জনন MCQ প্রশ্ন উত্তর
প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা “Show Answer” বাটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....
1. রেনু কোন্ প্রকার জননের একক?
🅐 অঙ্গজ জনন
🅑 অযৌন জনন
🅒 যৌন জনন
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅑 অযৌন জনন
2. গ্যামেট কোন্ প্রকার জননের একক?
🅐 অঙ্গজ জনন
🅑 অযৌন জনন
🅒 যৌন জনন
🅓 এর সব ক-টি ঠিক
উত্তর➠ 🅒 যৌন জনন
3. দুটি গ্যামেটের মিলনকে বলে —
🅐 সংশ্লেষ
🅑 নিষেক
🅒 অপুংজনি
🅓 অযৌন জনন
উত্তর➠ 🅑 নিষেক
4. দুটি ভিন্ন ধর্মী জনন কোশের মিলনে যে জনন সম্পন্ন হয়, তাকে বলে —
🅐 অঙ্গজ জনন
🅑 অযৌন জনন
🅒 যৌন জনন
🅓 অপুংজনি
উত্তর➠ 🅒 যৌন জনন
5. নিষেক ছাড়া স্ত্রীজনন কোশ থেকে নিম্নলিখিত কোন্ জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়?
🅐 মৌমাছি
🅑 ব্যাং
🅒 আম গাছ
🅓 পেয়ারা
উত্তর➠ 🅐 মৌমাছি
6. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল —
🅐 ব্যাং
🅑 পাখি
🅒 অ্যামিবা
🅓 কেঁচো
উত্তর➠ 🅒 অ্যামিবা
7. কোন্ প্রাণীদেহে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়?
🅐 ফিতাকৃমি
🅑 প্লাসমোডিয়াম
🅒 হাইড্রা
🅓 প্লানেরিয়া
উত্তর➠ 🅒 হাইড্রা ও ইস্ট
8. জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে, তাকে বলে —
🅐 রেনু উৎপাদন
🅑 খন্ডীভবন
🅒 দ্বিবিভাজন
🅓 পুনরুৎপাদন
উত্তর➠ 🅓 পুনরুৎপাদন
➥ প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে।
9. নিম্নলিখিত কার ক্ষেত্রে খন্ডীভবন দেখা যায়?
🅐 অ্যামিবা
🅑 হাইড্রা
🅒 স্পাইরোগাইরা
🅓 প্ল্যানেরিয়া
উত্তর➠ 🅒 স্পাইরোগাইরা
10. জনুক্রম দেখা যায় কোন্ জীবে?
🅐 অ্যামিবা
🅑 কেঁচো
🅒 তাল গাছ
🅓 ফার্ন গাছ
উত্তর➠ 🅓 ফার্ন গাছ
11. পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে — এটি কোন্ প্রকার জনন?
🅐 অঙ্গজ জনন
🅑 যৌন জনন
🅒 অযৌন জনন
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅐 অঙ্গজ জনন
12. কোন্ উদ্ভিদ ভূনিম্নস্থ কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে?
🅐 আদা
🅑 পাথরকুচি
🅒 আম
🅓 লিচু
উত্তর➠ 🅐 আদা
➥ আলু, আদা প্রভৃতি কান্ডজ মুকুলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে।
13. কোনটি কৃত্রিম অঙ্গজ জনন?
🅐 ইস্টের মুকুলোদ্গম
🅑 শাখাকলমের সাহায্যে জনন
🅒 অযৌন জনন
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅑 শাখাকলমের সাহায্যে জনন
14. গোলাপ গাছে কী প্রকার কলম তৈরি করা হয়?
🅐 শাখা কলম
🅑 জোড় কলম
🅒 দাবা কলম
🅓 গুটি কলম
উত্তর➠ 🅐 শাখা কলম
➥ গোলাপ, লেবু, আম, জাম, তুলা প্রভৃতি গাছে শাখাকলম করা হয়।
15. কোন্ উদ্ভিদে জোড় কলম করা হয়?
🅐 পেয়ারা
🅑 আদা
🅒 শুশনি
🅓 আলু
উত্তর➠ 🅐 পেয়ারা
➥ আম, লেবু, লিচু, পেয়ারা প্রভৃতি গাছে জোড়কলম করা হয়।
16. জোড় কলমে উদ্ভিদ শাখার কোন্ অংশ পর্যন্ত চেঁছে দেওয়া হয়?
🅐 জাইলেম
🅑 ফ্লোয়েম
🅒 ক্যাম্বিয়াম
🅓 মজ্জা
উত্তর➠ 🅒 ক্যাম্বিয়াম
17. পরাগরেণু সৃষ্টি হয় —
🅐 পুংকেশরে
🅑 গর্ভকেশরে
🅒 পরাগধানিতে
🅓 গর্ভমুণ্ডে
উত্তর➠ 🅒 পরাগধানিতে
18. সন্ধ্যামালতিতে কী ধরনের পরাগযোগ সম্পন্ন হয়?
🅐 স্বপরাগযোগ
🅑 ইতরপরাগযোগ
🅒 উভয় প্রকার
🅓 এর কোনোটিই নয়
উত্তর➠ 🅐 স্বপরাগযোগ
19. আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে?
🅐 বায়ু
🅑 জল
🅒 পতঙ্গ
🅓 বাদুড়
উত্তর➠ 🅒 পতঙ্গ
20. নিষিক্ত ডিম্বানুকে বলা হয় —
🅐 নির্ণীত নিউক্লিয়াস
🅑 সস্য নিউক্লিয়াস
🅒 ভ্রূণাণু
🅓 এর কোনোটিই ঠিক নয়
উত্তর➠ 🅒 ভ্রূণাণু
21. বৃতির প্রতিটি অংশকে বলে —
🅐 পাপড়ি
🅑 বৃত্যংশ
🅒 পুংকেশর
🅓 ডিম্বক
উত্তর➠ 🅑 বৃত্যংশ
22. ফুলের কোন্ অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকর্ষণ করে?
🅐 বৃতি
🅑 পাপড়ি
🅒 পুংস্তবক
🅓 স্ত্রীস্তবক
উত্তর➠ 🅑 পাপড়ি
23. কোন্ উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ করা যায়?
🅐 পেঁপে
🅑 লাউ
🅒 শিম
🅓 তাল
উত্তর➠ 🅒 শিম
➥ সাধারনত উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়। যেমন - শিম, টম্যাটো, সন্ধ্যামালতী ইত্যাদি।
24. কোন্ উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে?
🅐 পাতাশ্যাওলা
🅑 শিমূল
🅒 পলাশ
🅓 আম
উত্তর➠ 🅓 আম
➥ পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে - আম, সূর্যমুখী ইত্যাদি।
25. কোন্ উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে?
🅐 গম
🅑 আম
🅒 সূর্যমুখী
🅓 শিমূল
উত্তর➠ 🅐 গম
➥ বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে - ধান, গম, ভুট্টা ইত্যাদি।
Thank you sir
ReplyDeleteWelcome!
DeleteStay With Us.
প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ স্যার। পরবর্তী টপিকের অপেক্ষায় রইলাম।
ReplyDeleteWelcome!
DeleteStay With Us.