ত হ্রদসমভূমিকে কারেওয়া বলে।

19. কোন্ মাটিতে সিংকোনা চাষ ভালো হয়?

   🅐 রেগুর মৃত্তিকায়
   🅑 পডসল মৃত্তিকায়
   🅒 লোহিত মৃত্তিকায়
   🅓 সিরোজেম মৃত্তিকায়

উত্তর➠ 🅑 পডসল মৃত্তিকায়

20. ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হল —

   🅐 চিনাবাদাম
   🅑 মিলেট
   🅒 জাফরান
   🅓 আলমন্ড

উত্তর➠ 🅐 চিনাবাদাম

ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর, ভারতের মৃত্তিকা mcq

21. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?

   🅐 ভাঙ্গর
   🅑 খাদার
   🅒 ভাবর
   🅓 ভিহী

উত্তর➠ 🅒 ভাবর

22. ভারতের কোন্ রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়?

   🅐 পাঞ্জাব ও হরিয়ানা
   🅑 জম্মু ও কাশ্মীর
   🅒 গুজরাট ও রাজস্থান
   🅓 কর্ণাটক ও কেরালা

উত্তর➠ 🅓 কর্ণাটক ও কেরালা

23. পিট মৃত্তিকা কোথায় দেখা যায়?

   🅐 উত্তরপ্রদেশের তরাইয়ে
   🅑 ওড়িশার পাহাড়ি অঞ্চলে
   🅒 রাজস্থানের মরুস্থলীতে
   🅓 গুজরাটের দক্ষিণাংশে

উত্তর➠ 🅓 গুজরাটের দক্ষিণাংশে

24. গালি ক্ষয় কোন্ মাটিতে দেখা যায়?

   🅐 রেগুর মৃত্তিকা
   🅑 পলি মৃত্তিকা
   🅒 ল্যাটেরাইট মৃত্তিকা
   🅓 মরু মৃত্তিকা

উত্তর➠ 🅒 ল্যাটেরাইট মৃত্তিকা

➥ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে, মধ্যপ্রদেশের চম্বল উপত্যকায় গালি বা খোয়াই ক্ষয় দেখা যায়।

25. ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল

   🅐 ঝুম চাষ
   🅑 ফালি চাষ
   🅒 জলসেচ
   🅓 পশুচারণ

উত্তর➠ 🅑 ফালি চাষ

➥ অসংরক্ষিত বা উদ্ভিদবিহীন ঢালু জমিতে আড়াআড়িভাবে চওড়া ফিতাকৃতি বা ফালি আকৃতির কৃষিজমি তৈরি করে শস্য চাষ করাকে ফালি চাষ বলে। এই পদ্ধতিতে সিম, ডাল, সয়াবিন প্রভৃতি চাষ করা হয়।

Created by Study Zone In Bengali 

➻ একনজরে ভারতের মৃত্তিকা (Study Material):

✦ মাটি সম্পর্কিত বিজ্ঞানকে বলে 一 পেডোলজি।

✦ ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত 一 দেরাদুনে।

✦ ভারতের মরু মৃত্তিকা গবেষণাকেন্দ্র রয়েছে 一 যোধপুর-এ।

✦ ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত 一 পলিমাটি (প্রায় ৪৬%)।

✦ খাদার 一 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি (উত্তরপ্রদেশ, বিহার) খাদার নামে পরিচিত।

✦ ভাঙ্গর 一 গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি‌ ভাঙ্গর নামে পরিচিত।

✦ বেট 一 পাঞ্জাবে নদী অববাহিকার নবীন পলিমাটিকে বেট বলে।

✦ ধায়া 一 পাঞ্জাবে নদী অববাহিকার প্রাচীন পলিমাটিকে ধায়া বলে।

✦ ভাবর ও তরাই 一 হিমালয়ের পাদদেশে নদীবাহিত নুড়ি, কাঁকর, পলি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট মৃত্তিকা ভাবর এবং তার দক্ষিণের পলিমাটি তরাই নামে পরিচিত।

✦ কারেওয়া 一 কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত প্রাচীন পলিমাটি কারেওয়া নামে পরিচিত।

✦ কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত।

✦ ল্যাটেরাইট মাটির গঠন 一 মৌচাকের মতো।

✦ ল্যাটেরাইট মৃত্তিকার খনিজ উপাদান 一 লোহা ও অ্যালুমিনিয়াম।

✦ ধৌত প্রক্রিয়া পরিলক্ষিত হয় 一 ল্যাটেরাইট মাটিতে।

✦ ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম 一 মোরাম।

✦ কৃষ্ণ মৃত্তিকার অপর নাম 一 রেগুর।

✦ সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত রাজ্য 一 মহারাষ্ট্র।

✦ কার্পাস চাষের পক্ষে আদর্শ 一 কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি।

✦ ডেকান ট্রাপ অঞ্চলে রেগুর বা কালো মাটি বেশি দেখা যায়।

✦ ভারতের পার্বত্য অঞ্চলের প্রধান মাটি 一 পডসল।

✦ রুশ শব্দ 'পডসল' -এর অর্থ 一 ধূসর।

✦ ফল ও মসলা চাষ বেশি হয় 一 পার্বত্য অঞ্চলের মাটিতে বা পডসল মাটিতে।

✦ হার্ডপ্যান (Hardpan) দেখা যায় 一 পডসল মাটিতে।

✦ ভারতের মরু অঞ্চলের মাটি 一 সিরোজেম।

✦ মরু মৃত্তিকা বা সিরোজেম মাটিতে চাষ হয় 一 মিলেট জাতীয় শস্য (জোয়ার, বাজরা, রাগি)।

✦ ভারতের ঝুম চাষ বেশি হয় 一 উত্তর-পূর্ব পার্বত্যাঞ্চলে।

✦ ঝুম চাষকে ওড়িশায় 'পডু' এবং কেরালায় 'পোনম' বলে।

✦ পিট মৃত্তিকা দেখা যায় 一 কেরালায়।

✦ খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দ্বারা মৃত্তিকা ক্ষয় হয় 一 পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে, মধ্যপ্রদেশের চম্বল উপত্যকায়।

✦ যে মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকার জন্য পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না, সেই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। উদাহরণ: সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال