ভারতের কৃষি mcq — বাছাই করা 25 টি Important mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের কৃষি mcq টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের কৃষি প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভারতের কৃষি, ভারতের কৃষি mcq, ভারতের কৃষি mcq pdf, ভারতের কৃষি প্রশ্ন উত্তর, ভারতের কৃষিকাজ, ভারতের কৃষিকাজ mcq, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের ভূগোল mcq প্রশ্ন উত্তর, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের কৃষি ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ধান উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

   🅐 উত্তর প্রদেশ
   🅑 পাঞ্জাব
   🅒 পশ্চিমবঙ্গ
   🅓 কর্ণাটক

উত্তর➠ 🅒 পশ্চিমবঙ্গ

➥ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষ হয় বলে একে 'ধান্য ভান্ডার' বলা হয়।

ধান উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান ভারতে দ্বিতীয়।

ধান উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।

2. গম উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

   🅐 উত্তর প্রদেশ
   🅑 মধ্যপ্রদেশ
   🅒 পাঞ্জাব
   🅓 হরিয়ানা

উত্তর➠ 🅐 উত্তর প্রদেশ

➥ গম উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য দ্বিতীয়।

গম উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।

3. গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান 

   🅐 প্রথম
   🅑 দ্বিতীয়
   🅒 তৃতীয়
   🅓 চতুর্থ

উত্তর➠ 🅑 দ্বিতীয়

4. ভারতের 'ধান ভান্ডার' কাকে বলে?

   🅐 তামিলনাড়ুকে
   🅑 উত্তরপ্রদেশকে
   🅒 পশ্চিমবঙ্গকে
   🅓 কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চলকে

উত্তর➠ 🅓 কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চলকে

'দক্ষিণের ধানের ভান্ডার' বলা হয় তামিলনাড়ুকে।

5. পশ্চিমবঙ্গের 'ধানের ভান্ডার' কাকে বলা হয়?

   🅐 উত্তর 24 পরগনা
   🅑 দক্ষিণ 24 পরগনা
   🅒 বর্ধমান
   🅓 মালদহ

উত্তর➠ 🅒 বর্ধমান জেলাকে

6. কার্পাস উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম?

   🅐 গুজরাট
   🅑 মহারাষ্ট্র
   🅒 তেলেঙ্গানা
   🅓 অন্ধ্রপ্রদেশ

উত্তর➠ 🅐 গুজরাট

➥ মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে।

তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে ভারতে তৃতীয়।

7. চা উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম?

   🅐 পশ্চিমবঙ্গ
   🅑 অসম
   🅒 তামিলনাড়ু
   🅓 কেরালা

উত্তর➠ 🅑 অসম

➥ পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহৎ চা উৎপাদনকারী রাজ্য।

দক্ষিণ ভারতে তামিলনাড়ু সর্ববৃহৎ চা উৎপাদনকারী রাজ্য এবং ভারতে তৃতীয় স্থান অধিকারকারী রাজ্য।

8. ভারতে কোন্ শ্রেণীর চা বেশি উৎপন্ন হয়?

   🅐 সবুজ চা
   🅑 কালো চা
   🅒 ইষ্টক চা
   🅓 উলং চা

উত্তর➠ 🅑 কালো চা

9. বল উইভিল কি ?

   🅐 চায়ের পোকা
   🅑 কফির পোকা
   🅒 গমের পোকা
   🅓 কার্পাসের পোকা

উত্তর➠ 🅓 কার্পাসের পোকা

10. ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়?

   🅐 খারিফ শস্য
   🅑 রবি শস্য
   🅒 জায়িদ শস্য
   🅓 তন্তুজাতীয় শস্য

উত্তর➠ 🅒 জায়িদ শস্য

➥ এই সময় তরমুজ, শশা, শাকসবজি, ফলমূল, আউশ ধান, বাদাম প্রভৃতি চাষ করা হয়।

ভারতের কৃষি প্রশ্ন উত্তর, ভারতের কৃষি mcq

11. প্রাক বর্ষায় চাষ করা হয় 

   🅐 বাগিচা শস্য
   🅑 তন্তু জাতীয় শস্য
   🅒 খারিফ শস্য
   🅓 রবি শস্য

উত্তর➠ 🅒 খারিফ শস্য

➥ এই সময় ধান, পাট, তুলো, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ করা হয়।

12. শীতকালে কোন্ ধান চাষ করা হয়?

   🅐 বোরো ধান
   🅑 আউশ ধান
   🅒 আমন ধান
   🅓 আউশ ধান ও আমন ধান

উত্তর➠ 🅐 বোরো ধান

➥ আউশ ধান গ্রীষ্মকালে ও আমন ধান বর্ষাকালে চাষ করা হয়।

শীতকালে যেসব শস্যের চাষ করা হয় তাদের রবিশস্য বলে। এইসময় গম, যব, ছোলা, বোরো ধান প্রভৃতি চাষ করা হয়।

13. দক্ষিণ ভারতে বাজরাকে কি বলে?

   🅐 মিলেট
   🅑 চোমাল
   🅒 মারুয়া
   🅓 কুম্বু

উত্তর➠ 🅓 কুম্বু

➥ দক্ষিণ ভারতে জোয়ারকে 'চোমাল' বলা হয়।

দক্ষিণ ভারতে রাগিকে 'মারুয়া' বলা হয়।

14. পিপাসার্ত ফসল বলা হয় 

   🅐 ধান
   🅑 গম
   🅒 চা
   🅓 জোয়ারকে

উত্তর➠ 🅐 ধানকে

15. রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন্ চাষে?

   🅐 গম চাষে
   🅑 কার্পাস চাষে
   🅒 ইক্ষু চাষে
   🅓 কৃষিভিত্তিক শিল্পে

উত্তর➠ 🅒 ইক্ষু বা আখ চাষে

16. সোনালী পানীয় কাকে বলা হয়?

   🅐 চা
   🅑 কফি
   🅒 দুধ
   🅓 ডাবের জলকে

উত্তর➠ 🅐 চা-কে

➥ সোনালী তন্তু বলা হয় পাটকে।

17. গম হল একটি 

   🅐 খারিফ শস্য
   🅑 রবি শস্য
   🅒 জায়িদ শস্য
   🅓 বাণিজ্য শস্য

উত্তর➠ 🅑 রবি শস্য

18. ওলেরিকালচার কী ?

   🅐 ফুলের চাষ
   🅑 ফলের চাষ
   🅒 শাকসবজির চাষ
   🅓 কার্পাস চাষ

উত্তর➠ 🅒 শাকসবজির চাষ

➥ ফুলচাষকে ফ্লোরিকালচার এবং ফলচাষকে পোমামকালচার বলা হয়।

19. সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন্ চাষে?

   🅐 ইক্ষু চাষে
   🅑 পাট চাষে
   🅒 কফি চাষে
   🅓 চা চাষে

উত্তর➠ 🅐 ইক্ষু চাষে

20. কল্যাণসোনা ভারতের কোন্ উন্নত উচ্চফলনশীল বীজের প্রজাতি?

   🅐 ধান
   🅑 গম
   🅒 পাট
   🅓 কার্পাস

উত্তর➠ 🅑 গম

ভারতের কৃষি প্রশ্ন উত্তর, ভারতের কৃষি mcq

21. নিম্নের কোনটি বাগিচা ফসলের উদাহরণ?

   🅐 ইক্ষু
   🅑 চা
   🅒 ধান
   🅓 পাট

উত্তর➠ 🅑 চা

➥ বাগিচা ফসল গুলি হল — চা, কফি, রবার।

22. আখ উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম?

   🅐 উত্তরপ্রদেশ
   🅑 মহারাষ্ট্র
   🅒 কর্ণাটক
   🅓 তামিলনাড়ু

উত্তর➠ 🅐 উত্তরপ্রদেশ

➥ উত্তরপ্রদেশকে 'আখের রাজ্য' বা 'চিনির বাটি' বলা হয়।

23. ভারতের চা গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?

   🅐 কর্নাটকের চিকমাগালুর
   🅑 পশ্চিমবঙ্গের দার্জিলিং
   🅒 অসমের জোড়হাট
   🅓 উত্তরপ্রদেশের লখনউ

উত্তর➠ 🅒 অসমের জোড়হাট

➥ ভারতের কফি গবেষণাকেন্দ্র কর্নাটকের চিকমাগালুর এ অবস্থিত।

24. ভারতীয় কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?

   🅐 কলকাতা
   🅑 বেঙ্গালুরু
   🅒 অসম
   🅓 কর্ণাটক

উত্তর➠ 🅑 বেঙ্গালুরু

25. ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?

   🅐 চিকমাগালুর
   🅑 জোড়হাট
   🅒 কলকাতা
   🅓 চেন্নাই

উত্তর➠ 🅒 কলকাতা

Created by Study Zone In Bengali

➻ একনজরে ভারতের কৃষি (Study Material):

✦ ভারতের প্রধান খাদ্যশস্য হল — ধান ও গম।

✦ ভারতের প্রধান পানীয় ফসল হল — চা ও কফি।

✦ ভারতের ধানের ভান্ডার বলা হয় — কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চলকে।

✦ দক্ষিণের ধানের ভান্ডার বলা হয় — তামিলনাড়ুকে।

✦ পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় — বর্ধমান জেলাকে।

✦ ভারতের গম বলয়  — পাঞ্জাব-হরিয়ানা।

✦ দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় — থাঞ্জাভুর অঞ্চলকে।

✦ ভারতের চিনির বাটি বলা হয় — উত্তরপ্রদেশকে।

✦ ভারতের কফিপাত্র বলা হয় — কর্ণাটককে।

✦ ভারতের চায়ের বাগান বলা হয় — অসমকে।

✦ ভারতের মশলার বাগান বলা হয় — কেরালাকে।

✦ ভারতের সোনালী তন্তু বলা হয় — পাটকে।

✦ ভারতের সোনালী পানীয় বলা হয় — চা কে।

✦ সাদা সোনা বলা হয় — কার্পাস তুলাকে।

✦ দক্ষিণ ভারতে জোয়ারকে বলে — চোলাম।

✦ দক্ষিণ ভারতে বাজরাকে বলে — কুম্বু।

✦ দক্ষিণ ভারতে রাগিকে বলে — মারুয়া।

✦ ধানের উচ্চ ফলনশীল বীজের নাম — রত্না, জয়া, বিজয়া, IR-8, IR-20, গোবিন্দ, আদিত্য।

✦ গমের উচ্চ ফলনশীল বীজের নাম — সোনালিকা, কল্যানসোনা, হীরা, সোনার-64 প্রভৃতি।

✦ কার্পাসের উচ্চ ফলনশীল বীজের নাম — সুজাতা, কৃষ্ণ, বরলক্ষ্মী, নর্বদা, MCU-5 প্রভৃতি।

ভারতে বিভিন্ন ফসলের গবেষণাকেন্দ্র:

ধানের গবেষণাকেন্দ্র — ওড়িশার কটক, পশ্চিমবঙ্গের চুঁচুড়া।

গমের গবেষণাকেন্দ্র — দিল্লির নিকটবর্তী পুসা।

পাটের গবেষণাকেন্দ্র — পশ্চিমবঙ্গের ব্যারাকপুর।

মিলেট এর গবেষণাকেন্দ্র — রাজস্থানের যোধপুর।

তুলোর গবেষণাকেন্দ্র — মহারাষ্ট্রের নাগপুর।

আখের গবেষণাকেন্দ্র — উত্তরপ্রদেশের লখনউ, তামিলনাড়ু, কোয়েম্বাটুর।

চা এর গবেষণাকেন্দ্র — অসমের জোড়হাট।

কফি এর গবেষণাকেন্দ্র — কর্নাটকের চিকমাগালুর।

বিভিন্ন ফসল উৎপাদনে বিশ্বে ভারতের স্থান:

ধান, গম, চা, কার্পাস, ইক্ষু উৎপাদনে বিশ্বে ভারতের স্থান — দ্বিতীয়।

কফি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান — ষষ্ঠ।

মিলেট (জোয়ার, বাজরা ও রাগি) উৎপাদনে বিশ্বে ভারতের স্থান — প্রথম।

✦ খারিফ শস্য — ধান, পাট, তুলো, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি।

✦ রবি শস্য — গম, যব, ছোলা, বোরো ধান প্রভৃতি।

✦ জায়িদ শস্য — তরমুজ, শশা, শাকসবজি, ফলমূল, আউশ ধান, বাদাম প্রভৃতি।

✦ অর্থকরী ফসল — তুলো, পাট, আখ, ডাল, মসলা, কার্পাস, চা, কফি ইত্যাদি।

✦ শুষ্ক কৃষি — জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি মিলেট জাতীয় শস্য।

✦ আর্দ্র কৃষি — ধান, পাট, ইক্ষু প্রভৃতি এই প্রকার কৃষির প্রধান ফসল।

✦ বাগিচা কৃষি — চা, কফি, রবার।

✦ হর্টিকালচার বা উদ্যান কৃষি — এই কৃষিতে শাকসবজি, ফুল, ফল এবং ভেষজ গাছ পালার চাষ করা হয়।

শাকসবজির চাষকে বলে — ওলেরিকালচার।

ফুলের চাষকে বলে — ফ্লোরিকালচার।

ফলের চাষকে বলে — পোমামকালচার।

✦ ভারতের সবুজ বিপ্লবের জনক — ড. এম এস স্বামীনাথন।

✦ সবুজ বিপ্লবের ফলে কৃষিজ ফসল (গম, ধান, ভুট্টা) উৎপাদন বৃদ্ধি পায়।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال