শ্বসন টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও উত্তর | জীবনবিজ্ঞান

শ্বসন MCQ

আজ জীবন বিজ্ঞানের শ্বসন টপিকটি থেকে Important ২৫ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হল। শ্বসন mcq টপিকটি তোমাদের সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারে আসবে। 
শ্বসন, শ্বসন প্রশ্ন উত্তর, শ্বসন প্রশ্ন, শ্বসন mcq, শ্বসন ও শ্বাসক্রিয়া mcq, শ্বসন পদ্ধতি, সালোকসংশ্লেষ ও শ্বসন, সালোকসংশ্লেষ ও শ্বসন mcq, শ্বসন কাকে বলে, বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ, StudyZoneInBengali, studyzoneinbengali, study zone in bengali
শ্বসন MCQ (Respiration MCQ in Bengali)
আজকের শ্বসন mcq টপিকে প্রথমে বিভিন্ন প্রাণীদের শ্বাসঅঙ্গের নাম একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে এবং তারপর MCQ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হয়েছে।

বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ

প্রাণী শ্বাসঅঙ্গ
স্তন্যপায়ী, পক্ষী ও সরীসৃপ ফুসফুস
মাছ, জলজ শামুক, ঝিনুক ফুলকা
কই, শিং ও মাগুর অতিরিক্ত শ্বাসযন্ত্র
কুনোব্যাঙ ফুসফুস (ডাঙ্গায়), মুখবিবর-গলবিলীয় মিউকাস পর্দা (জলে), ত্বক (শীত ঘুমের সময়)
ব্যাঙাচি  অন্তঃফুলকা ও বহিঃফুলকা
মাকড়সা ও কাঁকড়াবিছে  বুকলাং বা বইফুসফুস
রাজকাঁকড়া বা লিমুলাস, চিংড়ি  বুকগিল বা বইফুলকা
পতঙ্গ শ্রেণীর প্রাণী (আরশোলা, প্রজাপতি, ফড়িং, মশা, মাছি প্রভৃতি)  শ্বাসনালী বা ট্রাকিয়া
অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ  দেহতল
কেঁচো, জোঁক, কৃমি  ভিজে ত্বক

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer  বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....

1. শ্বসন কী ধরনের বিপাক ক্রিয়া?

   🅐 অপচিতিমূলক

   🅑 উপচিতিমূলক

   🅒 AB উভয়ই

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 অপচিতিমূলক

2. শ্বাসমূল বা নাসিকামূল থাকে কোন গাছে?

   🅐 পদ্ম

   🅑 সুন্দরী

   🅒 ক্যাকটাস

   🅓 মটর

উত্তর➠ 🅑 সুন্দরী

3. উদ্ভিদের শ্বাস-অঙ্গ হল —

   🅐 পত্ররন্ধ্র

   🅑 লেন্টিসেল

   🅒 কিউটিকল

   🅓 সবকটি

উত্তর➠ 🅓 সবকটি

 জলরন্ধ্র উদ্ভিদের শ্বাস-অঙ্গ নয়।

4. অবাত শ্বসন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল 

   🅐 কেঁচো

   🅑 হাইড্রা

   🅒 মনোসিস্টিস

   🅓 প্রজাপতি

উত্তর➠ 🅒 মনোসিস্টিস

5. ত্বক প্রধান শ্বাস-অঙ্গরূপে দায়িত্ব পালন করে কোন প্রাণীর?

   🅐 কুনোব্যাঙ

   🅑 কেঁচো

   🅒 আরশোলা

   🅓 চিংড়ি

উত্তর➠ 🅑 কেঁচো

6. অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে 

   🅐 জল থেকে

   🅑 বায়ু থেকে

   🅒 মাটি থেকে

   🅓 AB উভয়ই

উত্তর➠ 🅑 বায়ু থেকে

7. শ্বাস-অঙ্গ ও পরিবেশের মধ্যে শ্বাসবায়ুর আদানপ্রদানকে কী বলে?

   🅐 শ্বাসগ্রহণ

   🅑 শ্বাসত্যাগ

   🅒 শ্বাসকার্য

   🅓 অন্তঃশ্বসন

উত্তর➠ 🅒 শ্বাসকার্য

8. জীবদেহে শ্বসন প্রক্রিয়া ঘটে 

   🅐 দিবারাত্রি

   🅑 রাতে

   🅒 দিনে

   🅓 সকালবেলা

উত্তর➠ 🅐 দিবারাত্রি

9. কোনটি শ্বাস-অঙ্গের বৈশিষ্ট্য নয়?

   🅐 উচ্চ রক্তপ্রবাহ

   🅑 পাতলা পর্দার মতো গঠন

   🅒 শুষ্ক শ্বাসতল

   🅓 পরিবেশের সঙ্গে নিবিড় যোগাযোগ

উত্তর➠ 🅒 শুষ্ক শ্বাসতল

10. উদ্ভিদকোশের কোন কোশ-অঙ্গাণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বর্জন করে?

   🅐 গলগি বডিজ

   🅑 মাইটোকনড্রিয়া

   🅒 ক্লোরোপ্লাস্টিড

   🅓 নিউক্লিয়াস

উত্তর➠ 🅒 ক্লোরোপ্লাস্টিড

11. শ্বাসনালীগুলির যে অংশ পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তার নাম কী?

   🅐 শ্বাসনল

   🅑 শ্বাসছিদ্র বা স্পাইরাকল

   🅒 AB উভয়ই

   🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅑 শ্বাসছিদ্র বা স্পাইরাকল

12. জলজ পরিবেশে শ্বাসকার্য চালানোর উপযুক্ত শ্বাস-অঙ্গটি হল 

   🅐 ফুসফুস

   🅑 ফুলকা

   🅒 শ্বাসনালী

   🅓 বইফুসফুস

উত্তর➠ 🅑 ফুলকা

13. মানুষের শ্বাসতন্ত্রের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে?

   🅐 শ্বাসনালী

   🅑 প্লুরা

   🅒 অ্যালভিওলাই

   🅓 ব্রংকিওল

উত্তর➠ 🅒 অ্যালভিওলাই

14. ফুসফুসের আবরণকে বলে 

   🅐 পেরিকার্ডিয়াম

   🅑 প্লুরা

   🅒 পেরিটোনিয়াম

   🅓 মেনিনজেস

উত্তর➠ 🅑 প্লুরা

 ফুসফুসের গঠনগত একক হল অ্যালভিওলাই।

15. মানুষের বাম ফুসফুসে খন্ডকের সংখ্যা 

   🅐 3

   🅑 2

   🅒 4

   🅓 1

উত্তর➠ 🅑 2

16. শ্বসনে খাদ্যস্থ স্থৈতিক শক্তি রূপান্তরিত হয় 

   🅐 গতিশক্তি বা তাপশক্তিতে

   🅑 আলোক শক্তিতে

   🅒 বৈদ্যুতিক শক্তিতে

   🅓 সবকটি

উত্তর➠ 🅐 গতিশক্তি বা তাপশক্তিতে

17. কোনটি শ্বসন বস্তু নয়?

   🅐 প্রোটিন

   🅑 ভিটামিন

   🅒 শর্করা

   🅓 ফ্যাট

উত্তর➠ 🅑 ভিটামিন

18. কোন শ্বসনে বেশি পরিমাণ শক্তি মুক্ত হয়?

   🅐 অবাত শ্বসন

   🅑 সবাত শ্বসন

   🅒 সন্ধান

   🅓 ক্রেবস চক্র

উত্তর➠ 🅑 সবাত শ্বসন

 সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ জারণে 686 kcal শক্তি মুক্ত হয়।

19. মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় কোন প্রকার শ্বসনে?

   🅐 কোহল সন্ধান

   🅑 অবাত শ্বসন

   🅒 সবাত শ্বসন

   🅓 ল্যাকটিক অ্যাসিড সন্ধান

উত্তর➠ 🅒 সবাত শ্বসন

20. RBC -তে সবাত শ্বসন না ঘটার কারণ হল 

   🅐 নিউক্লিয়াস অনুপস্থিত

   🅑 মাইটোকনড্রিয়া অনুপস্থিত

   🅒 বেশি শক্তির প্রয়োজন হয় না

   🅓 ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

উত্তর➠ 🅑 মাইটোকনড্রিয়া অনুপস্থিত

21. সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে ATP উৎপন্ন হয় 

   🅐 এক অনু

   🅑 দুই অনু

   🅒 চার অনু

   🅓 আট অনু

উত্তর➠ 🅓 আট অনু

22. ঐচ্ছিক পেশিকোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় 

   🅐 পাইরুভিক অ্যাসিড

   🅑 ল্যাকটিক অ্যাসিড

   🅒 ইথাইল অ্যালকোহল

   🅓 সাইট্রিক অ্যাসিড

উত্তর➠ 🅑 ল্যাকটিক অ্যাসিড

23. সাইট্রিক অ্যাসিড চক্র ও ট্রাই-কার্বক্সলিক অ্যাসিড চক্রের অপর নাম 

   🅐 গ্লাইকোলাইসিস

   🅑 প্রান্তীয় শ্বসন

   🅒 ক্রেবস চক্র

   🅓 সাইটোক্রোম পথ

উত্তর➠ 🅒 ক্রেবস চক্র

 ক্রেবস চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি মাইটোকনড্রিয়ায় থাকে।

ক্রেবস চক্র ঘটে মাইটোকনড্রিয়ার ধাত্রে।

24. কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ হল 

   🅐 25 kcal

   🅑 50 kcal

   🅒 25 cal

   🅓 50 cal

উত্তর➠ 🅐 25 kcal

25. কখন সালোকসংশ্লেষ ও শ্বসনহার প্রায় সমান হয়?

   🅐 দুপুর বেলা

   🅑 ভোরবেলা

   🅒 ভোর ও গোধূলি

   🅓 সবসময়

উত্তর➠ 🅒 ভোর ও গোধূলি

Created by www.studyzoneinbengali.in

আরও পড়ুন:

2 Comments

Previous Post Next Post

نموذج الاتصال