ভিটামিন টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও উত্তর | জীবনবিজ্ঞান

ভিটামিন MCQ

ভিটামিন (Vitamins) টপিকটি স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজ ভিটামিন টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হল। ভিটামিন mcq (Vitamins MCQ in Bengali) প্রশ্ন উত্তর গুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
ভিটামিন mcq, ভিটামিন প্রশ্ন ও উত্তর, ভিটামিন প্রশ্ন উত্তর, ভিটামিন এর প্রশ্ন, পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর, পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর mcq, vitamins, studyzoneinbengali, study zone in bengali
ভিটামিন MCQ (Vitamins MCQ in Bengali)


বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer  বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. নিম্নের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-B কমপ্লেক্স

   🅒 ভিটামিন-C

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 ভিটামিন-A

 ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হল — ভিটামিন-A, ভিটামিন-D, ভিটামিন-E, এবং ভিটামিন-K

2. নিম্নের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-C

   🅒 ভিটামিন-D

   🅓 ভিটামিন-K

উত্তর➠ 🅑 ভিটামিন-C

 জলে দ্রবণীয় ভিটামিনগুলি হল — ভিটামিন-C, ভিটামিন-B কমপ্লেক্স এর অন্তর্গত ভিটামিনসমূহ।

3. গোল্ডেন রাইসে বর্ধমান 

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-C

   🅒 ভিটামিন-E

   🅓 ভিটামিন-D

উত্তর➠ 🅐 ভিটামিন-A

4. বিটা ক্যারোটিন হল 

   🅐 ভিটামিন-A এর বিজ্ঞানসম্মত নাম

   🅑 ভিটামিন-D এর বিজ্ঞানসম্মত নাম

   🅒 ভিটামিন-A এর প্রো-ভিটামিন

   🅓 ভিটামিন-D এর প্রো-ভিটামিন

উত্তর➠ 🅒 ভিটামিন-A এর প্রো-ভিটামিন

 গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায়।

5. রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-B

   🅒 ভিটামিন-C

   🅓 ভিটামিন-K

উত্তর➠ 🅓 ভিটামিন-K

6. নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়?

   🅐 ভিটামিন-C

   🅑 ভিটামিন-A

   🅒 ভিটামিন-K

   🅓 ভিটামিন-D

উত্তর➠ 🅓 ভিটামিন-D

 ভিটামিন-D হল একটি প্রো-হরমোন।

7. ভিটামিন-D এর অভাবের ফল 

   🅐 রাতকানা

   🅑 রিকেট

   🅒 স্কার্ভি

   🅓 চুলপড়া

উত্তর➠ 🅑 রিকেট

 ভিটামিন-D এর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের (বিশেষত গর্ভাবস্থায় ও স্তনদায়ী মায়ের) অস্টিওম্যালেসিয়া রোগ হয়।

8. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-C

   🅒 ভিটামিন-E

   🅓 ভিটামিন-K

উত্তর➠ 🅐 ভিটামিন-A

9. স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-C

   🅒 ভিটামিন-E

   🅓 ভিটামিন-K

উত্তর➠ 🅑 ভিটামিন-C

10. বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-B

   🅒 ভিটামিন-C

   🅓 ভিটামিন-D

উত্তর➠ 🅑 ভিটামিন-B

11. নিম্নলিখিত কোন ভিটামিনটি খুব সহজেই তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়?

   🅐 ভিটামিন-A

   🅑 ভিটামিন-B

   🅒 ভিটামিন-C

   🅓 ভিটামিন-D

উত্তর➠ 🅒 ভিটামিন-C

12. নিম্নের কোন ভিটামিন জলে দ্রবীভূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে?

   🅐 ভিটামিন-B1

   🅑 ভিটামিন-A

   🅒 ভিটামিন-D

   🅓 ভিটামিন-C

উত্তর➠ 🅓 ভিটামিন-C

13. কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব প্রাপ্তি হয়?

   🅐 ভিটামিন-C

   🅑 ভিটামিন-D

   🅒 ভিটামিন-E

   🅓 ভিটামিন-K

উত্তর➠ 🅒 ভিটামিন-E

14. কোন ভিটামিনের অভাবে মাতৃদেহে দুধক্ষরণ ক্ষমতা হ্রাস পায়?

   🅐 ভিটামিন-B1

   🅑 ভিটামিন-B6

   🅒 ভিটামিন-D

   🅓 ভিটামিন-E

উত্তর➠ 🅓 ভিটামিন-E

15. কোন ভিটামিন মানবদেহে মুক্ত মূলক প্রতিরোধক রূপে কাজ করে?

   🅐 ভিটামিন-B

   🅑 ভিটামিন-C

   🅒 ভিটামিন-E

   🅓 ভিটামিন-BC উভয়ই

উত্তর➠ 🅓 ভিটামিন-BC উভয়ই

16. সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

   🅐 ভিটামিন-K

   🅑 ভিটামিন-E

   🅒 ভিটামিন-D

   🅓 ভিটামিন-C

উত্তর➠ 🅒 ভিটামিন-D

17. কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ?

   🅐 ভিটামিন-B2

   🅑 ভিটামিন-B6

   🅒 ভিটামিন-B12

   🅓 ভিটামিন-C

উত্তর➠ 🅒 ভিটামিন-B12

18. নিয়াসিনের অভাব ঘটিত রোগটি হল 

   🅐 পেলেগ্রা

   🅑 রিকেট

   🅒 স্কার্ভি

   🅓 পারনিসিয়াস অ্যানিমিয়া

উত্তর➠ 🅐 পেলেগ্রা

19. চোখে ছানি পড়া কোন ভিটামিনের অভাবের কারণ 

   🅐 ভিটামিন-D

   🅑 ভিটামিন-A

   🅒 ভিটামিন-C

   🅓 ভিটামিন-E

উত্তর➠ 🅑 ভিটামিন-A

20. ভিটামিন-B12 (সায়ানোকোবালামিন) এর অভাবে যে রোগটি হয় 

   🅐 আপ্লাস্টিক অ্যামোনিয়া

   🅑 সিকেলসেল অ্যানিমিয়া

   🅒 নরমোসাইটিক অ্যামোনিয়া

   🅓  পারনিসিয়াস অ্যানিমিয়া

উত্তর➠ 🅓 পারনিসিয়াস অ্যানিমিয়া

21. চুল উঠে যায় কোন ভিটামিনের অভাবে?

   🅐 ভিটামিন-D

   🅑 ভিটামিন-B1

   🅒 ভিটামিন-B2

   🅓 ভিটামিন-E

উত্তর➠ 🅒 ভিটামিন-B2

22. ভিটামিন-C এর বিজ্ঞানসম্মত নাম (রাসায়নিক নাম) হল 

   🅐 অ্যাসিটিক অ্যাসিড

   🅑 মিউরিয়েটিক অ্যাসিড

   🅒 অ্যাসকরবিক অ্যাসিড

   🅓 ল্যাকটিক অ্যাসিড

উত্তর➠ 🅒 অ্যাসকরবিক অ্যাসিড

23. ভিটামিন-D এর রাসায়নিক নাম হল 

   🅐 ক্যালসিফেরল

   🅑 টোকোফেরল

   🅒 রেটিনল

   🅓 নিয়াসিন

উত্তর➠ 🅐 ক্যালসিফেরল

24. ভিটামিন-E এর রাসায়নিক নাম হল 

   🅐 রেটিনল

   🅑 থায়ামিন

   🅒 ক্যালসিফেরল

   🅓 টোকোফেরল

উত্তর➠ 🅓 টোকোফেরল

25. সায়ানোকোবালামিন কার বিজ্ঞানসম্মত নাম 

   🅐 ভিটামিন-B1

   🅑 ভিটামিন-B2

   🅒 ভিটামিন-B6

   🅓 ভিটামিন-B12

উত্তর➠ 🅓 ভিটামিন-B12

Created by www.studyzoneinbengali.in

আরও পড়ুন:

2 Comments

  1. বিভিন্ন রোগ সম্পর্কে

    ReplyDelete
    Replies
    1. আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ....
      এই টপিকটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের কেউ জানার সুযোগ করে দিন।

      Delete
Previous Post Next Post

نموذج الاتصال