ভারতের জলবায়ু mcq — বাছাই করা 25 টি Important MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের জলবায়ু mcq (Climate of India mcq in Bengali) টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে MCQ আকারে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের জলবায়ু mcq প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু pdf, ভারতের জলবায়ু প্রশ্ন, ভারতের জলবায়ু দশম শ্রেণী, ভারতের জলবায়ু mcq, ভারতের জলবায়ু mcq pdf, ভারতের জলবায়ু short questions, ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর, ভারতের জলবায়ু মানচিত্র, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের জলবায়ু ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা "Show Answer" বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির?

   🅐 উষ্ণ ও শুষ্ক
   🅑 ক্রান্তীয় মৌসুমি
   🅒 শীতল ও শুষ্ক
   🅓 উপরের সব কটি

উত্তর➠ 🅑 ক্রান্তীয় মৌসুমি

➥ মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত হওয়ায় ভারতকে 'আন্তঃমৌসুমি বায়ুর দেশ' বলা হয়।

2. নিম্নলিখিত কোন্ অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়?

   🅐 মেঘালয় মালভূমি
   🅑 হিমালয় পার্বত্য অঞ্চল
   🅒 পূর্বঘাট পর্বতমালা
   🅓 পশ্চিমঘাট পর্বতমালা

উত্তর➠ 🅓 পশ্চিমঘাট পর্বতমালা

➥ আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম বৃষ্টিপাত হয়।

3. নিম্নের কোনটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ?

   🅐 চেরাপুঞ্জি
   🅑 মৌসিনরাম
   🅒 শিলং
   🅓 উপরের কোনোটিই নয়

উত্তর➠ 🅒 শিলং

➥ ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালও বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।

4. নিম্নের কোনটি ভারতের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত অঞ্চলের উদাহরণ?

   🅐 মেঘালয়ের শিলং
   🅑 মেঘালয়ের মৌসিনরাম
   🅒 পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল
   🅓 (B) ও (C) উভয়ই

উত্তর➠ 🅓(B) ও (C) উভয়ই

5. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?

   🅐 লু
   🅑 আঁধি
   🅒 কালবৈশাখী
   🅓 বরদৈছিলা

উত্তর➠ 🅐 লু

➥ গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয়, তাকে আঁধি বলে।

6. আসামে কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত?

   🅐 কালবৈশাখী
   🅑 আম্রবৃষ্টি
   🅒 বরদৈছিলা
   🅓 আঁধি

উত্তর➠ 🅒 বরদৈছিলা

➥ কালবৈশাখীর অপর নাম নরওয়েস্টার। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম Norwester

7. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি?

   🅐 মৌসিনরাম
   🅑 চেরাপুঞ্জি
   🅒 শিলং
   🅓 পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল

উত্তর➠ 🅐 মৌসিনরাম

➥ মৌসিনরামে বছরে প্রায় ১১,৮৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা চেরাপুঞ্জিতে হওয়া বৃষ্টিপাতের থেকে ১০০ মিলিমিটার অধিক।

8. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি?

   🅐 চেরাপুঞ্জি
   🅑 জয়সলমির
   🅒 লাদাখ
   🅓 পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল

উত্তর➠ 🅑 জয়সলমির

➥ জয়সলমির রাজস্থানে অবস্থিত। জয়সলমিরে বার্ষিক ১০ সেমির কম বৃষ্টিপাত হয়।

9. ভারতের কোন্ উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

   🅐 কোঙ্কন উপকূল
   🅑 মালাবার উপকূল
   🅒 করমন্ডল উপকূল
   🅓 কর্ণাটক উপকূল

উত্তর➠ 🅒 করমন্ডল উপকূল

10. মুম্বাই এ পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? 

   🅐 প্রতিবাদ ঢালে মুম্বাই এর অবস্থান
   🅑 অধিক উচ্চতায় পুনের অবস্থান
   🅒 মুম্বাই উপকূলীয় শহর
   🅓 পুনেতে উদ্ভিদের পরিমাণ কম

উত্তর➠ 🅐 প্রতিবাদ ঢালে মুম্বাই এর অবস্থান

ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর, ভারতের জলবায়ু mcq

11. নাগপুরে অতি অল্প বৃষ্টিপাত হয়, কারণ এটি অবস্থিত—

   🅐 প্রতিবাত ঢালে
   🅑 অনুবাত ঢালে
   🅒 সমুদ্রধৌত ঢালে
   🅓 উপকূলবর্তী ঢালে

উত্তর➠ 🅑 অনুবাত ঢালে

12. দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণ হল

   🅐 দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
   🅑 উত্তর পূর্ব মৌসুমি বায়ু
   🅒 পরিচলন বৃষ্টিপাত
   🅓 পশ্চিমি ঝঞ্জা 

উত্তর➠ 🅓 পশ্চিমি ঝঞ্জা

13. উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর কারণে কোন্ অঞ্চলে বৃষ্টিপাত হয়?

   🅐 আসাম
   🅑 পশ্চিমবঙ্গ
   🅒 কেরালা
   🅓 তামিলনাড়ু

উত্তর➠ 🅓 তামিলনাড়ু

14. বার্ষিক 50 সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল

   🅐 মেঘালয়
   🅑 কাশ্মীরের লে
   🅒 করমন্ডল উপকূল
   🅓 কোঙ্কন উপকূল

উত্তর➠ 🅑 কাশ্মীরের লে

15. ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোনটি?

   🅐 চেরাপুঞ্জি
   🅑 মৌসিনরাম
   🅒 মহাবালেশ্বর
   🅓 উধাগা মান্ডালাম

উত্তর➠ 🅑 মৌসিনরাম

16. ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি?

   🅐 তেলেঙ্গানা
   🅑 বিদর্ভ
   🅒 জয়পুর
   🅓 জয়সলমির

উত্তর➠ 🅓 জয়সলমির

17. ভারতের শীতলতম স্থান কোনটি?

   🅐 চেরাপুঞ্জি
   🅑 জয়সলমির
   🅒 দ্রাস
   🅓 দার্জিলিং

উত্তর➠ 🅒 দ্রাস

➥ ভারতের শীতলতম স্থান লাদাখের দ্রাস (-50°C)।

ভারতের উষ্ণতম স্থান ফালোদি (৫১°C)। ফালোদি থর মরুভূমির বাফার জোনে অবস্থিত।

18. ভারতের পশ্চিমি ঝঞ্জা বা পশ্চিমি ঝামেলা হয় (Western Disturbance) হয় কোন্ সময়ে?

   🅐 শীতকালে
   🅑 গ্রীষ্মকালে
   🅒 বসন্তকালে
   🅓 উপরের কোনোটিই নয়

উত্তর➠ 🅐 শীতকালে

19. ভারতের কোন্ রাজ্যে পশ্চিমি ঝামেলার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়?

   🅐 পাঞ্জাব এবং হরিয়ানা
   🅑 বিহার এবং পশ্চিমবঙ্গ
   🅒 মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ
   🅓 কেরালা এবং কর্ণাটক

উত্তর➠ 🅐 পাঞ্জাব এবং হরিয়ানা

20. বছরের কোন্ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

   🅐 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি
   🅑 মার্চ থেকে জুনের মাঝামাঝি
   🅒 জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর
   🅓 অক্টোবর থেকে ডিসেম্বর

উত্তর➠ 🅒 জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর

ভারতের জলবায়ু প্রশ্ন উত্তর, ভারতের জলবায়ু mcq

21. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কি?

   🅐 দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
   🅑 প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু 
   🅒 পশ্চিমি ঝঞ্জা
   🅓 দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

উত্তর➠ 🅑 প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু

22. এল নিনো কি?

   🅐 জলবায়ুগত ঘটনাবলী
   🅑 বায়ুমণ্ডলীয় ঘটনাবলী
   🅒 সামুদ্রিক ঘটনাবলী
   🅓 পরিবেশগত ঘটনাবলী

উত্তর➠ 🅒 সামুদ্রিক ঘটনাবলী

➥ এল নিনো ভারতীয় মৌসুমি বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করে।

23. আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?

   🅐 উত্তর ভারতে
   🅑 দক্ষিণ ভারতে
   🅒 পূর্ব ভারতে
   🅓 পশ্চিম ভারতে

উত্তর➠ 🅑 দক্ষিণ ভারতে

➥ কর্নাটকে আম্রবৃষ্টি Cherry Blossom নামে পরিচিত।

24. আম্রবৃষ্টি সংঘটিত হয় 

   🅐 গ্রীষ্মকালে
   🅑 বর্ষাকালে
   🅒 শরৎকালে
   🅓 শীতকালে

উত্তর➠ 🅐 গ্রীষ্মকালে

25. নিম্নের কোন্ শহরে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়?

   🅐 চন্ডিগড়
   🅑 লখনউ
   🅒 মুম্বাই
   🅓 দিল্লি

উত্তর➠ 🅒 মুম্বাই

➥ যে প্রকার জলবায়ুতে শীতকালে খুব শীত ও গ্রীষ্মকালে খুব গরম অনুভূত হয় না, সেই জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। ভারতের উপকূলীয় অঞ্চলে আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।

Created by Study Zone In Bengali

➻ একনজরে ভারতের জলবায়ু (Study Material):

✦ ভারতের জলবায়ুর প্রকৃতি —  উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।

✦ 'মৌসুমি' শব্দের অর্থ — ঋতু।

✦ ভারতের যে রাজ্যে সর্বপ্রথম দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় — কেরালা।

✦ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান — মৌসিনরাম।

✦ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান — মৌসিনরাম।

✦ পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল —   জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্স।

✦ ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল — মেঘালয়ের শিলং ও পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢাল।

✦ ভারতের শুষ্কতম অঞ্চল — রাজস্থানের জয়সলমির।

✦ ভারতের শীতলতম স্থান — লাদাখের দ্রাস (-৫০°C)।

✦ ভারতের উষ্ণতম স্থান — ফালোদি (৫১°C)।

✦ ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল — করমন্ডল উপকূল (প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে) ও পাঞ্জাব-হরিয়ানা (পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে)।

✦ গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু — লু।

✦ গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতের প্রবাহিত ধূলিঝড় — আঁধি।

✦ আসামে কালবৈশাখী — বরদৈছিলা নামে পরিচিত।

✦ কালবৈশাখীর অপর নাম — নরওয়েস্টার।

✦ আম্রবৃষ্টি হয় — দক্ষিণ ভারতে।

✦ কর্নাটকে আম্রবৃষ্টি — Cherry Blossom নামে পরিচিত।

✦ Cherry Blossom -এর ফলে কর্নাটকে কফি চাষ ভালো হয়।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال