আজ আমরা সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি স্কুল-কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ছাত্র-ছাত্রীদের ভীষণভাবে সাহায্য করবে।
সৌরজগৎ সম্পর্কে কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
✦ সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন?
一 সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কোপারনিকাস।
✦ সৌরজগতের মোট গ্রহ কয়টি?
/ সৌরজগতের গ্রহ কয়টি ও কী কী?
一 বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি। সেগুলি হল– বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
✦ সৌরজগতের বামন গ্রহ কোনটি?
/ সৌরজগতের বামন গ্রহ কয়টি?
一 বর্তমানে সৌরজগতে মোট পাঁচটি বামন গ্রহ রয়েছে। সেগুলি হল– সেরেস, প্লুটো, এরিস, মাকেমাকে, হাউমেয়া।
✦ সৌরজগতের মোট উপগ্রহ কয়টি?
一 বর্তমানে সবগুলো গ্রহে (বামন গ্রহ সহ) সর্বমোট ২১৪ টি প্রাকৃতিক উপগ্রহ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮২ টি উপগ্রহ আছে শনি গ্রহে। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এছাড়া ১লা জানুয়ারি ২০২১ এর রেকর্ড অনুযায়ী ৩,৩৭২ টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে।
✦ শনির উপগ্রহ কয়টি?
一 বর্তমানে শনি গ্রহের ৮২ টি উপগ্রহ রয়েছে। টাইটান শনি গ্রহের উপগ্রহ।
✦ বৃহস্পতির উপগ্রহ কয়টি?
一 বর্তমানে বৃহস্পতি গ্রহের ৭৯ টি উপগ্রহ রয়েছে। গ্যানিমিড, ইউরোপা বৃহস্পতি গ্রহের উপগ্রহ।
✦ ইউরেনাসের উপগ্রহ কয়টি?
一 বর্তমানে ইউরেনাস গ্রহের ২৭ টি উপগ্রহ রয়েছে। মিরান্ডা, ওবেরন ইউরেনাস গ্রহের উপগ্রহ।
✦ নেপচুনের উপগ্রহ কয়টি?
一 বর্তমানে নেপচুন গ্রহের ১৪ টি উপগ্রহ রয়েছে। ট্রাইটন নেপচুন গ্রহের উপগ্রহ।
✦ মঙ্গলের কয়টি উপগ্রহ?
一 বর্তমানে মঙ্গল গ্রহের ২ টি উপগ্রহ রয়েছে। ফোবস, ডিমোস মঙ্গল গ্রহের উপগ্রহ।
✦ পৃথিবীর উপগ্রহ কয়টি?
一 পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে – চাঁদ।
✦ সৌরজগতের কম ঘনত্বসম্পন্ন গ্রহ কোনটি?
一 সৌরজগতের কম ঘনত্বসম্পন্ন গ্রহ শনি।
✦ সৌরজগতের বেশি ঘনত্বসম্পন্ন গ্রহ কোনটি?
一 সৌরজগতের বেশি ঘনত্বসম্পন্ন গ্রহ বৃহস্পতি।
✦ সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত উপগ্রহ কোনটি?
一 সৌরজগতের বেশি ঘনত্বসম্পন্ন উপগ্রহ টাইটান (টাইটান শনির উপগ্রহ)।
✦ সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি?
一 সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ বৃহস্পতি।
✦ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
/ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
一 সৌরজগতের প্রথম বৃহত্তম গ্রহ বৃহস্পতি।
✦ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
/ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
一 সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমেড (গ্যানিমেড বৃহস্পতির উপগ্রহ)।
✦ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
/ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
/ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
一 সৌরজগতের সবচেয়ে ছোট ও দ্রুততম গ্রহ বুধ।
✦ সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি?
/ সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
一 সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ ডিমোস (ডিমোস মঙ্গলের উপগ্রহ)।
✦ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
一 সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি।
✦ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
一 সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস।
✦ সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ কোনটি?
一 সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ নেপচুন।
✦ সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি?
/ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
一 সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র।
✦ সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি?
/ সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
一 সৌরজগতের শীতলতম গ্রহ নেপচুন (প্লুটোকে গ্রহ হিসেবে অযোগ্য ঘোষণার পর থেকে, নেপচুনকে সবচেয়ে শীতলতম গ্রহ হিসেবে ধরা হয়)।
✦ সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
一 সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।
✦ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
一 সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ।
✦ পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
一 পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহের নাম শুক্র।
✦ মহাকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
一 লুব্ধক (ইংরেজি নাম: Sirius) হল আকাশের উজ্জ্বলতম নক্ষত্র।
✦ সূর্যের সব থেকে কাছের নক্ষত্র কোনটি?
/ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
一 সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টরাই।
✦ পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
一 পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র সূর্য।
✦ সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
/ পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি?
一 সূর্যের পরে প্রক্সিমা সেন্টরাই পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র।
✦ পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টরাই এর দূরত্ব কত?
一 পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব ৪.২৪ আলোকবর্ষ।
✦ সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত?
/ সৌরজগতের কেন্দ্রে কে থাকে?
一 সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত।
✦ সূর্যের প্রধান রাসায়নিক উপাদান গুলি কি কি?
一 হাইড্রোজেন (৭৮%), হিলিয়াম (২৬.৫%) ও অন্যান্য মৌল।
✦ সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত?
一 সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫৫০০ ডিগ্রী সেলসিয়াস এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস।
✦ সূর্যের শক্তির উৎস কি?
/ সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
一 সূর্যের শক্তি উৎপন্ন হয় নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে।
✦ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
/ সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
一 সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ শুক্র গ্রহ।
✦ পৃথিবীর জমজ গ্রহ কোনটি?
一 পৃথিবীর জমজ গ্রহ হল শুক্র গ্রহ।
✦ লাল গ্রহ কোনটি?
一 মঙ্গল গ্রহ হল সৌরজগতের লাল গ্রহ।
✦ নীল গ্রহ কোনটি?
/ নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে?
一 পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
✦ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
一 ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। এতে মিথেন বেশি থাকে।
✦ রাক্ষসে গ্রহ কাকে বলে?
一 বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আয়তনে খুব বড়। তাই এদের রাক্ষসে গ্রহ বলে।
✦ কোন গ্রহকে বলয় গ্রহ বলে?
一 শনি গ্রহকে বলয় গ্রহ বলা হয়।
✦ কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে?
一 শুক্র গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে।
✦ আকর্ষণ ক্ষমতাধারী সবচেয়ে শক্তিশালী গ্রহ কোনটি?
一 আকর্ষণ ক্ষমতাধারী সবচেয়ে শক্তিশালী গ্রহ বৃহস্পতি।
✦ সৌরজগতে সাধারণত গ্রহগুলি কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
一 সৌরজগতে গ্রহ গুলি সাধারণত পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে।
✦ সৌরজগতে কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে?
一 একমাত্র শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে।
✦ শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত কোন গ্রহ?
一 শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত শুক্র গ্রহ।
✦ সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত?
一 আমাদের সৌরজগৎ আকাশ গঙ্গা বা মিল্কিওয়ে ছায়াপথের অন্তর্গত।
✦ সৌরজগতে কোন দুটি গ্রহের মাঝে পৃথিবী অবস্থিত?
一 সৌরজগতে শুক্র ও মঙ্গল গ্রহের মাঝে পৃথিবী অবস্থিত।
✦ স্থান অনুযায়ী সৌরজগতে পৃথিবীর অবস্থান কত নম্বর স্থানে?
一 সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান তৃতীয় এবং আকৃতিতে বা আয়তনের নিরিখে সৌরজগতে পৃথিবীর স্থান পঞ্চম।
✦ সূর্য পৃথিবী থেকে কত গুন বড়?
一 সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়।
✦ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
一 সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব আনুমানিক ১৪.৯৬ কোটি কিলোমিটার বা ১৫ কোটি কিলোমিটার।
✦ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
一 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
✦ সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতিতে?
一 সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে।
✦ চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ।
✦ চাঁদ থেকে পৃথিবীর নিকটতম অবস্থানকে পেরিয়েজ এবং দূরতম অবস্থানকে এপিয়েজ বলে।
✦ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার?
一 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
✦ চাঁদের নিরক্ষীয় ব্যাস কত?
一 চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার (২,১৫৯ মাইল)।
✦ চাঁদের তাপমাত্রা কত?
一 চাঁদের তাপমাত্রা দিনে ১০০° সেন্টিগ্রেট, রাএে ১৮০° সেন্টিগ্রেড।
✦ চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কি?
一 চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিৎজ (১০,৬৬০ মিটার)।
✦ চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
一 চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ১.৩ সেকেন্ড।
✦ চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান কত?
一 চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের ১/৬ গুন।
✦ চাঁদের আরেক নাম কি?
一 চাঁদের বিভিন্ন নাম রয়েছে, যেমন - ব্ল্যাক মুন, সুপার মুন, ব্লাড মুন, ব্লু মুন, সুপার ব্লাড ব্লু মুন।
Source: www.StudyZoneInBengali.in
বন্ধুদের শেয়ার করুন
⬇️⬇️⬇️
Tags
ভূগোল
Thanks.. Please upload more for geography
ReplyDeleteWelcome.
DeleteStay with us.
More topics comeing soon.
How can I download the pdf.it can't download
ReplyDeleteKhub sundar
ReplyDelete