ভারতের শিল্প mcq — বাছাই করা 25 টি Important mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের শিল্প mcq (Indian Industry mcq in Bengali) টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের শিল্প প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের শিল্প, ভারতের শিল্প mcq, ভারতের শিল্প প্রশ্ন উত্তর, ভারতের শিল্প pdf, ভারতের শিল্প দশম শ্রেণী, ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প mcq, ভারতের শিল্প মক টেস্ট, ভারতের শিল্প mock test, ভারতের শিল্প কুইজ, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের শিল্প ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

   🅐 ট্রম্বে
   🅑 জামনগর
   🅒 হলদিয়া
   🅓 ভাদোদরা

উত্তর➠ 🅑 জামনগর

➥ ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল ট্রম্বে

2. ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?

   🅐 ভিলাই
   🅑 জামশেদপুর
   🅒 দুর্গাপুর
   🅓 সালেম

উত্তর➠ 🅐 ভিলাই

➥ ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল জামশেদপুর

3. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

   🅐 কানপুরকে
   🅑 কোয়েম্বাটোরকে
   🅒 মাদুরাইকে
   🅓 মুম্বাইকে

উত্তর➠ 🅐 কানপুরকে

➥ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে

ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে

4. ভারতের ডেট্রয়েট কোন্ শহরকে বলে?

   🅐 পুনে
   🅑 চেন্নাই
   🅒 বেঙ্গালুরু
   🅓 নাগপুর

উত্তর➠ 🅑 চেন্নাই

5. ভারতের টেক সিটি (Tech City) নামে কোন্ শহর পরিচিত?

   🅐 বেঙ্গালুরু
   🅑 পুনে
   🅒 দিল্লি
   🅓 মুম্বাই

উত্তর➠ 🅑 পুনে

6. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?

   🅐 কোচি
   🅑 হায়দরাবাদ
   🅒 বারাণসী
   🅓 বেঙ্গালুরু

উত্তর➠ 🅓 বেঙ্গালুরু

➥ তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বেঙ্গালুরু 'ভারতের সিলিকন ভ্যালি' নামে পরিচিত।

7. ভারতের রূঢ় কাকে বলা হয়?

   🅐 হলদিয়া
   🅑 রাঁচি
   🅒 নাগপুর
   🅓 দুর্গাপুর

উত্তর➠ 🅓 দুর্গাপুর

8. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে?

   🅐 দুর্গাপুরে
   🅑 জামশেদপুরে
   🅒 সালেমে
   🅓 ভিলাইয়ে

উত্তর➠ 🅒 সালেমে

9. কোন্ শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলা হয়?

   🅐 কার্পাস বয়ন শিল্পকে
   🅑 লৌহ-ইস্পাত শিল্পকে
   🅒 পেট্রোরসায়ন শিল্পকে
   🅓 অনুসারী শিল্পকে

উত্তর➠ 🅑 লৌহ-ইস্পাত শিল্পকে

10. ইলেকট্রনিক্স শহর বলা হয় 

   🅐 কলকাতাকে
   🅑 মুম্বাইকে
   🅒 বেঙ্গালুরুকে
   🅓 চেন্নাইকে

উত্তর➠ 🅒 বেঙ্গালুরুকে

ভারতের শিল্প প্রশ্ন উত্তর, ভারতের শিল্প mcq

11. শিকড় আলগা শিল্প বলা হয় কোন্ শিল্পকে?

   🅐 কার্পাস শিল্প
   🅑 পেট্রোরসায়ন শিল্প
   🅒 লৌহ ইস্পাত শিল্প
   🅓 কাগজ শিল্প

উত্তর➠ 🅐 কার্পাস শিল্প

12. আধুনিক শিল্প দানব কোন্ শিল্পকে বলা হয়?

   🅐 কার্পাসবয়ন শিল্পকে
   🅑 পেট্রোরসায়ন শিল্পকে
   🅒 লৌহ ইস্পাত শিল্পকে
   🅓 ইঞ্জিনিয়ারিং শিল্পকে

উত্তর➠ 🅑 পেট্রোরসায়ন শিল্পকে

13. উদীয়মান শিল্প কোন্ শিল্পকে বলা হয়?

   🅐 তথ্যপ্রযুক্তি শিল্পকে
   🅑 পেট্রোরসায়ন শিল্পকে
   🅒 লৌহ-ইস্পাত শিল্পকে
   🅓 পাট শিল্পকে

উত্তর➠ 🅑 পেট্রোরসায়ন শিল্পকে

14. পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

   🅐 ইথিলিন
   🅑 খনিজ তেল
   🅒 ন্যাপথলিন
   🅓 ন্যাপথা

উত্তর➠ 🅓 ন্যাপথা

15. ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি কোনটি?

   🅐 উইপ্রো
   🅑 কগনিজেন্ট
   🅒 ইনফোসিস
   🅓 টি সি এস

উত্তর➠ 🅓 টি সি এস

16. সংযোজন ভিত্তিক শিল্প কোন্ শিল্পকে বলে?

   🅐 পেট্রোরসায়ন শিল্পকে
   🅑 লৌহ ইস্পাত শিল্পকে
   🅒 মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
   🅓 তথ্যপ্রযুক্তি শিল্পকে

উত্তর➠ 🅒 মোটরগাড়ি নির্মাণ শিল্পকে

17. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়?

   🅐 পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে
   🅑 মহারাষ্ট্রের নাসিকে
   🅒 তেলেঙ্গানার হায়দরাবাদে
   🅓 উত্তরপ্রদেশের কানপুরে

উত্তর➠ 🅐 পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে

18. ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী কোন্ শহরকে বলে?

   🅐 হায়দ্রাবাদ
   🅑 বেঙ্গালুরু
   🅒 চেন্নাই
   🅓 নাসিক

উত্তর➠ 🅑 বেঙ্গালুরু

19. TISCO কোন্ নদীর তীরে গড়ে উঠেছে?

   🅐 হুগলি নদীর তীরে
   🅑 হলদি নদীর তীরে
   🅒 ব্রাহ্মণী নদীর তীরে
   🅓 সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে

উত্তর➠ 🅓 সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে

➥ 'TISCO' এর পুরো নাম — Tata Iron and Steel Company.

20. ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?

   🅐 জামশেদপুর
   🅑 পুনে
   🅒 গুরগাঁও
   🅓 দুর্গাপুর

উত্তর➠ 🅒 গুরগাঁও

ভারতের শিল্প প্রশ্ন উত্তর, ভারতের শিল্প mcq

21. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?

   🅐 চিত্তরঞ্জন
   🅑 বারাণসী
   🅒 জামশেদপুর
   🅓 বিশাখাপত্তনম

উত্তর➠ 🅐 পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

➥ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।

22. কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এমন একটি লৌহ-ইস্পাত কারখানা হল 

   🅐 দুর্গাপুর
   🅑 রৌরকেলা
   🅒 বিশাখাপত্তনম
   🅓 ভিলাই

উত্তর➠ 🅐 দুর্গাপুর

➥ দুর্গাপুর লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি আসানসোল ও রানীগঞ্জ কয়লা খনির নিকটবর্তী স্থানে গড়ে উঠেছে।

23. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হল 

   🅐 জামশেদপুর
   🅑 গুরগাঁও
   🅒 মুম্বাই
   🅓 পুনে

উত্তর➠ 🅒 মুম্বাই

24. ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছে 

   🅐 জামশেদপুরে
   🅑 হিন্দমোটরে
   🅒 ব্যাঙ্গালুরুতে
   🅓 চেন্নাইতে

উত্তর➠ 🅑 হিন্দমোটরে

25. ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?

   🅐 পেট্রোরসায়ন শিল্প
   🅑 লৌহ-ইস্পাত শিল্প
   🅒 কার্পাস বয়ন শিল্প
   🅓 অটোমোবাইল শিল্প

উত্তর➠ 🅒 কার্পাস বয়ন শিল্প

➥ কার্পাস বয়ন শিল্প হল ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প।

Created by Study Zone In Bengali

➻ একনজরে ভারতের শিল্প (Study Material):

✦ ভারতের ম্যানচেস্টার বলা হয় — আমেদাবাদকে।

✦ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় — কানপুরকে।

✦ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় — কোয়েম্বাটোরকে।

✦ ভারতের রূঢ় বলা হয় — দুর্গাপুরকে।

✦ ভারতের ডেট্রয়েট বলা হয় — চেন্নাইকে।

✦ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় — বেঙ্গালুরুকে।

✦ ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের রাজধানী — বেঙ্গালুরু।

✦ ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী — মুম্বাই।

✦ ভারতের হাইটেক সিটি নামে পরিচিত — হায়দরাবাদ।

✦ ভারতের টেক সিটি (Tech-City) বলা হয় — পুনেকে।

✦ পূর্বের শেফিল্ড বলা হয় — হাওড়া শহরকে।

✦ ভারতের উদীয়মান শিল্প বলা হয় — পেট্রোরসায়ন শিল্পকে।

✦ শিল্পদানব বলা হয় — পেট্রোরসায়ন শিল্পকে।

✦ ভারতের একক বৃহত্তম শিল্প বলা হয় — কার্পাস বয়ন শিল্পকে।

✦ শিকড় আলগা শিল্প বলা হয় — কার্পাস বয়ন শিল্পকে।

✦ সংযোজনভিত্তিক শিল্প বলা হয় — মোটর গাড়ি নির্মাণ শিল্পকে।

✦ ভার হ্রাসমান শিল্প বলা হয় — লৌহ-ইস্পাত শিল্পকে।

✦ রুগ্নশিল্প — হুগলি শিল্পাঞ্চলে পাটশিল্প।

✦ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র — অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

✦ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র — ভিলাই।

✦ ভারতের বৃহত্তম রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র — পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন।

✦ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র — হরিয়ানার গুরগাঁও।

✦ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র — জামনগর (বেসরকারি), ভাদোদরা (সরকারি)।

✦ ভারতের প্রথম কাপড়ের কল গড়ে ওঠে — পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে।

✦ ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র — ট্রম্বে।

✦ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল — ন্যাপথা।

✦ ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা — Tata Consultancy Services (TCS)

✦ TISCO — Tata Iron and Steel Company

✦ IISCO — Indian Iron and Steel Company

✦ SAIL — Steel Authority of India Limited

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال