সালোকসংশ্লেষ টপিকটি থেকে Important 25 টি MCQ প্রশ্ন ও উত্তর | জীবনবিজ্ঞান

সালোকসংশ্লেষ MCQ

সালোকসংশ্লেষ (Photosynthesis) টপিকটি স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজ সালোকসংশ্লেষ (Photosynthesis) টপিকটি থেকে যে সকল প্রশ্নগুলি পরক্ষায় আসে, সেই সকল Important 25 টি প্রশ্নকে MCQ আকারে উত্তরসহ দেওয়া হয়েছে।
সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর, সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর mcq, সালোকসংশ্লেষ mcq, সালোকসংশ্লেষ ও শ্বসন mcq, সালোকসংশ্লেষ প্রশ্ন, সালোকসংশ্লেষ কাকে বলে, সালোকসংশ্লেষ, StudyZoneInBengali, studyzoneinbengali, study zone in bengali
সালোকসংশ্লেষ MCQ (Photosynthesis MCQ in Bengali)

প্রতিটি প্রশ্নের চারটি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলির নীচে থাকা Show Answer” বটনটিতে প্রথমবার ক্লিক করলে সঠিক উত্তরটি দেখতে পাবে, দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হয়ে যাবে এবং আবার ক্লিক করলে উত্তরটি দেখা যাবে....


::  বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর  ::

1. সালোকসংশ্লেষে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হল —

   🅐 জল

   🅑 কার্বন ডাই অক্সাইড

   🅒 গ্লুকোজ

   🅓 ATP

উত্তর➠ 🅐 জল

2. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হল 

   🅐 জল

   🅑 কার্বন ডাই অক্সাইড

   🅒 বায়ুমণ্ডল

   🅓 জলে দ্রবীভূত অক্সিজেন

উত্তর➠ 🅑 কার্বন ডাই অক্সাইড

3. সালোকসংশ্লেষের আদর্শস্থল হল সবুজ উদ্ভিদের 

   🅐 কান্ড

   🅑 পাতা

   🅒 ফুল

   🅓 মূল

উত্তর➠ 🅑 পাতা

4. সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত কোশীয় অঙ্গাণু হল 

   🅐 গলগি বস্তু

   🅑 মাইটোকনড্রিয়া

   🅒 সেন্ট্রোজোম

   🅓 ক্লোরোপ্লাস্ট

উত্তর➠ 🅓 ক্লোরোপ্লাস্ট

5. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে 

   🅐 গ্রানায়

   🅑 স্টোমায়

   🅒 অন্তঃপর্দায়

   🅓 বহিঃপর্দায়

উত্তর➠ 🅐 গ্রানায়

6. সালোকসংশ্লেষের অন্ধকার দশা ঘটে 

   🅐 গ্রানায়

   🅑 স্ট্রোমায়

   🅒 অন্তঃপর্দায়

   🅓 বহিঃপর্দায়

উত্তর➠ 🅑 স্ট্রোমায়

7. সবুজ পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে?

   🅐 ভাজক কলা

   🅑 স্থায়ী কলা

   🅒 মেসোফিল কলা

   🅓 জাইলেম কলা

উত্তর➠ 🅒 মেসোফিল কলা

8. সালোকসংশ্লেষ ঘটে 

   🅐 মাইটোকনড্রিয়ায়

   🅑 ক্লোরোপ্লাস্টিডে

   🅒 গলগি বস্তুতে

   🅓 রাইবোজোমে

উত্তর➠ 🅑 ক্লোরোপ্লাস্টিডে

9. কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনু গঠনের জন্য প্রয়োজন 

   🅐 ক্যালশিয়াম

   🅑 সোডিয়াম

   🅒 ম্যাগনেশিয়াম

   🅓 পটাশিয়াম

উত্তর➠ 🅒 ম্যাগনেশিয়াম

 ম্যাগনেশিয়াম মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে।

10. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে 

   🅐 কার্বন ডাই অক্সাইড

   🅑 NADP

   🅒 ক্লোরোফিল

   🅓 ATP

উত্তর➠ 🅒 ক্লোরোফিল

 ক্লোরোফিল থাকে গ্রানা পর্দার গায়ে।

ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল - C, H, O, N, Mg

11. কোন প্রক্রিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড অপসারিত হয় 

   🅐 সালোকসংশ্লেষ

   🅑 শ্বসন

   🅒 দহন

   🅓 পুষ্টি

উত্তর➠ 🅐 সালোকসংশ্লেষ

12. কোনটি সালোকসংশ্লেষের উপাদান নয়?

   🅐 অক্সিজেন

   🅑 কার্বন ডাই অক্সাইড

   🅒 জল

   🅓 ক্লোরোফিল

উত্তর➠ 🅐 অক্সিজেন

13. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন প্রধান বস্তুটির নাম 

   🅐 কার্বন ডাই অক্সাইড

   🅑 জল

   🅒 অক্সিজেন

   🅓 গ্লুকোজ

উত্তর➠ 🅓 গ্লুকোজ

 এক অণু গ্লুকোজ সংশ্লেষে ব্যবহৃত হয় 6 অনু কার্বন ডাই অক্সাইড।

14. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 

   🅐 PGA1d

   🅑 PGA

   🅒 RuBP

   🅓 NADT

উত্তর➠ 🅑 PGA

 সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল PGA

PGA -এর পুরো নাম - ফসফোগ্লিসারিক অ্যাসিড।

15. দৃশ্যমান আলোকরশ্মির কোন তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়?

   🅐 0.500-600 nm

   🅑 430-470 nm

   🅒 450-700 nm

   🅓 470-500 nm

উত্তর➠ 🅒 450-700 nm

16. সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদদেহে সঞ্চিত থাকে 

   🅐 ফ্যাটরূপে

   🅑 তেলরূপে

   🅒 স্টার্চরূপে

   🅓 গ্লাইকোজেন রূপে

উত্তর➠ 🅒 স্টার্চরূপে

 এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হল 686 kcal ।

17. সালোকসংশ্লেষের কোনটি কার্বন-ডাই-অক্সাইড গ্রাহক 

   🅐 NADP

   🅑 ADP

   🅒 RuBP

   🅓 PGA

উত্তর➠ 🅒 RuBP

RuBP হল একপ্রকার শর্করা।

RuBP -এর পুরো নাম - রাইবিউলোজ বিস্ ফসফেট।

18. সালোকসংশ্লেষে জারিত হয় 

   🅐 জল

   🅑 কার্বন ডাই অক্সাইড

   🅒 গ্লুকোজ

   🅓 নাইট্রোজেন ডাই অক্সাইড

উত্তর➠ 🅐 জল

19. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয় 

   🅐 জল

   🅑 কার্বন ডাই অক্সাইড

   🅒 গ্লুকোজ

   🅓 নাইট্রোজেন ডাই অক্সাইড

উত্তর➠ 🅑 কার্বন ডাই অক্সাইড

 সালোকসংশ্লেষে কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় অন্ধকার দশায়।

20. সালোকসংশ্লেষের আলোক দশার একটি উল্লেখযোগ্য ঘটনা হল 

   🅐 অঙ্গার আত্তীকরণ

   🅑 জলের ফোটোলাইসিস

   🅒 শর্করা সৃষ্টি

   🅓 RuBP -এর পুনরুৎপাদন

উত্তর➠ 🅑 জলের ফোটোলাইসিস

21. ফণীমনসার সালোকসংশ্লেষ ঘটে 

   🅐 কাণ্ডে

   🅑 পর্ণকাণ্ডে

   🅒 পাতায়

   🅓 মূলে

উত্তর➠ 🅑 পর্ণকাণ্ডে

22. কোন উদ্ভিদের মূল সালোকসংশ্লেষ করতে পারে?

   🅐 পেয়ারা

   🅑 গুলঞ্চ

   🅒 আম

   🅓 লেবু

উত্তর➠ 🅑 গুলঞ্চ/পানিফল

23. পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড -এর ভারসাম্য রক্ষিত হয় 

   🅐 সালোকসংশ্লেষ দ্বারা

   🅑 শ্বসন দ্বারা

   🅒 A B উভয়ই

   🅓 রেচন দ্বারা

উত্তর➠ 🅒  B উভয়ই

24. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত থাকে?

   🅐 সৌরশক্তি

   🅑 রাসায়নিক শক্তি

   🅒 স্থৈতিক শক্তি

   🅓 গতিশক্তি

উত্তর➠ 🅒 স্থৈতিক শক্তি

25. হিল বিকারক হল 

   🅐 ATP

   🅑 NADP

   🅒 NAD

   🅓 ADP

উত্তর➠ 🅑 NADP

NADP -এর পুরো নাম - নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট।

Created by www.studyzoneinbengali.in

আরও পড়ুন:
Previous Post Next Post

نموذج الاتصال