ভারতের স্বাভাবিক উদ্ভিদ mcq — বাছাই করা 25 টি Important mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে ভারতের স্বাভাবিক উদ্ভিদ mcq টপিকটিতে বাছাই করা 25 টি Important প্রশ্নকে উত্তরসহ সুন্দর ভাবে উপস্থাপিত করা হয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 

ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ mcq, ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ pdf, ভারতের স্বাভাবিক উদ্ভিদ দশম শ্রেণী, ভারতের স্বাভাবিক উদ্ভিদ ম্যাপ, study zone in bengali, studyzoneinbengali
|| ভারতের স্বাভাবিক উদ্ভিদ ||

◦•●◉ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ◉●•◦
(MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

   🅐 জয়সলমীরে
   🅑 দেরাদুনে
   🅒 নাগপুরে
   🅓 পরেশনাথে

উত্তর➠ 🅑 উত্তরাঞ্চলের দেরাদুনে (প্রধান)

➥ এছাড়াও রাজস্থানের যোধপুরে, মধ্যপ্রদেশের জব্বলপুরে, তামিলনাড়ু কোয়েম্বাটুরে, কর্নাটকের ব্যাঙ্গালুরুতে অরণ্য গবেষণাকেন্দ্রগুলি গড়ে উঠেছে।

2. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

   🅐 সিমলা
   🅑 সুন্দরবন
   🅒 ভিতরকণিকা
   🅓 পিছাভরমে

উত্তর➠ 🅒 ভিতরকণিকা

➥ ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ওড়িশায় অবস্থিত।

ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন

3. ভারতের রাজ্যভিত্তিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে কোন্ রাজ্য?

   🅐 মধ্যপ্রদেশ
   🅑 হিমাচল প্রদেশ
   🅒 অরুণাচল প্রদেশ
   🅓 ছত্তিশগড়

উত্তর➠ 🅐 মধ্যপ্রদেশ

4. শতাংশের হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হল—

   🅐 হিমাচল প্রদেশ
   🅑 অরুণাচল প্রদেশ
   🅒 মনিপুর
   🅓 মিজোরাম

উত্তর➠ 🅓 মিজোরাম

5. ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 - 200 সেমি, সেই অঞ্চলে কোন্ উদ্ভিদ লক্ষ্য করা যায়?

   🅐 ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
   🅑 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
   🅒 পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য
   🅓 সরলবর্গীয় উদ্ভিদ

উত্তর➠ 🅑 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য

➥ এখানে শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমূল, মহুয়া, শিরীষ প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।

6. 200 সেমি -এর বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন্ উদ্ভিদ জন্মায়?

   🅐 চিরহরিৎ উদ্ভিদ
   🅑 পাতাঝরা উদ্ভিদ
   🅒 সরলবর্গীয় উদ্ভিদ
   🅓 লবণাম্বু উদ্ভিদ

উত্তর➠ 🅐 চিরহরিৎ উদ্ভিদ

➥ এখানে রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।

7. এলিফ্যান্ট গ্র্যাস দেখা যায় —

   🅐 সরলবর্গীয় অরণ্যে
   🅑 আর্দ্র পর্ণমোচী অরণ্যে
   🅒 শুষ্ক পর্ণমোচী অরণ্যে
   🅓 নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে

উত্তর➠ 🅒 শুষ্ক পর্ণমোচী অরণ্যে

➥ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, প্রভৃতি অঞ্চলে শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায়।

8. আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল 

   🅐 স্প্রুস
   🅑 জুনিপার
   🅒 পাইন
   🅓 ওক

উত্তর➠ 🅑 জুনিপার

➥ হিমালয় পার্বত্য অঞ্চলের 3,500 - 4,500 মিটার উচ্চতায় শীতল জলবায়ুতে যে বিভিন্ন ধরনের তৃণ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়, তাদের আল্পীয় উদ্ভিদ বলে। এই অঞ্চলে জুনিপার, রডোডেনড্রন, জেরোডিনা প্রভৃতি উদ্ভিদ জন্মায়।

9. ভারতীয় সাভানা বলা হয় 

   🅐 চিরহরিৎ উদ্ভিদকে
   🅑 শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে
   🅒 আর্দ্র পর্ণমোচী উদ্ভিদকে
   🅓 পার্বত্য সরলবর্গীয় উদ্ভিদকে

উত্তর➠ 🅑 শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে

➥ ভারতের সাভানা তৃণভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চলে দেখা যায়।

10. একটি সরলবর্গীয় উদ্ভিদ হল 

   🅐 দেবদারু
   🅑 সেগুন
   🅒 মহুয়া
   🅓 গরান

উত্তর➠ 🅐 দেবদারু

➥ সরলবর্গীয় উদ্ভিদগুলি হল — পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো প্রভৃতি।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ mcq

11. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?

   🅐 মালভূমি অঞ্চলে
   🅑 মরু অঞ্চলে
   🅒 উপকূল অঞ্চলে
   🅓 পার্বত্য অঞ্চলে

উত্তর➠ 🅒 উপকূল অঞ্চলে

➥ ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল  সুন্দরী, গরান, গেঁওয়া, হোগলা, হেতাল, পিটুলি, গোলপাতা, ক্যাওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি।

12. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম

   🅐 কেরালার মালাবার সমভূমির খাঁড়ি অঞ্চল
   🅑 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল
   🅒 অসমের ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল
   🅓 পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডাল

উত্তর➠ 🅑 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল

13. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন্ অরণ্য দেখা যায়?

   🅐 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য
   🅑 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য
   🅒 আর্দ্র পর্ণমোচী অরণ্য
   🅓 পর্ণমোচী ও ম্যানগ্রোভ অরণ্য

উত্তর➠ 🅑 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য

14. ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়?

   🅐 জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ
   🅑 কাঁটাঝোপ
   🅒 গুল্মজাতীয় উদ্ভিদ
   🅓 উপরের সব কটি

উত্তর➠ 🅓 উপরের সব কটি

➥ মরু অঞ্চলের প্রধান উদ্ভিদগুলি হল  ফনিমনসা, অ্যাকাসিয়া, বাবলা, খেজুর প্রভৃতি।

15. একটি চিরসবুজ উদ্ভিদ হল 

   🅐 শাল
   🅑 মেহগনি
   🅒 পলাশ
   🅓 পাইন

উত্তর➠ 🅑 মেহগনি

16. চন্দন গাছ জন্মায় কোন্ অরণ্যে?

   🅐 সরলবর্গীয় অরণ্যে
   🅑 চিরহরিৎ অরণ্যে
   🅒 পর্ণমোচী অরণ্যে
   🅓 ম্যানগ্রোভ অরণ্যে

উত্তর➠ 🅒 পর্ণমোচী অরণ্যে

17. রোজউড গাছ জন্মায় কোন্ অরণ্যে?

   🅐 সরলবর্গীয় অরণ্যে
   🅑 চিরহরিৎ অরণ্যে
   🅒 পর্ণমোচী অরণ্যে
   🅓 ম্যানগ্রোভ অরণ্যে

উত্তর➠ 🅑 চিরহরিৎ অরণ্যে

18. কাজিরাঙ্গা অরণ্য কোন্ রাজ্যে অবস্থিত?

   🅐 অসম
   🅑 মনিপুর
   🅒 ত্রিপুরা
   🅓 হিমাচল প্রদেশ

উত্তর➠ 🅐 অসম

19. রবার গাছের রস কি নামে পরিচিত?

   🅐 ওক
   🅑 নাক্সভমিকা
   🅒 রডোডেনড্রন
   🅓 ল্যাটেক্স

উত্তর➠ 🅓 ল্যাটেক্স

➥ ভারতের একমাত্র কেরালা রাজ্যে রবার গাছ বেশি দেখা যায়।

20. বিশ্ব অরণ্য দিবস কবে?

   🅐 21 মার্চ
   🅑 22 এপ্রিল
   🅒 5 জুন
   🅓 28 জুলাই

উত্তর➠ 🅐 21 মার্চ

➥ 22 এপ্রিল  বসুন্ধরা দিবস

5 জুন  বিশ্ব পরিবেশ দিবস

28 জুলাই  বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস

ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর, ভারতের স্বাভাবিক উদ্ভিদ mcq

21. নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?

   🅐 ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি
   🅑 ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি
   🅒 ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
   🅓 পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি

উত্তর➠ 🅒 ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

22. বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

   🅐 উত্তর প্রদেশ
   🅑 রাজস্থান
   🅒 গুজরাট
   🅓 মধ্যপ্রদেশ

উত্তর➠ 🅒 গুজরাট

23. নিম্নলিখিত কোন্ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়?

   🅐 উড়িষ্যার দণ্ডকারণ্য অরণ্য
   🅑 কালিম্পং এর লাভা অরণ্য
   🅒 দক্ষিণ 24 পরগনার সজনেখালি অভয়ারণ্য
   🅓 উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক

উত্তর➠ 🅒 দক্ষিণ 24 পরগনার সজনেখালি অভয়ারণ্য

24. National Botanical Garden কোথায় অবস্থিত?

   🅐 হাওড়া
   🅑 সিমলা
   🅒 লখনউ
   🅓 বেঙ্গালুরু

উত্তর➠ 🅐 হাওড়ার শিবপুরে

25. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?

   🅐 সুন্দরবন
   🅑 বৃহত্তর কচ্ছের রন
   🅒 নীলগিরি
   🅓 ডিব্রু-সাইখোয়া

উত্তর➠ 🅑 বৃহত্তর কচ্ছের রন (এর আয়তন ১২,৪৫৪ বর্গকিমি)

➥ ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ হল— অসমের ডিব্রু-সাইখোয়া (এর আয়তন ৭৬৫ বর্গকিমি)।

Created by Study Zone In Bengali

➻ একনজরে ভারতের স্বাভাবিক উদ্ভিদ (Study Material):

✦ ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত পাঁচভাগে ভাগ করা যায়। যথা —

ক্রান্তীয় চিরসবুজ অরণ্য:

অবস্থান — ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়।

এই অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমি -এর বেশি।

প্রধান উদ্ভিদ — রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।

ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য:

অবস্থান — উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের গাঙ্গেয় সমভূমি, অসমের ব্রহ্মপুত্র সমভূমি, পাঞ্জাব-হরিয়ানার শতদ্রু সমভূমি ও উপকূলীয় মালভূমিতে এই অরণ্য গড়ে উঠেছে।

বার্ষিক গড় বৃষ্টিপাত 100 - 200 সেমি এই অরন্যের পক্ষে আদর্শ।

প্রধান উদ্ভিদ — শাল, সেগুন, চন্দন, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমূল, মহূয়া, শিরীষ প্রভৃতি।

কাঁটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ:

অবস্থান — রাজস্থান, গুজরাট, পাঞ্জাবের উত্তর-পশ্চিমাংশে দেখা যায়।

পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢালে কাঁটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ বেশি জন্মায়।

এখানের বার্ষিক গড় বৃষ্টিপাত 25 - 50 সেমি।

প্রধান উদ্ভিদ — ফনিমনসা, অ্যাকাসিয়া, বাবলা, খেজুর প্রভৃতি। মরু উদ্ভিদকে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে।

উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য:

অবস্থান — পশ্চিমবঙ্গের সুন্দরবন, ওড়িশার ভিতরকণিকা, তামিলনাড়ুর পিছাভরম, কেরালার মালাবার সমভূমির খাঁড়ি অঞ্চল প্রভৃতি।

প্রধান উদ্ভিদ — সুন্দরী, গরান, গেঁওয়া, হোগলা, হেতাল, পিটুলি, গোলপাতা, ক্যাওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি।

পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য:

অবস্থান — জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশের হিমালয় পার্বত্য অঞ্চল, নিলগিরি ও আনাইমালাই পর্বতে এই অরণ্য দেখা যায়।

ভারতের 1,500 মিটারের বেশি উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে বার্ষিক গড়ে 50 - 100 সেমি তুষারপাত বা বৃষ্টিপাত দেখা যায় সেখানে এই অরণ্য গড়ে উঠেছে।

প্রধান উদ্ভিদ — পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো প্রভৃতি।

আল্পীয় উদ্ভিদ — হিমালয় পার্বত্য অঞ্চলের 3,500 - 4,500 মিটার উচ্চতায় শীতল জলবায়ুতে যে বিভিন্ন ধরনের তৃণ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়, তাদের আল্পীয় উদ্ভিদ বলে। এই অঞ্চলে জুনিপার, রডোডেনড্রন, জেরোডিনা প্রভৃতি উদ্ভিদ জন্মায়।

✦ ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য   ক্রান্তীয় পাতাঝরা অরণ্য।

✦ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য   সুন্দরবন।

✦ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য   বাংলাদেশের সুন্দরবনে অবস্থিত।

✦ ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য   মধ্যপ্রদেশ।

✦ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত   উত্তরাখণ্ডের দেরাদুনে।

✦ রাইজোফোরা নামক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।

✦ ম্যাপল একটি পর্ণমোচী উদ্ভিদ।

✦ রাবার গাছের রস ল্যাটেক্স নামে পরিচিত।

✦ ভারতের একমাত্র কেরালা রাজ্যে রবার গাছ বেশি দেখা যায়।

✦ কাজিরাঙ্গা অরণ্য অসম রাজ্যে অবস্থিত।

✦ বিশ্ব অরণ্য দিবস  21 মার্চ।

✦ সুন্দরবন উদযাপন দিবস  21 আগস্ট।

✦ বিশ্ব পরিবেশ দিবস — 5 জুন।

✦ অরণ্য সপ্তাহ পালিত হয়  14-21 জুন।

✦ ভারতের বন সংরক্ষণ আইন প্রবর্তিত হয়  1972 সালে।

আরও পড়ুন


বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Previous Post Next Post

نموذج الاتصال